home recipe

ব্যুরো নিউজ,১৪ এপ্রিল: অনেকেই রোদে বের হওয়ার আগে সানস্ক্রিন ব্যবহার করেন, তবে বাজারচলতি সানস্ক্রিন অনেক সময়ই প্রত্যাশিত ফল দেয় না। বরং অনেকের ত্বকে সমস্যা দেখা দেয়—ত্বক কালচে হয়ে যায়, লালচে দাগ দেখা দেয় বা অ্যালার্জির মতো উপসর্গ দেখা যায়। এসব সমস্যা থেকে বাঁচতে অনেকেই এখন ঘরোয়া সমাধানের দিকে ঝুঁকছেন। আপনি চাইলে খুব সহজ কিছু উপকরণ দিয়ে বাড়িতেই তৈরি করে নিতে পারেন একেবারে প্রাকৃতিক ও নিরাপদ সানস্ক্রিন।

কীভাবে বানাবেন এই ঘরোয়া সানস্ক্রিন? রইল বিস্তারিত পদ্ধতি

ঘরে তৈরি এই সানস্ক্রিনটি ত্বকে আরামদায়ক এবং একাধিক প্রাকৃতিক উপাদানে তৈরি, যা ত্বককে সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে রক্ষা করে। নিচে দেখে নিন কী কী লাগবে এবং কীভাবে বানাবেন:

প্রয়োজনীয় উপকরণ:

  • নারকেল তেল – ৪ কাপ
  • শিয়া বাটার – ৩ কাপ
  • তিল তেল বা জোজোবা অয়েল – ১ কাপ
  • প্রাকৃতিক মোম – ২ টেবিল চামচ
  • ক্যারট সিড অয়েল – ১ চামচ
  • গোলাপ জল – প্রয়োজনমতো
  • (ঐচ্ছিক: কয়েক ফোঁটা এসেনশিয়াল অয়েল— যেমন ল্যাভেন্ডার বা টি ট্রি অয়েল)

প্রস্তুত প্রণালি:

১. একটি বড় পাত্রে নারকেল তেল, শিয়া বাটার ও প্রাকৃতিক মোম একসঙ্গে নিয়ে গরম করুন।
২. মোম পুরোপুরি গলে যাওয়া পর্যন্ত নাড়তে থাকুন।
3. মিশ্রণটি গলে গেলে গ্যাস বন্ধ করে ঘরের তাপমাত্রায় ঠান্ডা হতে দিন।
৪. ঠান্ডা হলে ফ্রিজে রেখে দিন ১৫ থেকে ৩০ মিনিট।
৫. এরপর ফ্রিজ থেকে বের করে হ্যান্ড মিক্সার দিয়ে ভালো করে বিট করুন।
৬. এবার জোজোবা অয়েল, ক্যারট সিড অয়েল এবং এসেনশিয়াল অয়েল যোগ করে আবার বিট করুন।
৭. শেষে গোলাপ জল মিশিয়ে কয়েক মিনিট ফুটিয়ে নিন।
৮. ঠান্ডা হলে কাচের বোতলে ভরে ফ্রিজে সংরক্ষণ করুন।

এই সানস্ক্রিনটি ত্বকে সহজে মিশে যায় এবং SPF-এর মতো কাজ করে। যেহেতু এতে কোনও রাসায়নিক নেই, তাই সংবেদনশীল ত্বকেও ব্যবহার করা নিরাপদ। বাইরে বের হওয়ার অন্তত ১৫ মিনিট আগে ত্বকে লাগিয়ে নিন, রোদের ক্ষতি থেকে বাঁচুন একেবারে প্রাকৃতিক উপায়ে। এবার থেকে বাজারচলতি সানস্ক্রিন নয়, ব্যবহার করুন নিজের তৈরি ঘরোয়া সানস্ক্রিন—নিরাপদ, কার্যকর ও ত্বকবান্ধব!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর