Insulin given to Kejriwal on Tihar

ব্যুরো নিউজ, ২৩ এপ্রিল: বহু ‘কাঠখড়’ পুরিয়ে তিহারে ইনসুলিন দেওয়া হল কেজরিওয়ালকে।

সাইবার প্রতারণা থেকে বাঁচতে কী উদ্যোগ নিল কেন্দ্র?

গত ২১ মার্চ আবগারি মামলায় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে তার বাসভবন থেকে গ্রেফতার করে ইডি। ১ এপ্রিল থেকে তিহাড় জেলে রয়েছেন তিনি। তার পদত্যাগের দাবি উঠলেও, আপ সাফ জানিয়ে দিয়েছে যে কেজরিওয়াল পদত্যাগ করবে না। প্রয়োজনে তিনি জেলে থাকাই সরকার চালাবেন। সেই মত হেফাজতে থেকেই তিনি চালাচ্ছেন রাজ্য। দিচ্ছেন নির্দেশিকাও।

কিন্তু এদিকে মুখ্যমন্ত্রীর স্বাস্থ্য সংক্রান্ত বিষয় নিয়ে তৈরি হয়েছে জটিলতা। প্রতিদিন ১৫ মিনিট ভিডিয়ো কনফারেন্সে চিকিৎসকের সঙ্গে কথা বলার আর্জি জানালে কেজরিওয়ালের সেই আবেদন খারিজ করে দেয় রাউস অ্যাভিনিউ কোর্ট। আদালত দিল্লির মুখ্যমন্ত্রীর স্বাস্থ্য সংক্রান্ত বিষয় দেখার দায়িত্ব ভার দেয় এইমসকে। জানায় এইমস একটি মেডিক্যাল বোর্ড গঠন করবে আর তারাই মুখ্যমন্ত্রী ইনসুলিনের প্রয়োজন রয়েছে কি না সেই বিষয়গুলি দেখবে।

এদিকে সোমবার রাতেই মুখ্যমন্ত্রীর সুগারের মাত্রা বেড়ে যায়। সুগারের মাত্রা বেড়ে ৩২০ হয়ে যায়। এরপরই তাকে জেলেই ইনসুলিন দেওয়া হয়। জানা  গিয়েছে, সোমবার ইনসুলিনের জন্য তিহাড় কর্তৃপক্ষকে একটি চিঠিও লেখেন কেজরিওয়াল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর