ব্যুরো নিউজ, ৬ নভেম্ববর :মালদহ জেলার হবিবপুর ব্লকের শ্রীরামপুর পঞ্চায়েতের কলাইবাড়ি গ্রামে সম্প্রতি ছড়িয়ে পড়েছে চিকুনগুনিয়া। শুরুতে চিকিৎসকরা বিষয়টি ডেঙ্গির মতো ভেবেছিলেন। কিন্তু পরে পরীক্ষায় জানা যায় এটি চিকুনগুনিয়া। গ্রামে অন্তত ২৪ জনের শরীরে এই রোগ ধরা পড়েছে। বেশ কয়েকজনের শারীরিক অবস্থা গুরুতর। এই কারণে গোটা গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
বীরভূমে যুবকের খণ্ডিত দেহ উদ্ধার, উত্তাল এলাকায় উত্তেজনা
রক্তের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করছে স্বাস্থ্য দফতর
শুটিংয়ে চোট পেয়ে বিপাকে বিজয় দেবেরাকোন্ডা, তবুও কাজ চালিয়ে যাচ্ছেন!
স্থানীয় স্বাস্থ্য দফতর জানায়, গত কয়েক মাস ধরে গ্রামবাসীরা অজানা জ্বরে ভুগছিলেন। যার সঙ্গে ছিল হাত-পায়ের তীব্র ব্যথা। প্রথমদিকে এটি সঠিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি। পরে ব্লক স্বাস্থ্য আধিকারিকের নির্দেশে ৫০ জনের রক্তের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়। যেখানে চিকুনগুনিয়ার উপস্থিতি নিশ্চিত হয়।
জেলা স্বাস্থ্য দফতর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নানা উদ্যোগ নিয়েছে। গ্রামজুড়ে মশা নিধন ও সচেতনতা শিবির চালানো হচ্ছে। কারণ চিকুনগুনিয়া মূলত এডিস মশার মাধ্যমে ছড়ায়। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে এই রোগে আক্রান্ত ব্যক্তিদের মৃত্যুর ঝুঁকি নেই। তবে জ্বর ও হাত-পায়ে ব্যথা সাধারণত এক বা দুই সপ্তাহে সুস্থ হয়ে যায়।
গুজরাটে বুলেট ট্রেন প্রকল্পে সেতু ভেঙে ভয়াবহ দুর্ঘটনা, শ্রমিকদের উদ্ধারকাজ চলছে
স্বাস্থ্য দফতরের তরফ থেকে জানানো হয়েছে, চিকুনগুনিয়ার জন্য নির্দিষ্ট কোনো ভ্যাকসিন বা চিকিৎসা নেই। তবে জ্বর ও ব্যথার উপশমের জন্য সাধারণ ওষুধ দেওয়া হয়। স্বাস্থ্য আধিকারিক সুদীপ্ত ভাদুড়ি জানিয়েছেন, ‘প্রথমে আমরা ডেঙ্গির সন্দেহ করেছিলাম, তবে পরীক্ষার পর চিকুনগুনিয়া নিশ্চিত হয়েছে।’