৫ বিখ্যাত মন্দিরের ইতিহাস

ব্যুরো নিউজ ৬ নভেম্বর : প্রত্যেকের কাছে ভ্রমণের সংজ্ঞা আলাদা। কারো কাছে ভ্রমণ মানে তীর্থযাত্রা,  আবার কারোর কাছে পুণ্যের আশায় নয়, ঐতিহ্য ও স্থাপত্যের টানে মন্দির দর্শনে যান। এই ভাবনা মাথায় রেখে ভারতের কয়েকটি ঐতিহাসিক ও আকর্ষণীয় মন্দিরে যাওয়ার কথা ভাবতে পারেন। উত্তর থেকে দক্ষিণ, ভারতে এমন অনেক মন্দির আছে যাদের সৌন্দর্য আর নির্মাণশৈলী মনোমুগ্ধকর।আজ জানাবো এমন ৫টি মন্দিরের কথা, যা ভারতের সংস্কৃতি ও ইতিহাসের অনন্য নিদর্শন।

এবার দুধ ছাড়াই ঘরোয়া ভাবে তৈরি করতে পারবেন ঘি, জেনে নিন সহজ রেসিপি

৫ টি ঐতিহ্যবাহী মন্দিরের নাম

খাজুরাহোর মন্দির

মধ্যপ্রদেশের ছত্রপুর জেলায় অবস্থিত খাজুরাহোর মন্দির, যা তার অসাধারণ ভাস্কর্যশৈলীর জন্য বিখ্যাত। খাজুরাহো ইউনেস্কোর হেরিটেজ সাইট, যা তৈরি হয় চান্দেলা বংশের শাসনে। দ্বাদশ শতকের মধ্যে এখানে ৮৫টি মন্দির ছিল, বর্তমানে ২৫টি মন্দির রয়ে গেছে। সবুজের মাঝে ছড়িয়ে থাকা মন্দিরগুলির মধ্যে ‘কাণ্ডারিয়া মহাদেব মন্দির’, ‘লক্ষ্মণ মন্দির’ ও ‘বিশ্বনাথ মন্দির’ বিখ্যাত। এই মন্দিরগুলির প্রাচীরজুড়ে শুধু রতিভাস্কর্য নয়, দৈনন্দিন জীবনের নানা দৃশ্য ফুটে উঠেছে।

অমৃতসরের স্বর্ণমন্দির

অমৃতসরে অবস্থিত শিখদের পবিত্র তীর্থস্থল স্বর্ণমন্দির। মার্বেল ও সোনার পাত দিয়ে সাজানো এই গুরুদ্বারটি বিভিন্ন ধর্মের মানুষকে আকর্ষণ করে। মন্দিরের ভেতরে শ্রী গুরু গ্রন্থসাহিব রাখা আছে, যা শিখ ধর্মের প্রধান গ্রন্থ। স্বর্ণমন্দিরে কোনও বিগ্রহ নেই, বরং দিনরাত ধরে নামগান ও পাঠ চলে। এখানে রয়েছে বিশাল লঙ্গরখানা, যেখানে হাজার হাজার ভক্ত একসাথে প্রসাদ গ্রহণ করেন।

তিরুপতি মন্দির

অন্ধ্রপ্রদেশের তিরুমালায় অবস্থিত তিরুপতি মন্দিরকে বিষ্ণুর অবতার বালাজির তীর্থক্ষেত্র হিসেবে মানা হয়। বিজয়নগরের রাজা কৃষ্ণদেব রায় এই মন্দিরের প্রতিষ্ঠা করেন। মন্দিরটি ৮৬০ মিটার উচ্চতায় তিরুমালা পাহাড়ে অবস্থিত। মন্দির দর্শনের আগে ভক্তরা পবিত্র পুষ্করিণীর জলে স্নান করেন। এখানে সারাবছর অসংখ্য ভক্তের ভিড় থাকে, তাই অগ্রিম টিকিটের ব্যবস্থাও রয়েছে।

মালদহে চিকুনগুনিয়ার থাবা, আতঙ্কিত গ্রামবাসীরা

বৈষ্ণো দেবীর মন্দির

উত্তর ভারতের জম্মু ও কাশ্মীরে অবস্থিত বৈষ্ণো দেবীর মন্দির। সমুদ্রপৃষ্ঠ থেকে ৫,৩০০ ফুট উচ্চতায় অবস্থিত এই মন্দিরে প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ দর্শন করতে আসেন। জম্মু থেকে ৪২ কিমি দূরে কাটরায় পৌঁছে ১২ কিমি পাহাড়ি পথ অতিক্রম করে এই মন্দিরে পৌঁছাতে হয়। প্রথা অনুযায়ী, আগে ‘পড়ছি’ কাটতে হয় এবং সেই অনুযায়ী দেবীর দর্শনের সুযোগ মেলে। বৈষ্ণো দেবীর দর্শনের পর আরো ১.৫ কিমি দূরে ভৈরব বাবার মন্দিরও দর্শন করা যায়।

লোটাস টেম্পল

দিল্লিতে অবস্থিত লোটাস টেম্পল বাহাই ধর্মাবলম্বীদের উপাসনাস্থল। পদ্ম ফুলের আকৃতির এই সাদা মন্দিরটি সুন্দর সবুজ বাগানের মধ্যে অবস্থিত এবং দেখতে অসাধারণ। মার্বেল পাথরের তৈরি ২৭টি বিশাল পাপড়ির স্ট্রাকচার নিয়ে গঠিত এই মন্দিরটি সকল ধর্মের মানুষকে অভ্যর্থনা জানায়। মন্দিরের শান্ত ও সুন্দর পরিবেশ ভ্রমণকারীদের মনে এক অনন্য ছাপ ফেলে।

 

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর