বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

Calcutta High Court

৩ লক্ষের জমি স্ত্রীকে পাইয়ে দিয়েছেন জলের দামে! প্রাক্তন চেয়ারম্যান দেবাশীসের বিরুদ্ধে মামলায় প্রধান বিচারপতির কড়া নির্দেশ

ব্যুরো নিউজ, ১৬ মে : স্ত্রীকে লক্ষ লক্ষ টাকার জমি একেবারে জলের দামে পাইয়ে দিয়েছেন। আর এবার  প্রাক্তন চেয়ারম্যান দেবাশীসের বিরুদ্ধে মামলা কলকাতা হাইকোর্টে। রাতের বেলায় হামলা! তৃণমূলে ভোট দিতে হবে নয়তো প্রানে মেরে ফেলার হুমকি! অভিযোগ তুলে সরব  এর আগেও একাধিকবার তৃণমূলের বিরুদ্ধে স্বজন পোষণের অভিযোগ  উঠেছে। কখনও তা আবাস যোজনার বাড়ি থেকে শুরু করে, ১০০ দিনের কাজের টাকা কাজ না করেই পেয়েছেন তৃণমূলের লোকেরা। আর এমনও অভিযোগ বহুবার সংবাদ মাধ্যমের শিরোনামে উঠে এসেছে। আর এবার এনকেডিএ-র প্রাক্তন চেয়ারম্যান দেবাশীস সেনের বিরুদ্ধে স্বজন পোষণের অভিযোগ। অভিযোগ, নিজের স্ত্রীকে সরকারি মেলা গ্রাউন্ড পাইয়ে দিয়েছেন দেবাশীস সেন। মামলাকারী বরুণ বিশ্বাসের অভিযোগ, তিনি আবেদন করলে তাঁকে মাঠ দেওয়া হয়নি। এদিকে ৩ লক্ষ টাকার সেই মাঠ নিজের স্ত্রীকে মাত্র ৩০ হাজার টাকার বিনিময়ে ব্যবহার করতে দিয়েছেন। এছাড়াও তার বিরুদ্ধে আরও নানান সুবিধা দেওয়ার অভিযোগও উঠেছে। আর এই প্রসঙ্গে আজ মামলার শুনানিতে প্রধান বিচারপতি অভিযুক্তকে এর ব্যাখ্যা দিতে হবে বলে জানায়। তার বক্তব্য, মামলাকারী এই অভিযোগ যদি ২০ শতাংশ সত্যি হয় তবে তা  যথেষ্টই গুরুতর। আর কোন নিয়মে সরকারি জমি ৩ লক্ষ টাকার জায়গায় ৩০ হাজার টাকায় দিয়েছেন? সেই ব্যাখা অভিযুক্তকে দিতে হবে। এছাড়াও প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম বলেন, চেয়ারম্যানের পরিবার কোনও ভাবেই এমন আবেদন করতে পারেন না। প্রধান বিচারপতির মন্তব্য, চেয়ারম্যানের বিরুদ্ধে আনা অভিযোগ যদি সত্যি হয় তাহলে সেটা ইন্টারেস্ট অফ কনফ্লিক্ট। এরপর আদালত এই মামলায় দুর্গা পুজো ও মেলা করার জন্য আবেদন জানানো আবেদনকারীকে অনুমতি দেওয়ার বিষয় এনকেডিএ-কে খতিয়ে দেখতে নির্দেশ দেন।

আরো পড়ুন »
tricks to reduce electricity bills

দিনের পর দিন বিদ্যুৎ বিল বেড়েই চলেছে? জেনে নিন বিদ্যুৎ বিল কমানোর ৯ কৌশল!

ব্যুরো নিউজ, ১৬ মে : যতই চেষ্টা করছেন না কেন মিটারের কাঁটা যেনো তরতরিয়ে বেড়েই চলেছে? কিছুতেই কমছে না বিলের পরিমাণ? আর চিন্তা নেই! আপনি যদি এই নিয়মগুলি মেনে চলেন তবে আজ থেকেই বাঁচাতে পারবেন বিদ্যুৎ বিলে টাকার পরিমাণ। চলুন তবে জেনে নেওয়া যাক বিদ্যুৎ বিল কমানোর নিয়মাবলী। বালি পাচার রুখতে গিয়ে ফের আক্রান্ত সরকারী আধিকারিকরা কীভাবে কমাবেন বিদ্যুৎ বিল? ১. মোবাইল চার্জার থেকে খোলার পর অবশ্যই সুইচ বন্ধ করতে হবে। ২. বেশিরভাগ সময় এসি রিমোট দিয়ে বন্ধ করার পর সুইচ বন্ধ করি না। এতেও কিছুটা অতিরিক্ত ইউনিট পোড়ে। ৩. ব্যবহার করুন সিএফএল বা এলইডি লাইট। এসব লাইটের আলোয় ফিলামেন্টের তুলনায় সার্কিট ব্যবহার হওয়ায় বিদ্যুতের খরচ কমে। ৪. যে কোনও বৈদ্যুতিক যন্ত্র কেনার সময় স্টার রেটিংয়ে ভরসা রাখুন। কোনও যন্ত্রের স্টার রেটিং বেশি হলে তার ইউনিট বাঁচানোর ক্ষমতাও ততোধিক। ৫. পুরনো তার, পুরনো যন্ত্র ব্যবহারে বিদ্যুৎ বিল বাড়ে। তাই দশ-পনেরো বছরের পুরনো যন্ত্র বা তার ব্যবহার না করে আধুনিক যন্ত্র ব্যবহার করুন। ৬. ঘন ঘন এসি চালু ও বন্ধ করবেন না। চালিয়ে কিছুক্ষণ পর বন্ধ করাই নিয়ম। ৭. রোদ পড়ে এমন জায়গায় এসির আউটলেট না রেখে অনেকে মাথার উপরে একটি শেড করে দেন। এটিও ভুল ধারণা। এসি মেশিন রোদ-বৃষ্টির হাত থেকে বাঁচাতে ঢেকে রাখলে তাতে মেশিন খারাপ হয় তাড়াতাড়ি। ৮. এসির তাপমাত্রা ২৪ ডিগ্রির নীচে নামাবেন না। তাতে বেশি ইউনিট খরচ হয়। ৯. দিনে এক ঘণ্টা করে বন্ধ রাখুন ফ্রিজ। যন্ত্রও বিশ্রাম পাবে, বিদ্যুৎও বাঁচবে।

আরো পড়ুন »
Abhijit Ganguly Win

FIR খারিজের আর্জি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের, মামলা শুনতে ‘হস্তক্ষেপ’ প্রধান বিচারপতির

ব্যুরো নিউজ, ১৫ মে: লোকসভা নির্বাচনের ষষ্ট দফায় ভোটগ্রহণ হবে তমলুক লোকসভা কেন্দ্রে। আর সেই মত মনোনয়ন জমা দিতে যান তমলুক কেন্দ্রের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আর তাকে ঘিরে শুরু হয় চাকরিহারাদের বিক্ষোভ। আর এরপরেই পরিস্থিতি চরমে ওঠে। বাক- বিতন্ডা, স্লোগান- পাল্টা স্লোগানে হাতাহাতি- ধস্তাধস্তি শুরু হয়। এরপরেই অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে খুনের চেষ্টা, হামলা, ভাঙচুর-সহ একাধিক অভিযোগ তুলে এফআইআর করা হয়। মনোনয়ন দিতে গিয়ে অপহরণ করা হল প্রার্থী কাকলি ঘোষ ও তাঁর স্বামীকে! কাঠগড়ায় তৃণমূল এর পরেই কলকাতা হাইকোর্টে এই এফআইআর খারিজের আবেদন জানায় প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আর সেই মামলা ছেড়ে দেন  অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের দীর্ঘ দিনের সহকর্মী বিচারপতি জয় সেনগুপ্ত। এরপর সেই মামলা যায় কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের কাছে। প্রধান বিচারপতি এই মামলা বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চকে শোনার জন্য জানায়।

আরো পড়ুন »
weather-report rain forecast

নির্দিষ্ট দিনে আগেই ঢুকছে বর্ষা, পূর্বাভাস আবহাওয়া দফতরের

ব্যুরো নিউজ, ১৪ মে : আগামী দু-তিনদিন তাপমাত্রা বাড়লেও তাপপ্রবাহের সম্ভাবনা নেই বলেই জানিয়েছে আবহাওয়া দফতর। অন্যদিকে সোমবার পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস থাকলেও চতুর্থ দফার নির্বাচনের দিন বৃষ্টির দেখা মেলেনি। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী সমুদ্র সংলগ্ন জেলাগুলিতে মঙ্গলবার বৃষ্টির পূর্বাোভাস রয়েছে। মঙ্গলবার কলকাতায় বৃষ্টিপাত হলেও বুধবার থেকে আকাশ পরিষ্কার থাকবে বলে হাওয়া অফিস সূত্রে খবর। পাশাপাশি এবার নির্দিষ্ট দিনের আগেই বঙ্গে বর্ষা ঢুকছে বলে আবহাওয়া দফতর সূত্রে খবর। সন্দেশখালিতে রাতভর জেগে পাহারায় মহিলারা। কোন দিকে মোড় নিচ্ছে সন্দেশখালি? ২০১৬-র পর স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টির পূর্বাভাস সাধারণত জুনের প্রথম সপ্তাহে বর্ষা প্রবেশ করে। আবহাওয়া দফতরের পূর্বাভাস এবার তার আগেই আসছে বর্ষা। আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জে বর্ষা প্রবেশ করতে পারে ১৯ মে। আর সেই কারণেই ভারত ভূখণ্ডেও আগে ঢুকছে বর্ষা। দিল্লির মৌসম ভবনের পূর্বাভাস অনুযায়ী এবছর কেরলে ২৬ মে-র মধ্যে বর্ষা প্রবেশ করতে চলেছে। দেশের পূর্বাঞ্চলের রাজ্যে তার ৭-১৩ দিনের মাথায় বর্ষা প্রবেশ করতে পারে। ফলে স্বাভাবিকের তুলনায় ৭ থেকে ১১ শতাংশ বেশি বৃষ্টিপাত হবে বলে ইঙ্গিত মৌসম ভবনের। আইএমডির রিপোর্ট অনুযায়ী ভারতে চলতি বছরে গড়ে ৮৭ সেন্টিমিটার বেশি বৃষ্টিপাত হবে। ২০১৬-র পর স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।

আরো পড়ুন »
BSNL unlimited deta offer

অবিশ্বাস্য কম টাকার রিচার্জে আনলিমিটেড ডেটা-সহ কল দিচ্ছে BSNL! বিস্তারিত জানুন এই প্রতিবেদনে

ব্যুরো নিউজ, ১৩ মে : গ্রাহকদের জন্য খুব কম টাকায় আনলিমিটেড রিচার্জ প্ল্যান নিলে এলো ভারতের একমাত্র রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা BSNL। স্মার্টফোন ইউজারদের জন্য বড় খবর। ব্যবহারকারীদের সুবিধা দিতে জিও ভিআই এয়ারটেল নানান ধরনের রিচার্জ প্ল্যান নিয়ে আসে। কিন্তু সেই রিচার প্ল্যান গুলির দাম অনেকটাই। অনেকেই সাধ্যের বাইরে। এবার সাধারণ মানুষের কথা মাথায় রেখে বিএসএনএল নিয়ে এলো নূন্যতম দামের রিচার্জ প্ল্যান। ভারতীয় সেনাকে তাড়িয়ে ধুঁকছে মালদ্বীপ! নেই দক্ষ পাইলট, সুর নরম মলদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সাধারণ মানুষের কথা মাথায় রেখে বিএসএনএল নিয়ে এলো নূন্যতম দামের রিচার্জ প্ল্যান দেশের সব টেলিকম সংস্থাকে রীতিমতো টেক্কা দিচ্ছে বিএসএনএল। মুকেশ আম্বানির জিও হোক কিংবা সুনীল মিত্তলের এয়ারটেল কেউই আজকাল আর বিএসএনএল এর ধারে কাছে নেই রিচার্জ প্ল্যানের দিক থেকে। মাত্র ১৯৯ টাকা রিচার্জ করলে BSNL এর গ্রাহকরা পেয়ে যাবেন প্রত্যেক দিন ২ জিবি ডেটা সহ আনলিমিটেড কল। পাশাপাশি প্রত্যেকদিন একশটি করে এসএমএস এর সুবিধাও দিচ্ছে BSNL। ১৯৯০ টাকার আনলিমিটেড রিচার্জ প্যাক এর সঙ্গে পাওয়া যাচ্ছে বিএসএনএল টিউন সহ বিভিন্ন সুযোগ। রয়েছে Hardy Games, Challenges Arena Games, Gameon&Astrotell, Gameium, Lystn Podocast, Zing Music, WOW Entertainment এর সুবিধাও। তবে এত সস্তায় পরিষেবা দিলেও এখনো পর্যন্ত বিএসএনএলের 4G, 5G চালু হয়নি। সেদিক থেকে কিন্তু পিছিয়ে রয়েছে বিএসএনএল। তবে পরীক্ষা-নিরীক্ষা চলছে। বর্তমানে ভারতবর্ষের আর কোন টেলিকম সংস্থা মাত্র ১৯৯ টাকায় ৩০ দিনের ভ্যালিডিটি সহ আনলিমিটেড রিচার্জ প্ল্যান দেবে না। জিও ক্ষেত্রে এই সুবিধা পেতে গেলে ২৯৯ টাকা রিচার্জ করা বাধ্যতামূলক। আবার এয়ারটেল গ্রাহকদের ৩১৯ টাকা রিচার্জ করলে তবে এই সুবিধা পাওয়া যাবে। ভিআই গ্রাহকদের ক্ষেত্রেও সেই একই রিচার্জ মূল্য রাখা হয়েছে।

আরো পড়ুন »
actor laboni

নিজের সন্তান না থাকলেও আদর্শ মা টলি অভিনেত্রী লাবনী সরকার! কিভাবে জানেন?

পুস্পিতা বড়াল, ১২ মে : লাবণী সরকার, টলিউডের জনপ্রিয় অভিনেত্রী তিনি। দীর্ঘদিন ধরে রুপালি পর্দায় দাপটের সঙ্গে অভিনয় করেছেন তিনি। একজন সফল অভিনেত্রী হওয়ার পাশাপশি অভিনেতা কৌশিক বন্দ্যোপাধ্যায়ের ঘরণী তিনি। তাঁদের এক সন্তান রয়েছে। কিন্তু এই সন্তানকে গর্ভে ধারণ করেননি লাবনী। তবুও ওই ছেলেরই মা হিসেবে গর্বিত তিনি। একবার, দু’বার নয় ২৯ বার এভারেস্ট জয়ের রেকর্ড লাবনী ছেলেকে কৃষ্ণের মতোই ১০৮ টি নামে ডাকেন অভিনয়ের সূত্রে টলি অভিনেতা কৌশিক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে পরিচয় হয় লাবনী সরকারের। সেই সময়ে এক অপরের প্রেমে পড়েন দুজনে। নিজের ব্যক্তিগত জীবনে একসময় লাবনী সরকার প্রতারিত হয়েছেন। আবার স্ত্রীর সঙ্গে ডিভোর্স হয়ে যায় কৌশিকের। কৌশিকের এবং তাঁর প্রথম স্ত্রীর একটি পুত্র সন্তান সুস্নাত ছিল। সেই সময় ছেলেকে নিয়ে খুব চিন্তায় ছিলেন কৌশিক। সেই সময় লাবনী সরকারের সঙ্গে সম্পর্কে জড়ান কৌশিক। কিছু দিনের মাথায় তারা বিয়েও করেন। কৌশিক এবং তার প্রথম স্ত্রীর সন্তান সুস্নাত। সুস্নাতর মা আগেই ছেড়ে যায় তাকে। কৌশিক আর লাবনীর বিয়ের পর ‘সৎ-মা’কে কাছে পায় সে। জন্মদাত্রী মা ছেড়ে চলে গেলেও, ছোট্ট ছেলে সুস্নাতকে মায়ের ভালোবাসা দিয়েই মানুষ করেছেন লাবনী সরকার। অবশেষে লাবনীর ভালোবাসায় নিজের জন্মদাত্রী মাকে ভুলেই গেছে সুস্নাত। সুস্নাতর যশোদা মা যেন লাবনী সরকার। লাবনী ছেলেকে কৃষ্ণের মতোই ১০৮ টি নামে ডাকেন। কৌশিক মা ছেলের এমন সম্পর্ক দেখে আপ্লুত। মাতৃদিবসে লাবণী বলেছেন, “ইভল আইকে স্মরণ করে বলছি, আমার আর আমার সন্তান সুস্নাতর সম্পর্কটাকে নিয়ে আমি কিছু বলতে চাই না। বিগত ২৭ বছরে মুখ খুলিনি। এটা আমার কাছে ঈশ্বরের কাছে পাওয়া একটা সম্পর্ক। এটাকে আমি জীবনে সবচেয়ে বেশি প্রাধান্য দিই।”

আরো পড়ুন »
chicken lolipop

সন্ধ্যা হলেই মন আঁকুপাঁকু করে? আজই বাড়িতে সন্ধ্যার টিফিনে বানিয়ে ফেলুন রেস্তোরাঁ স্টাইলের চিকেন ললিপপ

পুস্পিতা বড়াল, ১২ মে : আমরা সকলেই বিভিন্ন রেস্তোরাঁ ও কেবিন স্টাইলের চিকেন ললিপপ খেয়ে থাকি, যা খুবই সুস্বাদু। কিন্তু আপনি কি এই খাবারটি বাড়িতে বানানোর কথা কখনো ভেবেছেন বা বানাবেন বলে প্ল্যান করছেন? তাহলে এই প্রতিবেদনটি আপনার জন্য উপকারি হতে চলেছে। কারন আজ আমরা চিকেন ললিপপের রেসিপি বলতে চলেছি। চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত। সস কিংবা বাদামী পেঁয়াজ দিয়ে সাজিয়ে পরিবেশন করুন দুর্দান্ত স্বাদের চিকেন ললিপপ সেনসিটিভ স্কিনে মেকআপের কিছু টিপস ঘুরে আসি: ঘুরে আসুন তুষারস্নাত রিশপ থেকে উপকরণ (চিকেন মেরিনেটের জন্য) মুরগির ডানা ৫০০ গ্রাম,১ চামচ সোয়া সস্, ১ চামচগ্রীন চিলি সস, রেড চিলি সস দেড় টেবিল চামচ, ৪ গ্রাম লবণ, ১/৪ চামচ এমএসজি, আধা চা চামচ ব্ল্যাক পেপার,২ গ্রাম আদা, ২ গ্রাম রসুন, ডিমের সাদা অংশ ১ টেবিল চামচ, ৪ টেবিল চামচ ময়দা,২ টেবিল চামচ কর্নস্টার্চ, ভাজার জন্য ভেজিটেবল অয়েল। সস বানানোর উপকরণ ভেজিটেবল অয়েল ১০ গ্রাম, পেঁয়াজ ৫০ গ্রাম, আদা ৫ গ্রাম, রসুন ১২ গ্রাম, চিকেন স্টক ৩ টেবিল চামচ, রেড চিলি সস ৩ টেবিল চামচ,৮ গ্রাম টমেটো কেচাপ, সোয়া সস্ ৮ গ্রাম, ২ টো সোনালী করে ভাজা পেঁয়াজ। কীভাবে বানাবেন চিকেন ললিপপ?  চিকেন মেরিনেট করবার জন্য প্রথমে একটি পাত্রে সোয়া সস্, গ্রিন চিলি সস, রেড চিলি সস, লবণ, এমএসজি, আদা, রসুন, গোলমরিচ ও ডিমের সাদা অংশটি ঢেলে নিয়ে,এতে একে একে কেটে রাখা মুরগির ললিপপগুলো দিয়ে দিতে হবে। এরপর কিছুক্ষনের জন্য মেরিনেট করতে রেখে দিতে হবে। যতক্ষণ এটি মেরিনেট হচ্ছে ততক্ষণ সস্ তৈরি করে নিতে হবে। সস্ বানানোর জন্য একটি পাত্রে রেড চিলি সস, টমেটো কেচাপ, সোয়া সস একসাথে মিশিয়ে নিতে হবে। এরপর কড়াইগরম করে তাতে ভেজিটেবল অয়েল দিয়ে কয়েকটি পেঁয়াজ ভেজে নিতে হবে। তারপর একে একে আদা, রসুন দিয়ে ৩০ মিনিটের জন্য ভেজে নিতে হবে। এরপর এতে চিনি দিয়ে সেটিকে ক্যারামেলাইজ করে নিতে হবে। তারপর মরিচ, লবণ, মিক্স করে রাখা সস ও চিকেন স্টক দিয়ে দিতে হবে। সেই মিশ্রণটি আঠালো না হওয়া পর্যন্ত রান্না করতে হবে। এরপর কড়াইয়ে তেল গরম করে মেরিনেট করার আগে মুরগির ললিপপগুলি ময়দা ও কর্নস্টার্চ দিয়ে একটি শুকনো ব্যাটার তৈরি করে সেগুলো বাদামী না হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। এরপর ভাজা হয়ে গেলে নামিয়ে নিয়ে এক্সট্রা তেল ঝরিয়ে নিতে হবে। এরপর সস কিংবা বাদামী পেঁয়াজ দিয়ে সাজিয়ে পরিবেশন করুন চিকেন ললিপপ।

আরো পড়ুন »
Perfect Make Up Look

সেনসিটিভ স্কিনে মেকআপের কিছু টিপস

শর্মিলা চন্দ্র, ১২ মে : মুখে মেকআপ করলেই কি চুলকানি হচ্ছে? জ্বালা জ্বালা করছে? এরকম সমস্যা কিন্তু অনেকেরই হয়। মনে রাখবেন আপনার যদি সেনসিটিভ স্কিন হয় তাহলে এই সমস্যাগুলি হতে পারে। অনেকে আবার ভেবে থাকেন সেনসিটিভ স্কিল হলে হয়তো মেকআপ করা যায় না। কিন্তু ব্যাপারটা আসলে সেরকম নয়। যাদের সেনসিটিভ স্কিন তারা যদি কয়েকটি বিষয় মাথায় রাখেন তাহলে নিশ্চিতে মেকআপ করতে পারেন, এবং সুন্দর লুক পেতে পারেন। মেকআপের আগে অবশ্যই নিজের স্কিন টাইপ জানুন তবে সবার প্রথমে জানতে হবে আপনার স্কিন টাইপ ঠিক কীরকম। সেটা জেনে তবেই আপনাকে মেকআপ করতে হবে। স্কিন টাইপ না জেনে মেকআপ প্রোডাক্ট ব্যবহার করলে ত্বকে নানা রকম পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে। যেমন: লালচে ভাব, ব্রণ, র্যা শ, অ্যালার্জি অথবা চুলকানি হতে পারে। এছাড়া ধুলোবালি ও কড়া রোদেও সেনসিটিভ স্কিনে নানা রকম সমস্যা হতে পারে। তবে যাদের সেনসিটিভ স্কিন তারা যদি কয়েকটি টিপস ফলো করেন তাহলে নিশ্চিন্তে মেকআপ করতে পারবেন। ১) সেনসিটিভ স্কিনের জন্য সঠিক ফর্মুলার মেকআপ প্রোডাক্ট বাছা খুবই জরুরি। কারণ ভুল প্রোডাক্ট নির্বাচন সেনসিটিভ স্কিনে নানারকম সমস্যা তৈরি করতে পারে। সঙ্গে ড্যামেজের কারণ হতে পারে। সেনসিটিভ স্কিনের ক্ষেত্রে অবশ্যই অ্যালকোহল ও ফ্রেগ্রেন্স ফ্রি মেকআপ প্রোডাক্ট সিলেক্ট করতে হবে। কেননা এই উপাদানগুলো সাধারণত স্কিনের সেনসিটিভিটিকে ট্রিগার করে। খেয়াল রাখতে হবে এই প্রোডাক্টগুলো যেন অবশ্যই নন কমেডোজেনিক হয়। ঘুরে আসি: ঘুরে আসুন তুষারস্নাত রিশপ থেকে ২) মেকআপ করার আগে অবশ্যই স্কিন সঠিকভাবে ক্লিন করা প্রয়োজন। বিশেষ করে সেনসিটিভ স্কিনের ক্ষেত্রে স্কিন প্রোপারলি ক্লিন না করে মেকআপ প্রোডাক্ট ব্যবহার করলে ইরিটেশন হতে পারে। সেক্ষেত্রে পি এইচ ব্যালেন্সড সোপ ফ্রি ক্লিনজার বেছে নিতে হবে। ৩) সেনসিটিভ স্কিনের ক্ষেত্রে নতুন প্রোডাক্ট ব্যবহার করলে সমস্যা হতে পারে। তাই যেকোনো নতুন প্রোডাক্ট ব্যবহারের আগে অবশ্যই প্যাচ টেস্ট করে নিতে হবে। এর জন্য কিছু প্রোডাক্ট নিয়ে আমাদের কানের পেছনের অংশে অ্যাপ্লাই করে রাখতে হবে কিছুটা সময়। যদি ব্যবহারের ২৪ ঘণ্টার মধ্যে কোনোরকম রিঅ্যাকশন না হয়, তাহলে বুঝতে হবে স্কিনের জন্য ওই প্রোডাক্টিটি নিরাপদ। ৪) স্কিন পরিষ্কার করে নেওয়ার পরেই কিন্ত আপনার স্কিন মেকআপ অ্যাপ্লাই করার জন্য রেডি হয় যায় তা নয়। মেকআপের আগে স্কিনকে প্রোপারলি ময়েশ্চারাইজড করে নিতে হবে। সেরামাইড যুক্ত ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করে নিতে পারেন। আপনার স্কিন যদি ভালোভাবে ময়েশ্চারাইজড থাকে তাহলে একটি স্মুথ মেকআপ বেইজ তো পাবেনই, পাশাপাশি স্কিনে চুলকানি ভাব হওয়ারও সম্ভাবনা কম থাকে। ৫) সেনসিটিভ স্কিনে সূর্যের আলট্রাভায়োলেট রশ্মি ক্ষতি করতে পারে। দিনের বেলা রোদে বেড়নোর আগে মেকআপের আগে অবশ্যই সানস্ক্রিন লাগান। সেনসিটিভ স্কিনের জন্য মিনারেল সানস্ক্রিন ব্যবহার করা যেতে পারে। ৬) সেনসিটিভ স্কিনে খুব বেশিক্ষণ মেকআপ রাখা ঠিক নয়। তাই কোথাও মেকআপ করে গেলে বাড়ি ফিরে যত তাড়াতাড়ি সম্ভব মেকআপ সঠিক ভাবে রিমুভ করুন। এতে ত্বক পরিষ্কার ও সুন্দর থাকবে। এক্ষেত্রে ডাবল ক্লেনজিং কিন্তু মাস্ট! প্রথম ধাপে নিজের পছন্দের অয়েল ক্লিনজার বা মাইসেলার ওয়াটার বা ক্লিনজিং বাম বেছে নিতে পারেন। এরপর রেগুলার ওয়াটার বেইজড ক্লিনজার দিয়ে ফেইস ভালোভাবে ক্লিন করে নিন। তাই এবার থেকে মেকআপ করার আগে স্কিন টাইপ জেনে নিন। আর সেনসিটিভ স্কিন হলেও চিন্তার কিছু নেই, উপরিউক্ত টিপসগুলি ফলো করুন, আর নিশ্চিন্তে মেকআপ করুন।

আরো পড়ুন »

হিডকোর জমিতে তৃণমূলের পার্টি অফিস !

ব্যুরো নিউজ, ১১ মে : হিডকোর জমি দখল করে দলীয় কার্যালয়! নিউটাউনের হিডকোর জমি দখল করে গড়ে উঠেছিল তৃণমূলের দলীয় কার্যালয়। এই জল গড়িয়েছে আদালত পর্যন্ত। এবার সেই কার্যালয় ভেঙে ফেলার নির্দেশ দিলেন হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা। হিডকোর পক্ষ থেকে এক রিপোর্টে জানানো হয়, তাঁদের জমিতে বেআইনি পার্টি অফিস তৈরি হয়েছে। এরপরই সেই পার্টি অফিস ভেঙে ফেলার নির্দেশ দেন বিচারপতি। আদালত সূত্রে খবর, হিডকোর জমিতে প্রায় ৩৫টি দলীয় কার্যালয় তৈরি হয়েছে। আদালতে এমনই দাবি করেন মামলাকারী। এই প্রসঙ্গে এদিন বিচারপতি অমৃতা সিনহা বলেন, ‘কেন নিজেদের সম্পত্তি রক্ষা করতে পারছেন না? দখল হয়ে যাচ্ছে ফুটপাত! নির্মাণ করা হচ্ছে অবৈধ ভাবে! আপনাদের কি কোন নির্দিষ্ট আইন নেই?’ এরপরই বেআইনি পার্টি অফিস ভেঙে ফেলার কথা বলেন বিচারপতি। বিচারপতি অমৃতা সিনহার স্বামীর বিরুদ্ধে মামলা খারিজ করল সুপ্রিম কোর্ট প্রসঙ্গত, নিউটাউনে হিডকোর জমি দখল করে একাধিক পার্টি অফিস নির্মাণের অভিযোগ উঠেছিল তৃণমূলের বিরুদ্ধে। বিষয়টি জেনেও হিডকো এবং নিউ টাউন কলকাতা উন্নয়ন পর্ষদ বা এনকেডিএ কোনও পদক্ষেপ করেনি। এই অভিযোগে মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্টে। এই মর্মে হিডকোর বক্তব্য শুনতে চেয়েছিল আদালত। তাদের জমিতে বেআইনি পার্টি অফিস তৈরি হয়েছে বলে রিপোর্টে জানায় হিডকো। এরপরেই সেই বেআইনি ভাবে নির্মিত পার্টি অফিস ভেঙে ফেলার নির্দেশ দেন বিচারপতি অমৃতা সিনহা

আরো পড়ুন »
HIDCO-TMC party office HC case

হিডকো-র জমিতে অবৈধভাবে TMC পার্টি অফিস! ভেঙে ফেলার নির্দেশ বিচারপতি সিনহার

ব্যুরো নিউজ, ১০ মে:  হিডকো-র জমিতেই তৈরি করা হয়েছে তৃণমূলের পার্টি অফিস। এমনকি নিউটাউন- রাজারহাট এলাকায় হিডকোর জমি দখল করে গড়ে উঠেছে বেশ কিছু ঝুপড়ি দোকানও। আর সেই অভিযোগ তুলেই কলকাতা হাইকোর্টে মামলা হয়। আজ সেই মামলার শুনানিতেই করা পদক্ষেপ নেয় কলকাতা হাইকোর্ট। পিছু ছাড়ছেনা প্রাণহানির আশঙ্কা! ভিডিও ভাইরাল হতেই হাইকোর্টে ছুটলেন গঙ্গাধর হিডকো-র জমিতে বে-আইনি ভাবে গড়ে উঠেছে সাশকদলের পার্টি অফিস। এমনই রিপোর্ট দেয় হিডকো। শুধু একটা, দুটো পার্টি অফিস নয়, হিডকো-র জমিতে এমন বে-আইনি আরও ৩৫ টি রাজনৈতিক দলের কার্যালয় রয়েছে বলে দাবি করা হয় আদালতে। আর আজ এই মামলার শুনানিতে হিডকো-কে ভর্ৎসনা করে আদালত। বিচারপতি অমৃতা সিনহার বক্তব্য, কেন নিজেদের সম্পত্তি রক্ষা করতে পারছেন না? ফুটপাত দখল হয়ে যাচ্ছে। অবৈধভাবে নির্মাণ করা হচ্ছে। তবে এই ঘটনায় এর আগে ওই পার্টি অফিসগুলিকে হিডকো-র তরফে ১৫ টি নোটিস দেওয়া হয়। কিন্তু তাতেও কোনও লাভ হয়নি। অবশেষে আজ মামলার শুনানিতে ওই অবৈধ নির্মাণ ভেঙে ফেলার নির্দেশ দেন বিচারপতি সিনহা। এদিকে হিডকোর জমি দখল করে পার্টি অফিস ছাড়াও যে ঝুপড়ি দোকান তৈরি হয়েছিল, হিডকো ও এনকেডিএ অভিযান চালিয়ে ওই অবৈধ দোকানগুলি আগেই ভেঙে ফেলেছে। তবে পার্টি অফিসগুলি সেখান থেকে সরানো যায়নি। কিন্তু আজ দেই রাজনৈতিক দলের পার্টি অফিসগুলি সরানোর ক্ষেত্রে করা পদক্ষেপ নেয় আদালত।

আরো পড়ুন »

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

ঠিকানা