
Sports : ইনকাম ট্যাক্স অফিসারের তাইকোয়ান্ডোতে স্বর্ণ পদক ! গর্বিত ভারত ।
ব্যুরো নিউজ ০২ জুলাই : কর্মজীবনের ব্যস্ততা এবং কঠোর ক্রীড়া প্রশিক্ষণের মধ্যে ভারসাম্য বজায় রাখা সত্যিই কঠিন। তবে শিবংশ ত্যাগী, যিনি বর্তমানে মুম্বাই আয়কর বিভাগে কর্মরত, সেই অসম্ভবকেই সম্ভব করে দেখিয়েছেন। সম্প্রতি ভিয়েতনামের হো চি মিন শহরে ২৬ থেকে ২৯শে জুন পর্যন্ত অনুষ্ঠিত ২০২৫ সিজে ভিয়েতনাম ওপেন – একটি G1-র্যাঙ্কড আন্তর্জাতিক তাইকোয়ান্ডো টুর্নামেন্টে স্বর্ণপদক জিতে তিনি ভারতের মুখ উজ্জ্বল করেছেন।