ব্যুরো নিউজ ৬ নভেম্বর : অত্যন্ত বড় কোনো অঘটন না ঘটলে আগামী চার বছরের জন্য হোয়াইট হাউসের বাসিন্দা হতে চলেছেন ডোনাল্ড ট্রাম্প। নির্বাচনে জয়ী হওয়ার পর, বুধবার ফ্লরিডার পাম বিচে নিজের প্রথম বিজয়-ভাষণ দেন তিনি। তার ভাষণের মূল বার্তা ছিল, আমেরিকাকে আবার পৃথিবীর শ্রেষ্ঠ দেশ হিসেবে প্রতিষ্ঠিত করা। মঞ্চে ট্রাম্পের সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী মেলানিয়া ট্রাম্প এবং পরিবারের অন্যান্য সদস্যরা, পাশাপাশি ছিলেন সম্ভাব্য ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও।
বিয়ের মরশুমে সাড়ে ৪ লক্ষ বিয়ের আসর, ৬ লক্ষ কোটি টাকার বাণিজ্য প্রত্যাশিত
“আমেরিকার সোনালি যুগ ফিরিয়ে আনব” বললেন ট্রাম্প
ভাষণ শুরু করেই ট্রাম্প তার সমর্থকদের ধন্যবাদ জানান। তিনি বলেন, “আমরা বিপুল জয়ে জয়ী হতে চলেছি এবং আমাদের সমালোচকদের ভুল প্রমাণিত করেছি। আমেরিকা আজ অভূতপূর্ব এবং শক্তিশালী রায় দিয়েছে।” এরপর ট্রাম্প তার বিখ্যাত স্লোগান, “আমেরিকাকে আবার শ্রেষ্ঠ করব” পুনরায় উল্লেখ করেন। তার এই বক্তব্যের সময়, মঞ্চে উপস্থিত সমর্থকরা একযোগে “আমেরিকা-আমেরিকা” স্লোগান দিতে থাকেন। উত্তেজিত হয়ে ট্রাম্প সমর্থকদের উদ্দেশ্যে বলেন, “আমরা সব সমস্যার সমাধান করব এবং আমেরিকার সোনালি যুগ ফিরিয়ে আনব।”ভোট প্রচারে তিনি আমেরিকায় অনুপ্রবেশ বন্ধ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। বিজয়-ভাষণেও ট্রাম্প বলেন, “আমরা আমাদের সীমান্ত বন্ধ করব এবং অনুপ্রবেশ বন্ধ হবে।” তিনি আরও বলেন, “প্রতিটি দিন আমি আপনার জন্য, আপনার পরিবারের জন্য এবং আপনার ভবিষ্যতের জন্য লড়াই করব। আমার প্রতিটি নিঃশ্বাসে আমি আপনাদের হয়ে লড়াই করব।”
হাওড়া স্টেশনে ট্রেন বিপত্তি, দীর্ঘসময় দাঁড়িয়ে যাত্রীদের ভোগান্তি
ট্রাম্প তার রাজনৈতিক সাফল্যের জন্য বিশেষভাবে স্ত্রী মেলানিয়াকে ধন্যবাদ জানান, যিনি তাঁর পাশে ছিলেন। এরপর, ট্রাম্পের ‘রানিং মেট’ এবং হবু ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স তাঁর বক্তব্য রাখেন। তিনি বলেন, “এমন রাজনৈতিক প্রত্যাবর্তন অত্যন্ত বিরল।”বিশ্বের কাছে আমেরিকার সাতটি ‘সুইং স্টেট’ বা ‘ব্যাটল গ্রাউন্ড স্টেট’ খুবই গুরুত্বপূর্ণ ছিল, কারণ এই সাতটির ফলাফলই নির্ধারণ করবে হোয়াইট হাউসে কে প্রবেশ করবে। এই প্রতিবেদন প্রকাশের সময়, সাতটি প্রদেশেই ট্রাম্প এগিয়ে ছিলেন। তাই, খুব বড় কোনো অঘটন না ঘটলে, ট্রাম্প সহজেই ইলেক্টোরাল কলেজের ২৭০টি ভোট পেয়ে হোয়াইট হাউসে প্রবেশ করবেন।