kolkata metro

ব্যুরো নিউজ,১৫ এপ্রিল: কলকাতা মেট্রোর মধ্যে এক মহিলার গায়ে হাত দেওয়ার অভিযোগ ঘিরে সোমবার রাতে চরম উত্তেজনা ছড়ায়। দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষগামী একটি মেট্রোতে ওই ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। অভিযুক্ত এক পুরুষযাত্রীকে কুঁদঘাট (নেতাজি) স্টেশনে নামিয়ে সহযাত্রীরা জুতোপেটা করেন। পরে তাঁকে আরপিএফ (রেলওয়ে প্রোটেকশন ফোর্স)-এর হাতে তুলে দেওয়া হয়।

শিক্ষা দুর্নীতি না রাজনৈতিক চিত্রনাট্য? রবিবারের পথে জবাব খুঁজছে রাজনীতি

মেট্রোর ভিড়ে অশোভন আচরণ, উত্তেজনা চরমে

সূত্রের খবর, সোমবার রাতে ব্যস্ত সময়ে ভিড় থাকা মেট্রো রেলে অভিযুক্ত ব্যক্তি নাকি একাধিক মহিলার গায়ে হাত দিচ্ছিলেন। রবীন্দ্র সরোবর স্টেশন ছাড়ার পর কয়েক জন মহিলা বিষয়টি বুঝতে পেরে প্রতিবাদ জানান। সঙ্গে সঙ্গে উত্তেজনা ছড়ায় গোটা কামরায়। মহানায়ক উত্তমকুমার (টালিগঞ্জ) স্টেশন ছাড়ার পর পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। অভিযোগকারী এক মহিলার পাশে থাকা পুরুষ যাত্রীরা অভিযুক্তকে চিহ্নিত করেন এবং তাঁকে চেপে ধরেন।

মাত্র 25 পয়সায় ছুটবে ১ কিলোমিটার! Okaya EV 1.60 লক্ষ টাকায় 129km রাইডিং রেঞ্জ সহ লঞ্চ করেছে Ferrato Disruptor ইলেকট্রিক বাইক!

কুঁদঘাট স্টেশনে ট্রেন থামতেই অভিযুক্ত দ্রুত নামার চেষ্টা করেন। কিন্তু ইতিমধ্যেই তাঁকে নজরে রেখে ছিলেন যাত্রীরা। ট্রেন থেকে নামতেই কয়েক জন মহিলা ও পুরুষ যাত্রী তাঁকে ঘিরে ফেলেন এবং মারধর শুরু হয়। ঘটনাস্থলে দ্রুত পৌঁছায় আরপিএফ কর্মীরা। উত্তেজিত যাত্রীদের কাছ থেকে অভিযুক্তকে উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয় নিরাপত্তা রক্ষীরা। আরপিএফ সূত্রে খবর, ট্রেনের মধ্যেই এক পুরুষ যাত্রী প্রথমে অভিযুক্তের আচরণে প্রতিবাদ জানান। তখনই দু’জনের মধ্যে তর্কাতর্কি শুরু হয় এবং অভিযোগ, অভিযুক্ত ব্যক্তি সেই যাত্রীর দিকেও হাত তোলেন। এরপর পরিস্থিতি হাতের বাইরে চলে যায় এবং যাত্রীরা একযোগে অভিযুক্তের বিরুদ্ধে রুখে দাঁড়ান।

সকল বাইক প্রেমীদের জন্য বিরাট সুখবর! Moto Morini X Cape 650 মোটর বাইক পাবেন এখন অবাক করা সাশ্রয়ী মূল্যে, চলছে বুকিং

যাত্রীদের একাংশের দাবি, ওই ব্যক্তি এর আগেও এমন অশোভন আচরণ করেছেন এবং সেবারও মার খেয়েছিলেন। তবুও তাঁর আচরণে কোনও পরিবর্তন আসেনি। যদিও অভিযুক্ত ব্যক্তি সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন এবং নিজেকে নির্দোষ বলে দাবি করেন। এই ঘটনায় মেট্রো রেলের যাত্রী নিরাপত্তা নিয়ে আবারও প্রশ্ন উঠছে। আরপিএফ জানিয়েছে, তারা বিষয়টি খতিয়ে দেখছে এবং অভিযুক্তের বিরুদ্ধে প্রাসঙ্গিক আইনি ব্যবস্থা নেওয়া হবে। এই প্রতিবেদন চলমান ঘটনার ভিত্তিতে লেখা হয়েছে। তদন্তের অগ্রগতি অনুযায়ী পরবর্তী তথ্য সংযুক্ত করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর