
নায়িকা না, তবু রিল নয় রিয়েল লাইফেই হিরো খুশবু পটানি!
ব্যুরো নিউজ,২১ এপ্রিল: সিনেমার পর্দায় নয়, বাস্তব জীবনেই হিরোর ভূমিকায় দেখা গেল দিশা পটানির দিদি খুশবু পটানিকে। পেশায় তিনি অভিনেত্রী নন, বরং একজন সাধারণ মানুষ। কিন্তু তাঁর এক মানবিক কাজ সমাজমাধ্যমে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। উত্তরপ্রদেশের বরেলিতে এক পরিত্যক্ত শিশুকন্যাকে উদ্ধার করে এবং তাকে সুরক্ষা ও চিকিৎসার ব্যবস্থা করে অনুপ্রেরণা হয়ে উঠেছেন খুশবু। মেয়ের শ্বশুরের সঙ্গে চুটিয়ে প্রেম মমতার, প্রায় রাত