Threatened by calling Kolkata airport
ব্যুরো নিউজ, ১১ এপ্রিল: রোজকার মত গতকালও চলছিল কর্ম কাণ্ড। যাত্রীদের আনাগোনা। ফ্লাইটের টেকঅফ- ল্যান্ডিং। যাত্রীদের সিকিউরিটি চেকিং। সবই স্বাভাবিক ছন্দেই চলছিল। কিন্তু হঠাৎই তাল কাটল একটি ফল কলে। এমনি- সেমনি ফোন কল নয়। বিমানবন্দরের ম্যানেজারের ঘরে ফোন করে রীতিমত হুমকি! 
ঈদের সকালে মর্মান্তিক দুর্ঘটনার কবলে স্কুল বাস ! স্কুল যেতে গিয়ে প্রান গেল ৬ শিশুর
Advertisement of Hill 2 Ocean
বুধবার তখন দুপুর। হঠাৎ করেই বিমানবন্দরের ম্যানেজারের ঘরে ফোন। ওপারে এক পুরুষ কণ্ঠ। তিনি ঠিক যা বললেন তা হল- বিমানবন্দরে যে কোনও সময়ে ঘটে যেতে পারে বড়সড় দুর্ঘটনা... আর এরপরেই পড়ে যায় শোরগোল। সঙ্গে সঙ্গে বিষয়টি জানানো হয় বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্বে থাকা সিআইএসএফ-এর দফতরে। এর পাশাপাশি বিমানবন্দর থানাতেও অভিযোগ জানানো হয়। এরপরই তদন্তে নেমে ওই নম্বরটি  ট্র্যাক করে জানা যায় ফোনটি বারাসাতের কোনও এক জায়গা থেকে কড়া হয়েছিল।


একই সঙ্গে জানা যায় ওই নম্বরটি পলাশ তালুকদার নামে এক ব্যক্তির। এরপরেই ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে খবর মিলেছে, ওই ব্যক্তির বয়ানে অসংখ্য অসঙ্গতি রয়েছে। কেন? কোন উদ্দেশ্যে এই ফোন তা নিয়েও জেরা কড়া হচ্ছে। বৃহস্পতিবার অভিযুক্ত ওই ব্যক্তিকে ব্যারাকপুর আদালতে পেশ করা হবে বলে খবর।


বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর