বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

Home Based Business khoi bhaja

অল্প বিনিয়োগে ঘরে বসেই শুরু করুন ব‍্যবসা, রোজগার লক্ষ লক্ষ টাকা, বিশদে জানুন

ব্যুরো নিউজ, ২১ জুলাই: কথায় বলে, নেই কাজ তো খই ভাজ…. এখন এই কথা দিয়ে কাউকে আর কটাক্ষ করা যাবে না। শুধুমাত্র এই খই ভেজেই লক্ষ লক্ষ টাকা আয় করতে পারবেন। শীতকালে যে মোয়া তৈরি হয়, তা বানানোর জন্য লাগে খই। বিশেষ করে বাংলার প্রসিদ্ধ জয়নগরের মোয়া বানাতে গেলে সবার আগে খইয়ের প্রয়োজন হয়। জয়নগর এলাকায় এই কয়েকটা মাসের জন্য বিরাট চাহিদা থাকে খইয়ের। কিন্তু শুধুমাত্র কয়েকটা মাসের জন্য নয়, সারা বছরের জন্য আপনি আয়ের রাস্তা হিসেবে বেছে নিতে পারেন এই খই ভাজার ব্যবসা। পোস্টারে নেই অভিষেকের ছবি,হিংসায় হয়তো ওর ছবি দেয়নি, খোঁচা শমীকের কীভাবে কত টাকায় শুরু করবেন এই ব‍্যবসা? পুরনো দিনে দেখা যেত, বাড়ির মা, কাকিমারা উনুনে খই ভেজে এই ধরনের ব্যবসা করতেন। এখন যুগ বদলেছে, দিন বদলেছে, মানুষের হাতে সময় কম। আর অল্প সময়ের মধ্যে কিভাবে বেশি উপার্জন করা যায়, সেই খোঁজেই সকলে বিভিন্ন ধরনের ব্যবসার হাল হদিস জানতে চান। তবে খুব একটা বেশি বিনিয়োগ করতে হবে না এই ব্যবসায়। অল্প বিনিয়োগ করেই আপনি শুরু করতে পারেন। পশ্চিমবঙ্গের বাইরেও খই এর চাহিদা রয়েছে ব্যাপক। আনুমানিক কমবেশি ৪ লক্ষ টাকা খরচ হতে পারে এই কারখানা তৈরি করতে। আর খইয়ের কাঁচামাল শুধুমাত্র ধান। আপনি স্থানীয় কোনো হাটে বাজারে গেলে ধান কিনে নিতে পারবেন। আর তাই দিয়েই তৈরি হয় খই। একুশের মঞ্চেই নজর কাড়েন, বছর ঘুরতেই তালিকায় নেই রাজন‍্যা, নিজেই যা জানালেন আর খই ভাজার মেশিনসহ কারখানা তৈরি করতে যে টাকার প্রয়োজন হয় তার একটা অংশ আপনি আবার সরকারের বিভিন্ন প্রকল্পের অধীনে লোন হিসেবেও নিতে পারেন। ফলে এই খইয়ের ব্যবসা করে আপনি মাসে লক্ষ লক্ষ টাকা পর্যন্ত রোজগার করতে পারেন। তবে এর জন্য আপনাকে ফুড সেফটি এন্ড স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়া বা FSSAI থেকে ফুড লাইসেন্স নিতে হবে।

আরো পড়ুন »
Sachin Tendulkar invest in share

এই শেয়ারে বিনিয়োগ করেছেন সচিন তেন্ডুলকর, রিটার্ন ১৫০ শতাংশের বেশি ৬ মাসেই কেল্লাফতে,

ব্যুরো নিউজ,১৭ জুলাই: মাত্র ৬ মাসের মধ্যে এই কোম্পানির শেয়ার ইনভেস্টারদের প্রায় ১৫০ শতাংশের বেশি রিটার্ন দিয়েছে। যার পরিমাণ প্রায় আড়াই গুণ বেড়েছে। শেয়ারটি হলো আজাদ ইঞ্জিনিয়ারিং কোম্পানির (Azad Engineering Share) শেয়ার। এটি প্রতিরক্ষা খাতের কোম্পানি। বর্তমানেও এই আজাদ ইঞ্জিনিয়ারিং এর শেয়ার দর একেবারেই ঊর্ধ্বমুখী। আর খুব অল্প সময়ের মধ্যেই এই প্রতিরক্ষা কোম্পানির শেয়ারের বাজার মূল্য বেড়ে গিয়েছে। চালু হতে পারে এক দেশ এক রেট নীতি, সস্তায় সোনা কেনাবেচার সুযোগ এই কোম্পানির শেয়ার উর্ধ্বমুখী, অল্প সময়ে রিটার্ন দেখুন চড়চড়িয়ে বাড়ছে এই শেয়ার, টাকা কামাতে এক্ষুনি কিনে ফেলুন আজাদ ইঞ্জিনিয়ারিং এর শেয়ারের ৫২ সপ্তাহের মধ্যে সর্বোচ্চ দর ২০৮০ টাকা। একেবারে নিম্নে যে দর ছিল ৬৪০ টাকা। আগের সপ্তাহ জুড়ে এই কোম্পানির শেয়ার দর সেই ভাবে না উঠলেও গত সপ্তাহের শেষ থেকেই শেয়ার দর ঊর্ধ্বমুখী হয়েছে। কোনো বিনিয়োগকারী ৬ মাস আগে যদি এই কোম্পানির শেয়ারে ১ লাখ টাকা বিনিয়োগ করে থাকেন, তাহলে সেটা এখন বেড়ে ২.৫ লাখ টাকা হয়েছে। চলতি বছরের জানুয়ারিতে একটি স্টক এর দাম ছিল ৬৮৫.২০ টাকা, সেটি এখন ১৭৪১ টাকা হয়েছে। ফলে শেয়ারের দাম বেড়েছে ১০৫৫.৮০ টাকা। আর এই কোম্পানির শেয়ারেই বিনিয়োগ করেছেন বিখ্যাত প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সচিন তেন্ডুলকর। বাজেট পেশের আগে হয়ে গেল হালুয়া অনুষ্ঠান,কেন হয় এই হালুয়া অনুষ্ঠান? সচিন এতে প্রায় ৫ কোটি টাকা বিনিয়োগ করে ৪ লাখ শেয়ার পেয়েছেন। গত ৬ মাস থেকে ১ বছরে স্টক বাড়ার কারণেই সচিনের বিনিয়োগের পরিমাণ এবার ব্যাপকভাবে বেড়ে গিয়েছে। কোম্পানির স্টক এক্সচেঞ্জ থেকে জানা যাচ্ছে, আজাদ ইঞ্জিনিয়ারিং জার্মানির সিমেন্স এনার্জি গ্লোবাল জি এম বি এইচ এন্ড কোম্পানি থেকে ৫ বছরের চুক্তিতে একটি বৃহৎ মাপের অর্ডার পেয়েছে। আর সেই অর্ডার পাওয়ার খবরের প্রভাব কোম্পানির শেয়ারে পড়তে শুরু করেছে। বি:দ্র:- শেয়ার বাজারে বিনিয়োগ ঝুঁকিপূর্ণ। বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করে নেওয়া উচিত।

আরো পড়ুন »
ndian Railways, Share,

চড়চড়িয়ে বাড়ছে এই শেয়ার, টাকা কামাতে এক্ষুনি কিনে ফেলুন

ব্যুরো নিউজ,১৭ জুলাই: কেন্দ্রীয় সরকারের তরফে ২০২২ সালে ৭টি সাপ্লাইয়ারকে ৭৯ হাজার ৮০০ টি ওয়াগনের অর্ডার দেওয়া হয়েছিল। টেক্সম‍্যাকো রেল এন্ড ইঞ্জিনিয়ারিং, হিন্দুস্তান ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রিজ, টিটাগড় ওয়াগন, ওরিয়েন্টাল ফাউন্ড্রি সহ একাধিক সংস্থা এই বরাত পেয়েছিল। প্রতি ইউনিট কিছু ৩২ থেকে ৩৭ লক্ষ টাকা দেওয়া হয়। আর এরপরে অনুমান করা হচ্ছে, ভারতীয় রেলওয়েজের বেশ কিছু শেয়ারের দাম বৃদ্ধি হওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে। পকেট মানি ইনভেস্ট করুন এই ফান্ডে, সেরা রিটার্ন দিচ্ছে, খুলে যেতে পারে কপাল ভারতীয় রেলের বরাত বৃদ্ধিতে শেয়ার দর বাড়তে পারে: রেলের বেশ কিছু আধিকারিক বলেন, ৩১৪১৮ কোটি টাকার ওয়াগন কেনার পরিকল্পনা নিয়ে সমস্যা তৈরি হয়েছে। যে সংস্থাগুলি বরাত নিয়েছিল তার মধ্যে মডার্ন ইন্ডাস্ট্রিজ নামের সংস্থা তা পূরণ করতে ব্যর্থ হয়েছে। তাই সরকারকে নতুন করে অর্ডার দিতে হচ্ছে। তবে ঘাটতি মেটানোর জন্য অন্যান্য ওয়াগন সরবরাহকারীদের কাছে অর্ডার দেওয়া হবে বলে জানিয়েছেন রেল মন্ত্রকের আধিকারিক। আয় করা টাকা জলের মতো খরচ হচ্ছে, কীভাবে টাকা জমাবেন, নয়া টিপস জেনে নিন টিটাগড় ওয়াগন ২৪ হাজার ১৭৭ ইউনিটের সবথেকে বড় অর্ডার পেয়েছিল। তবে রেলওয়ে হিন্দুস্তান ইন্ডাস্ট্রিজ থেকে আরও ৩৪৩ টি ওয়াগন কেনার সিদ্ধান্ত এই ফেব্রুয়ারিতে নেওয়া হয়েছে। এই সংস্থার কাছে অর্ডারের সংখ্যা দাঁড়িয়েছে ৭৫০৬ আর ঘাটতি মেটানোর জন্য আরো কিছু নতুন সংস্থাকে বরাত দেওয়া হতে পারে। আর সেটা দেওয়া হলেই রেল খাতের এই শেয়ার দর ধীরে ধীরে যথেষ্ট বাড়তে চলেছে। ফলে ভারতীয় রেলের শেয়ারবাজার কিছুদিনের মধ্যেই ঊর্ধ্বমুখী হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বি:দ্র:শেয়ার কেনা ঝুঁকিপূর্ণ।বিশেষজ্ঞর সঙ্গে পরামর্শ করে নেবেন।

আরো পড়ুন »
Pocket Money Investment

পকেট মানি ইনভেস্ট করুন এই ফান্ডে, সেরা রিটার্ন দিচ্ছে, খুলে যেতে পারে কপাল

ব্যুরো নিউজ,১৫ জুলাই: ব্যাংক, পোস্ট অফিস বা অন্যান্য ফিনান্সিয়াল অর্গানাইজেশনে টাকা জমানোর পাশাপাশি বর্তমানে মুদ্রাস্ফীতির বিরুদ্ধে লড়াই করতে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট (Mutual Fund Investment) এর দিকে ঝুঁকছেন অধিকাংশ মানুষ। আর মিউচুয়াল ফান্ডে কেউ এককালীন টাকা ইনভেস্ট করেন, আবার কেউ SIP বা সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যানের মাধ্যমে বিনিয়োগ করে থাকেন। তবে অনেকেই ভাবেন মিউচুয়াল ফান্ড যেহেতু স্টক মার্কেট নির্ভর, তাই লাভ লোকসানের ব্যাপারে একটু চিন্তিত হয়ে পড়েন। এরকমই কয়েকটি গুরুত্বপূর্ণ ফান্ডের সম্পর্কে একটা ধারণা দেওয়া হবে, যেগুলি গত ৫ বছরের মধ্যে সেরা রিটার্ন দিয়েছে। আয় করা টাকা জলের মতো খরচ হচ্ছে, কীভাবে টাকা জমাবেন, নয়া টিপস জেনে নিন কোন মিউচুয়াল ফান্ড সেরা পারফর্ম করেছে? অধিকাংশ মানুষ এককালীন বিনিয়োগের বদলে এসআইপি পদ্ধতিতে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করেন। দেখা যাচ্ছে, এবার SBI বা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার মিউচুয়াল ফান্ডগুলিতে গত ৫ বছরে দুর্দান্ত রিটার্ন পাওয়া গেছে। ফলে এসবিআই এর যেকোনো মিউচুয়াল ফান্ডেই বিনিয়োগ করাটা খুব একটা ঝুঁকির হবে না বলেই মনে করা হয়। গত ৫ বছরের মধ্যে মার্কেটে দুর্দান্ত পারফর্ম করেছে এস বি আই ফান্ডগুলি। SBI থিম‍্যাটিক ইক‍্যুইটি ফান্ড গত ৫ বছরে ৪২.৪৮ শতাংশ এস আই পি রিটার্ন দিয়েছে। সেরা মিউচুয়াল ফান্ড হিসাবে উঠে এসেছে। ঝোপ বুঝে কোপ!নজরে রাখুন এই কয়েকটি কোম্পানির শেয়ার ২০ হাজার টাকার SIP করে ৫ বছরে ৩৩.৫০ লক্ষ টাকা রিটার্ন হয়েছে। আরেকটি রয়েছে, এসবি আই এর কনট্রা ফান্ড। ৫ বছরে ৩৬.৫৪ শতাংশ এসআইপি রিটার্ন দিয়েছে। এর পোর্টফোলিওতে আবার মূল স্টক এর তালিকায় আছে, এইচডিএফসি ব্যাঙ্ক, এসবিআই, নিফটি ব‍্যাঙ্ক। তবে মোটা টাকা প্রতি মাসে দিয়েই SIP করতে হবে এমনটা নয়। আপনার সামর্থ্য অনুযায়ী একটা নির্দিষ্ট পরিমাণ টাকা প্রতি মাসে এসআইপি পদ্ধতির মাধ্যমে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে পারেন। বি:দ্র:- মিউচুয়াল ফান্ড, শেয়ার বাজারে বিনিয়োগ ঝুঁকিপূর্ণ। তাই বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করে নেওয়া উচিত।

আরো পড়ুন »
share market

ঝোপ বুঝে কোপ!নজরে রাখুন এই কয়েকটি কোম্পানির শেয়ার

ব্যুরো নিউজ,১৪ জুলাই: লাগাম ছাড়া মূল্যবৃদ্ধির সঙ্গে পাল্লা দিতে গেলে নিজের সম্পদ তৈরি করাটাও জরুরী। কিন্তু সাধারণ মানুষের পক্ষে সেই ধরনের ঝুঁকি নেওয়া সম্ভবপর হয় না। তবে আবার কথায় আছে, ঝুঁকি না নিলে বড় কিছু করাও যায় না। তাই সবদিক বিবেচনা করে বিশেষজ্ঞের সঙ্গে কথা বলে স্টক মার্কেটে কিছু শেয়ারের দিকে ইনভেস্ট করতে পারেন। এইভাবে লটারির টিকিট কাটুন, পিছন ফিরে তাকাতে হবে না, জেনে নিন গোপন টিপস স্টক মার্কেটে কোন শেয়ারে লক্ষ্য রাখবেন: এমন কয়েকটি কোম্পানির শেয়ারের বিষয়ে এখানে বলা হবে, যেগুলোতে নজর রাখতে পারেন। প্রয়োজন অনুযায়ী সামর্থের দিকে লক্ষ্য রেখে ইনভেস্ট করার চেষ্টা করতে পারেন। আর বুদ্ধি করে স্টক মার্কেটে ইনভেস্ট করতে পারলে হঠাৎ একেবারে কপাল খুলে যেতে পারে। দেখা যাক, কোন কোন কোম্পানির শেয়ারের দিকে নজর রাখবেন? মোবাইল রিচার্জ করতে টান পড়ছে পকেটে, দেখে নিন, সস্তার রিচার্জ প্ল‍্যান কোনটি? নেসলে ইন্ডিয়া– কোম্পানির ইয়ারলি জেনারেল মিটিংয়ে শেয়ার হোল্ডাররা সুইস প্যারেন্টকে রয়‍্যালটি প্রদানের হার ৪.৫% ধরে রাখার অনুমোদন দিয়েছেন। বাজাজ ফিনসার্ভ– এর সহযোগী সংস্থা বাজাজ অ্যালিয়াঞ্জ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি এবং বাজাজ অ্যালিয়াঞ্জ লাইফ ইন্সুরেন্স কোম্পানি জুনের অস্থায়ী পরিসংখ্যান ঘোষণা করেছে। সেখানে জেনারেল ইন্স্যুরেন্সে ১২৩৪ কোটি টাকার গ্রস প্রিমিয়াম রয়েছে। আর লাইফ ইন্সুরেন্সে ব্যবসায়িক প্রিমিয়াম ১০৮২ কোটি টাকায় দাঁড়িয়েছে। বন্ধন ব্যাংক– ইতিমধ্যেই ব্যাংকের তরফে ঘোষণা করা হয়েছে, বিশ্বব্যাপী বিজনেস ট্রানজেকশনের জন্য কমার্শিয়াল পণ্যগুলির অ্যারে চালু করতে চলেছে তারা। রেলটেল– রেলটেল কর্পোরেশন বোর্ড ২০২৩-২৪ ফিনান্সিয়াল ইয়ারে ইক‍্যুইটি শেয়ারে ১.৪ টাকা লভ্যাংশ দেওয়ার কথা ঘোষণা করেছে। শেয়ারে বিনিয়োগ ঝুঁকিপূর্ণ। বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করেই সিদ্ধান্ত গ্রহণ করতে হবে।  

আরো পড়ুন »
lottery winning tips

এইভাবে লটারির টিকিট কাটুন, পিছন ফিরে তাকাতে হবে না, জেনে নিন গোপন টিপস

ব্যুরো নিউজ,১৪ জুলাই: দৈনন্দিন বেঁচে থাকার লড়াই লড়ছেন প্রতিটা মানুষ। কোনো ছোটখাটো চাকরি বা ব্যবসা করে সংসার হয়তো টেনেটুনে প্রতিপালন করা যায়, কিন্তু জীবনের অনেক শখ আহ্লাদ পূরণ করা যায় না। সারাটি জীবন কষ্ট করেই যেতে হয়। কিন্তু এর মধ্যেও প্রত্যেকেই একটু বিলাসিতার মধ্যে থাকার স্বপ্ন দেখতে চান। আর সেই লক্ষ্যে হঠাৎ হাতে মোটা টাকা এনে দিতে পারে একমাত্র লটারি (Lottery)। বর্তমানে অনেককেই নিয়মিত স্থানীয় বাজারে লটারির দোকানে গিয়ে লটারি কাটতে দেখা যায়। অনেকে লাখপতি বা ক্রোড়পতি হন‌। আবার অধিকাংশ মানুষের কপালে কিছুই জোটে না। অটোমেটিক সিস্টেম চালু,আরো হাইস্পিড হচ্ছে ট্রেনের গতি কোন লটারি কীভাবে কাটবেন? এবার লটারি কাটার আগে কিছু লটারি উইনিং টিপস নিয়ে নিন। শুধুমাত্র স্থানীয় এলাকার বাজারে লটারির দোকানে আর টিকিট কাটবেন না। সারা দুনিয়ার লটারি একেবারে এখন আপনার হাতের মুঠোয়। অনলাইনের মাধ্যমে ছাড়া বিশ্বের লটারিতে অংশ নিতে পারেন আপনি। সেক্ষেত্রে হাতের স্মার্টফোন বা ল্যাপটপ, ট্যাবলেট থেকেও এই লটারির খেলায় যুক্ত হতে পারেন। শুধু ইংরেজি ভাষার লটারি নয়, তার বদলে কম পপুলার ল্যাঙ্গুয়েজ ( স্প্যানিশ, রাশিয়া, জার্মান) লটারিতে চান্স নিতে পারেন। তাতে জয়ের সম্ভাবনাও বেড়ে যায়। মোবাইল রিচার্জ করতে টান পড়ছে পকেটে, দেখে নিন, সস্তার রিচার্জ প্ল‍্যান কোনটি? অনলাইন লটারি কাটতে গেলে সেক্ষেত্রে লাকি নম্বর ঠিক করে নিতে পারেন। অনলাইনেই লাকি নম্বর সার্ভিস পেয়ে যাবেন। তবে অনেকেই লটারি জেতার পর দেখা যায়, টিকিট হারিয়ে ফেলেছেন। সেদিকে সতর্ক থাকতে হবে। অনলাইন লটারিতে একটা রেকর্ড থাকে লটারি কেনার সময়। এই লটারি উইনিং টিপসগুলো ব্যবহার করতে পারেন। তবে সতর্ক থাকবেন জালিয়াতের খপ্পড়ে যাতে না পড়েন। লটারিতে টাকা জিতেছেন বলে জালিয়াতরা ভুয়ো ইমেইল পাঠাতে পারে। সেই বিষয়ে সব সময় সতর্ক থাকবেন।

আরো পড়ুন »
mutual fund investment

ভবিষ্যতের কথা ভাবুন, সঞ্চয় নয়,ইনভেস্ট করুন মিউচুয়াল ফান্ডে

ব্যুরো নিউজ,১৩ জুলাই: বর্তমানে দাঁড়িয়ে ভবিষ্যতের পরিকল্পনা ছকে নিতে হয়। কারণ টাকার আজকে যা মূল্য, আজ থেকে ২০ বছর পর একই মূল্য থাকবে না। তাও তো সময়টা অনেক বেশি বলা হলো, যেভাবে জিনিসপত্রের মূল্যবৃদ্ধি হচ্ছে, তাতে আগামী দিনে বাজারের সঙ্গে পাল্লা দিতে গেলে এখন আর শুধু সঞ্চয় করলে চলবে না। বিনিয়োগ বা ইনভেস্ট করতে হবে। আর তাই সরাসরি না হলেও শেয়ার মার্কেট কেন্দ্রিক বিনিয়োগের দিকে ঝুঁকতেই হবে। সেক্ষেত্রে মিউচুয়াল ফান্ড এই মুহূর্তে সবচেয়ে শ্রেষ্ঠ ইনভেস্টমেন্ট প্ল‍্যান। সোনা কিনতে যাচ্ছেন?একটু দাঁড়ান,বাজেটের আগে কিনবেন না, দাম কমতে পারে কীভাবে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করবেন? অনেকের কাছেই এখনো পর্যন্ত মিউচুয়াল ফান্ড যথেষ্ট জটিল বলে মনে হয়। তবে একটু একটু করে হলেও মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে শুরু করেছেন দেশবাসী। আপনিও পিছিয়ে না থেকে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ শুরু করতে পারেন। এখন যথেষ্ট সহজ এবং সাধারণ হয়ে গিয়েছে। মিউচুয়াল ফান্ডে প্রথম বিনিয়োগের সময় লগ্নিকারীকে KYC জমা দিতে হবে। এটি এককালীন প্রক্রিয়া। কেওয়াইসি ভেরিফিকেশন করার জন্য ডিস্ট্রিবিউটার বা বিনিয়োগ পরামর্শদাতার কাছে অফলাইনেও করতে পারেন কিংবা অনলাইনেও কেওয়াইসি করাতে পারেন। KYC Complete হয়ে গেলেই মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট শুরু করতে পারেন। এক্ষেত্রে ব্যাংক, কোনো আর্থিক প্রতিষ্ঠান, শেয়ার ব্রোকার, মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর, যেকোনো পদ্ধতির মাধ্যমে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ শুরু করতে পারেন। জায়ান্ট সিংয়ের অবৈধ বাড়ি, বুলডোজার অপারেশন কি হবে? এখন অনলাইনেও মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করা যায়। আবার কোনো ফান্ড হাউসের অফিসে গিয়ে সমস্ত কিছু বুঝে নিয়ে বিনিয়োগ করতে পারেন। অনলাইন বা অফলাইন পদ্ধতিতে ডিস্ট্রিবিউটর, ব্রোকার বা কোনো অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির সাহায্য নিয়ে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের পথ খুঁজে নিন। এক্ষেত্রে বিনিয়োগ পরামর্শদাতার সঙ্গে কথা বলে আপনার প্রয়োজন অনুযায়ী এবং সামর্থ্য অনুযায়ী বিনিয়োগের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। মোটা টাকার অংক যদি মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে চান, তাহলে সেক্ষেত্রে অবশ্যই বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করে নিন।

আরো পড়ুন »
audi-q7

মধ্যবিত্তের উপর চাপ বাড়িয়ে জুন থেকে চার চাকার দাম বাড়াল Audi! কত হল দাম?

ব্যুরো নিউজ, ৩০ এপ্রিল: অডি ঘোষণা করেছে যে, এটি ক্রমবর্ধমান ইনপুট এবং পরিবহন খরচের কারণে মডেল পরিসর জুড়ে তার গাড়ির দাম দুই শতাংশ পর্যন্ত বৃদ্ধি করবে। মূল্য বৃদ্ধি কার্যকর হবে 1 জুন থেকে। অডি ইন্ডিয়া মোট 7,027 ইউনিট বিক্রি করেছে। এইভাবে FY23-24-এ সামগ্রিকভাবে 33 শতাংশ বৃদ্ধি পেয়েছে। একইসঙ্গে, অডি অ্যাপ্রুভড: প্লাস, প্রাক-মালিকানাধীন গাড়ি ব্যবসা, একই সময়ে 50 শতাংশ বৃদ্ধি পেয়েছে। মূল্য বৃদ্ধি কার্যকর হবে 1 জুন থেকে !! অডি ইন্ডিয়ার বর্তমান মডেল পরিসরের মধ্যে রয়েছে A4, A6, A8 L, Q3, Q3 Sportback, Q5, Q7, Q8, S5 Sportback, RS5 Sportback, RS Q8, Q8 50 e-tron, Q8 55 e-tron, Q8 Sportback 50 e -ট্রন, কিউ 8 স্পোর্টব্যাক 55 ই-ট্রন, ই-ট্রন জিটি এবং অডি আরএস ই-ট্রন জিটি। সম্প্রতি এক অনুষ্ঠানে বক্তৃতা দিতে গিয়ে, অডি ইন্ডিয়ার হেড বলবীর সিং ধিলোন বলেন, “ক্রমবর্ধমান ইনপুট খরচ আমাদেরকে 1 জুন থেকে দুই শতাংশ পর্যন্ত দাম বাড়াতে বাধ্য করছে। বরাবরের মতো আমাদের প্রচেষ্টা থাকবে, যতটা সম্ভব ক্রমবর্ধমান খরচের প্রভাব যাতে আমাদের গ্রাহকদের জন্য কম হয়।

আরো পড়ুন »
EV Disruptor motor bike

EV Disruptor ইলেকট্রিক মোটরবাইকের বুকিং শুরু! প্রথম 1,000 জন গ্রাহকদের জন্য রয়েছে আকর্ষনীয় অফার

ব্যুরো নিউজ, ২৮ এপ্রিল: বৈদ্যুতিক যানবাহন নির্মাতা ওকায়া ইভি-এর বিলাসবহুল ব্র্যান্ড Ferrato তার আসন্ন বৈদ্যুতিক মোটরসাইকেল, Disruptor-এর জন্য বুকিং শুরু করেছে। আজ থেকে, গ্রাহকরা Ferrato এর অফিসিয়াল ওয়েবসাইটে মোটরসাইকেলটি বুক করতে পারবেন। Hero Splendor Plus Xtec মোটর বাইক: প্রতি লিটারে ছুটবে 83.2 কিমি! মাত্র 85 হাজারে হিরোর দুর্দান্ত বাইক EV Disruptor মডেলের ক্ষেত্রে গ্রাহকরা পাবেন আকর্ষণীয় অফার প্রথম 1,000 জন গ্রাহকদের জন্য এই বাইকটি বুকিং করার ক্ষেত্রে আকর্ষণীয় অফার রয়েছে। এই মুহূর্তে যেসব গ্রাহকেরা এই বৈদ্যুতিক মোটরসাইকেলটি প্রি-বুক করবেন, তারা মাত্র 500 টাকায় প্রি-বুকিং করতে পারবেন। এর পরে, এই বাইকটি প্রি-বুকিং করতে গেলে এর মূল্য বেড়ে 2,500 টাকা হবে। EV Disruptor মডেলের হার্ডওয়্যার ডিজাইন ডিজাইনের কথা বলতে গেলে, মোটরসাইকেলটিতে পেশীবহুল শক্তিশালী ট্যাঙ্কের চারপাশে আকর্ষণীয় সিলুয়েট রয়েছে। এটিতে সাসপেনশন ডিউটির জন্য সামনের দিকে টেলিস্কোপিক ফর্ক এবং পিছনে একটি মনো-শক ইউনিট রয়েছে। স্টপিং পাওয়ারের জন্য উভয় চাকার ডিস্ক ব্রেক রয়েছে। অন্যান্য উল্লেখযোগ্য বৈশিষ্ট্যগুলির মধ্যে রয়েছে একটি সুন্দর ডিজাইনের টায়ার, স্প্লিট-সিট সেটআপ এবং উভয় প্রান্তে মসৃণ লুকিং LED লাইট। EV Disruptor মডেলের ব্যাটারি পাওয়ার EV Disruptor মডেলে একটি PMSM মোটর দ্বারা ব্যবহার করা হয়েছে, যেটি 6.37 kW এর সর্বোচ্চ শক্তি উৎপন্ন করে। ডিসরাপ্টরটিতে একটি 3.97 kWh LFP ব্যাটারি প্যাক রয়েছে, যা 129 কিমি রাইডিং রেঞ্জ দেবে। এটি প্রতি কিলোমিটারে 25 পয়সা পর্যন্ত চলমান খরচ অফার করে৷

আরো পড়ুন »
BMW i5 M60 xDrive launch

ভারতে পাওয়া যাচ্ছে BMW i5 M60 xDrive চার চাকা, সামনে এলো চাঞ্চল্যকর তথ্য, কেনার আগে দেখে নিন

ব্যুরো নিউজ, ২৭ এপ্রিল: BMW রেঞ্জ-টপিং M60 xDrive সংস্করণে ভারতে একেবারে নতুন, প্রথম i5 লঞ্চ করেছে। ইলেকট্রিক 5 সিরিজের দাম Rs. 1,19,50,000 (এক্স-শোরুম)। প্রচলিত পেট্রোল এবং ডিজেল পাওয়ারট্রেন সহ নতুন-জেন 5 সিরিজ শীঘ্রই নজরে আসতে চলেছে গ্রাহকদের।এই মডেলটি আজ থেকেই পাবেন গ্রাহকেরা। i5 M60 xDrive মডেলটি চারটি BMW পেইন্টওয়ার্ক বিকল্প ছাড়াও আটটি রঙের বিকল্পে পাওয়া যাবে। স্ট্যান্ডার্ড ইন্টেরিয়র ট্রিম কার্বন ফাইবারের বিকল্পগুলির মধ্যে রয়েছে আলকান্তারা। মার্কেটে পা রাখতে চলেছে নতুন-জেনার Maruti Suzuki Dzire চার চাকা, প্রকাশ্যে এলো নজরকাড়া ডিজাইন ইলেকট্রনিক নিয়ন্ত্রিত শক অ্যাবজরবার সহ অভিযোজিত সাসপেনশন, ইন্টিগ্রাল অ্যাক্টিভ স্টিয়ারিং এবং ছয়টি এয়ারব্যাগ BMW i5 M60 xDrive মডেলের হার্ডওয়্যার ডিজাইন BMW এর CLAR প্ল্যাটফর্মের উপর ভিত্তি করে, i5 ভেরিয়েন্টটিতে একটি আলোকিত ফ্রন্ট কিডনি গ্রিল এবং LED হেডল্যাম্প সহ একটি নতুন ডিজাইন পাবেন। এটিতে 20-ইঞ্চি, উচ্চ-চকচকে কালো, M হালকা অ্যালয় চাকা রয়েছে। এটির সামনের দিকে বড় এয়ার ইনটেক, ফ্লেয়ার্ড সাইড স্কার্ট, পিছনে ডিফিউজার, লাল ব্রেক রয়েছে। এর চারিদিকে হাই-গ্লস ইনসার্ট সহ একটি স্ট্যান্ডার্ড M Sport Pro প্যাকেজ রয়েছে। লঞ্চ হতে চলেছে Mahindra XUV3XO চার চাকা, জেনে নিন সম্পূর্ণ স্পেসিফিকেশনস BMW i5 M60 xDrive মডেলের ভিতরের নজরকাড়া ডিজাইন এই মডেলটির ভিতরে, নতুন BMW ককপিট লেআউটে স্ট্যান্ডার্ড হিসাবে সর্বশেষ OS 8.5 অপারেটিং সিস্টেম সহ একটি বাঁকা ডিসপ্লে রয়েছে। এছাড়াও ভিতরে একটি পূর্ণ আকারের কাঁচের ছাদ বরাবর কার্বন-ফাইবার ট্রিম, 18-স্পীকার 655W বোয়ার্স এবং উইলকিন্স চারপাশের সাউন্ড সিস্টেম, এম-নির্দিষ্ট চামড়া-মোড়ানো স্টিয়ারিং হুইল, বায়ুচলাচল আসন, এবং গাড়ির মধ্যে রয়েছে গেমিং এয়ারকনসোল। সঙ্গে রয়েছে একটি হেড-আপ ডিসপ্লে, অগমেন্টেড রিয়েলিটি MID, ADAS, ইলেকট্রনিক নিয়ন্ত্রিত শক অ্যাবজরবার সহ অভিযোজিত সাসপেনশন, ইন্টিগ্রাল অ্যাক্টিভ স্টিয়ারিং এবং ছয়টি এয়ারব্যাগ। BMW i5 M60 xDrive মডেলের ব্যাটারি পাওয়ার ও রাইডিং রেঞ্জ i5 M60 xDrive মডেলটিতে একটি 81.2kWh ব্যাটারি প্যাক রয়েছে যেখানে একটি টুইন মোটর সেটআপ রয়েছে। এই মোটরটি সর্বোচ্চ 600bhp হর্স পাওয়ার এবং 795Nm টর্ক পাওয়ার জেনারেট করবে। এটির রাইডিং রেঞ্জ 516km এবং টপ স্পীড 230kmph।

আরো পড়ুন »

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

ঠিকানা