Kunal Ghosh issue

শর্মিলা চন্দ্র, ৩ মে : তৃণমূল রাজ্য সম্পাদক পদ থেকে অপসারিত হওয়ার পর কুণাল ঘোষের একের পর এক মন্তব্য আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে যখন রাজ্য রাজনীতি তোলপাড় তখন কুণাল ঘোষের মন্তব্য বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করেছিলেন রাজনৈতিক মহলের একাংশ। পথ থেকে অপসারিত হওয়ার পর তিনি সংবাদমাধ্যমে সরাসরি জানিয়েছিলেন, চাকরি দেওয়ার নামে পার্থ চট্টোপাধ্যায় যে টাকা তুলছে সেই খবর দলের কাছে আগে থেকেই ছিল। দল সরাসরি কোন ব্যবস্থা নেয়নি। তবে পরে তাকে শিক্ষা মন্ত্রীর পর থেকে সরিয়ে শিল্পমন্ত্রী করেছিল। আর এই মন্তব্যকে কেন্দ্র করেই স্বাভাবিকভাবেই রাজনৈতিক উত্তেজনার পারদ তুঙ্গে।

আবহাওয়া: বঙ্গে ঝড়-বৃষ্টির আশঙ্কা! মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ

রাজ্যপালের বিরুদ্ধে থানায় অভিযোগ, ‘রাজ্যপালের বিরুদ্ধে কোনও ফৌজদারি মামলা করা যায় না’ জানালেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়

‘ক্যারেক্টার সার্টিফিকেট দিয়ে গেলেন পার্থ চট্টোপাধ্যায়’

এরই মধ্যে এবার কুনাল ঘোষ এর বিরুদ্ধে খুব প্রকাশ করতে দেখা গেল শিক্ষক নিয়োগ দুর্নীতির দায় জেলবন্দি পার্থ চট্টোপাধ্যায়কে। উল্লেখ্য এদিন নিয়োগ সংক্রান্ত মামলায় আদালতে পেশ করা হয় পার্থ চট্টোপাধ্যায়কে। এরপর আদালত থেকে যখন তাকে সংশোধনাগারে নিয়ে যাওয়া হচ্ছিল তখনই কুনাল ঘোষের সম্পর্কে কার্যত বিষোদগার করলেন পার্থ চট্টোপাধ্যায়। ‘কুণাল আগে চিটফান্ডের হিসাব দিক। কুণাল ঘোষকে অনেক আগেই তাড়িয়ে দেওয়া উচিত ছিল। ও যা ক্ষতি করছে, বিরোধী দলও করেনি। জেলে এসে জানতে পারলাম কতটা ঘৃণ্য কাজ করেছে।’ এই ভাষাতেই কুনাল ঘোষকে নিশানা করেন জেলবন্দি পার্থ চট্টোপাধ্যায়।

Kunal Ghosh

অন্যদিকে তাঁর এই মন্তব্যে পাল্টা জবাব দিয়েছেন কুণাল ঘোষ। পার্থ চট্টোপাধ্যায়কে একহাত নিয়ে বলেন, ‘ক্যারেক্টার সার্টিফিকেট দিয়ে গেলেন পার্থ চট্টোপাধ্যায়। একটা লোক যিনি স্কুলের চাকরি বিক্রি করে কোটি কোটি টাকা তুলেছেন, তিনি যদি আমার সম্পর্কে কটূ কথা বলেন, তাহলে তো বুঝতে হয় আমি ঠিক পথেই আছি। নিষ্ঠার সঙ্গে তৃণমূল করছি।’ প্রসঙ্গত, দলের রাজ্য সাধারণ সম্পাদকের পদ থেকে অপসারণের পাশাপাশি তারকা প্রচারকের তালিকা থেকে অপসারিত করা হয়েছে কুণাল ঘোষকে। সূত্রের খবর, নির্বাচনের মাঝে কুণাল ঘোষকে দলীয় পথ থেকে অপসারণ তৃণমূলের ভোট ব্যাঙ্কে কোন প্রভাব ফেলবে না বলেই ঘনিষ্ঠ মহলে জানিয়েছেন পার্থ চট্টোপাধ্যায়।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর