ব্যুরো নিউজ, ২৫ জুলাই: উত্তরবঙ্গের ৮ জেলাকে উত্তর-পূর্বের সাথে যুক্ত করার দাবি জানালেন বিজেপি রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। গত বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে সাক্ষাৎ হয় সুকান্ত মজুমদারের। সাক্ষাতে পশ্চিম বাংলার রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনার সাথে সাথে উত্তরবঙ্গের উন্নয়নেরও কথা বলেন তিনি।
খোদ কলকাতা শহরে রেশনের চাল পাচারকারী গ্রেফতার
সুকান্তর আসল উদ্দেশ্য কি
উত্তরবঙ্গের উন্নয়ন এতদিন হয়নি উত্তরবঙ্গের সাথে উত্তর-পূর্ব রাজ্যগুলির অনেক মিল আছে ফলে যদি উত্তরবঙ্গকে উত্তর-পূর্বের সাথে যুক্ত করা যায় তাহলে এলাকাগুলির উন্নয়নের সুবিধা হবে বলে মনে করেন সুকান্ত মজুমদার। শিক্ষা মন্ত্রকের পাশাপাশি উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রকের প্রতিমন্ত্রীও তিনি। সুকান্তের লোকসভা এলাকা বালুরঘাট সেটা উত্তরবঙ্গেই, ফলে তার মন্ত্রকের অধীনে উত্তরবঙ্গ কে নিতে পারলে নিজের এলাকার উন্নয়নেও কাজ করতে পারবেন বলে মনে করেন সুকান্ত। তিনি আরো বলেন উত্তর-পূর্ব ভারতের উন্নতির জন্য কেন্দ্রীয় সরকার অনেক বেশি অর্থ বরাদ্দ করেছে। উত্তরবঙ্গকে যদি উত্তর-পূর্বের সাথে যুক্ত করা হয় তবে উত্তরবঙ্গ প্রভূত অর্থ পাবে।
হঠাৎ ক্ষোভের কারণ কি?সংসদে সৌমিত্রকে বেনজির আক্রমণ অভিষেকের
যদিও তৃণমূল এই দাবিকে বাজে কথা বলে উড়িয়ে দিয়েছে।শিলিগুড়ির মেয়র গৌতম দেব বলেন বাংলাকে বিভাজনের চেষ্টা করা হচ্ছে। প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে অধীর শিবিরের বক্তব্য তারা এই প্রস্তাব মানছেন না দলমত নির্বিশেষে তারা এর প্রতিবাদ করবেন কারণ বিজেপি এভাবেই বাংলা ভাগে চক্রান্ত করছে। সুখেন্দুশেখর রায় বলেছেন উত্তরবঙ্গ পশ্চিমবঙ্গের অবিচ্ছেদ্য অংশ সেটিকে ভাঙ্গা অসংবিধানিক ও বেআইনি। সুকান্ত মজুমদার এ বিষয়ে পরে বলেন কোন ভৌগোলিক বিভাজনের কথা তিনি বলেননি। সুকান্ত মজুমদারের দাবি পশ্চিমবঙ্গকে কেন্দ্র প্রকল্প রূপায়ণের জন্য মোট খরচের চল্লিশ শতাংশ অর্থ দিতে হয় কিন্তু উত্তর-পূর্বের প্রকল্পের মধ্যে উত্তরবঙ্গের প্রকল্পগুলি যুক্ত হলে কেন্দ্রীয় প্রকল্পের ৯০% অর্থ বহন করতে বাধ্য থাকবে কেন্দ্র এতে রাজ্যেরই অর্থ সাশ্রয় হবে।