weather-report rain forecast

ব্যুরো নিউজ, ১৪ মে : আগামী দু-তিনদিন তাপমাত্রা বাড়লেও তাপপ্রবাহের সম্ভাবনা নেই বলেই জানিয়েছে আবহাওয়া দফতর। অন্যদিকে সোমবার পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস থাকলেও চতুর্থ দফার নির্বাচনের দিন বৃষ্টির দেখা মেলেনি। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী সমুদ্র সংলগ্ন জেলাগুলিতে মঙ্গলবার বৃষ্টির পূর্বাোভাস রয়েছে। মঙ্গলবার কলকাতায় বৃষ্টিপাত হলেও বুধবার থেকে আকাশ পরিষ্কার থাকবে বলে হাওয়া অফিস সূত্রে খবর। পাশাপাশি এবার নির্দিষ্ট দিনের আগেই বঙ্গে বর্ষা ঢুকছে বলে আবহাওয়া দফতর সূত্রে খবর।

সন্দেশখালিতে রাতভর জেগে পাহারায় মহিলারা। কোন দিকে মোড় নিচ্ছে সন্দেশখালি?

rainy day

২০১৬-র পর স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টির পূর্বাভাস

সাধারণত জুনের প্রথম সপ্তাহে বর্ষা প্রবেশ করে। আবহাওয়া দফতরের পূর্বাভাস এবার তার আগেই আসছে বর্ষা। আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জে বর্ষা প্রবেশ করতে পারে ১৯ মে। আর সেই কারণেই ভারত ভূখণ্ডেও আগে ঢুকছে বর্ষা।

BJP Helpline

দিল্লির মৌসম ভবনের পূর্বাভাস অনুযায়ী এবছর কেরলে ২৬ মে-র মধ্যে বর্ষা প্রবেশ করতে চলেছে। দেশের পূর্বাঞ্চলের রাজ্যে তার ৭-১৩ দিনের মাথায় বর্ষা প্রবেশ করতে পারে। ফলে স্বাভাবিকের তুলনায় ৭ থেকে ১১ শতাংশ বেশি বৃষ্টিপাত হবে বলে ইঙ্গিত মৌসম ভবনের। আইএমডির রিপোর্ট অনুযায়ী ভারতে চলতি বছরে গড়ে ৮৭ সেন্টিমিটার বেশি বৃষ্টিপাত হবে। ২০১৬-র পর স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর