Sandhya Roy

ব্যুরো নিউজ, ১৭ জুন: আচমকা বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি বর্ষিয়ান অভিনেত্রী সন্ধ্যা রায়। দক্ষিণ কলকাতার একটি হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। সন্ধ্যা রায়ের সহকারী জানান, সোমবার সকালে হঠাৎ বুকে ব্যথা হওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। তিনি এখন চিকিৎসাধীন রয়েছেন। ডাক্তার তাঁকে কিছুদিন হাসপাতালে থাকতে বলেছেন। ৭৯ বছর বয়সি এই অভিনেত্রী বেশ কছুদিন ধরে সিনেমা জগতের বাইরে রয়েছেন। রাজনীতির সঙ্গে জড়িত থাকলেও বয়সের কারণে রাজনীতির ময়দান থেকেও দূরে রয়েছেন বর্ষিয়ান এই অভিনেত্রী।

পাইথন ছেলে-মেয়েদের সঙ্গেই পিতৃদিবস উদযাপন! উলুপি কোথায়? উত্তরেই হেসে লুটোপুটি নেটিজেনরা

কয়েকদিন হাসপাতালে থাকার পরামর্শ চিকিৎসকের

BJP Helpline

উল্লেখ্য গত দুবছর আগেই প্রয়াত হয়েছেন তাঁর স্বামী তরুণ মজুমদার। সন্ধ্যা রায়ের কেরিয়ারের সবচেয়ে উল্লেখযোগ্য ছবি ‘আলোর পিপাসা’র পরিচালক তরুণ মজুমদার। এরপর তাঁকে আর পিছন ফিরে তাকাতে হয়নি। একে একে ‘ঠগিনী’, ‘ফুলেশ্বরী’, ‘পলাতক’, ‘নিমন্ত্রণ’, ‘কুহেলি’ ছবিতে তাঁকে অভিনয় করতে দেখা গিয়েছে। তরুণ মজুমদারের ছবিতে কাজের সময় তাঁর সঙ্গে তরুণ মজুমদারের সঙ্গে তাঁর পরিচয়, প্রেম, বিয়ে। যদিও শেষ দিকে তাঁরা দুজন একসঙ্গে থাকতেন না। আলাদা থাকলেও স্বামীর অসুস্থতার খবর পেয়ে হাসপাতেল ছুটে যেতে দেখা গিয়েছে।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর