বাংলার আইসিডিএসের বেহাল দশা, নেই শৌচাগার, স্বাস্থ্যকর পরিবেশ, তড়িঘড়ি নির্দেশ জারি
ব্যুরো নিউজ,১ আগস্ট: রাজ্যের আইসিডিএস সেন্টার বা অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলি নিয়ে বহু অভিযোগ রয়েছে। সেখানে সঠিকভাবে মানুষের ব্যবহার্য পরিস্থিতি বহু আইসিডিএস কেন্দ্রে নেই। সরকারি পরিসংখ্যান থেকে জানা গিয়েছে, রাজ্যে মোট আইসিডিএস কেন্দ্র ১ লক্ষ ৭২১১ টি। তার মধ্যে ২২১৯৫ টি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে কোন শৌচাগার নেই। নিয়োগ দুর্নীতির তদন্ত বন্ধ কেন?হাইকোর্টের প্রশ্নের মুখে রাজ্য ICDS সেন্টারগুলোর বেহাল দশা রাজ্যে: মমতার সরকার হিসাব