ipl

ব্যুরো নিউজ,১৩ এপ্রিল: আইপিএল ২০২৫-এ এক অনন্য ইনিংস খেলে নজর কেড়েছেন সানরাইজার্স হায়দরাবাদের অভিষেক শর্মা। পঞ্জাব কিংসের বিরুদ্ধে মাত্র ৫১ বলে ঝোড়ো ১৪১ রান করে দলকে জিতিয়ে দেন এই বাঁহাতি ব্যাটার। আইপিএল ইতিহাসে এটি তৃতীয় সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর। তবুও তাঁর বাবা রাজকুমার শর্মা পুরোপুরি খুশি নন। কারণ, ছেলেকে ম্যাচ ‘ফিনিশ’ করতে না দেখে কিছুটা হতাশ হয়েছেন তিনি।

শিক্ষা দুর্নীতি না রাজনৈতিক চিত্রনাট্য? রবিবারের পথে জবাব খুঁজছে রাজনীতি

শতরান পেলেও ‘ফিনিশার’ নয়, এই নিয়েই খেদ বাবার

চারটি ম্যাচে পর পর হারের পর হায়দরাবাদ দলে চাপ বেড়েছিল। রান পাচ্ছিলেন না অভিষেক। সেই সময় তিনি মাকে বলেছিলেন, তাঁর সঙ্গে যেন মাঠে থাকেন। বাবা রাজকুমার প্রথমে যেতে চাননি। কিন্তু ছেলের অনুরোধে শেষমেশ হায়দরাবাদে উড়ে যান। প্রথম বার আইপিএলে মাঠে ছেলের খেলা দেখতে যান রাজকুমার। অভিষেক বলেন, “এই ইনিংসটা আমার আইপিএল কেরিয়ারে এখনও পর্যন্ত সবচেয়ে বড়। কিন্তু বাবা সব সময় বলেন, ম্যাচ শেষ করে ফিরতে। আমি সেটাই পারিনি। তাই বাবা পুরো খুশি নন। আমি চেষ্টা করব আরও উন্নতি করতে।”

শুরু ধোঁয়া থেকে, শেষ কোথায়? রেলের আগুন এখন নিয়মিত আতঙ্ক!

তিনি আরও জানান, ছোটবেলা থেকেই বাবা তাঁর খেলা দেখতে মাঠে যেতেন। অনূর্ধ্ব-১৪ স্তর থেকে শুরু করে আজ পর্যন্ত বাবা পাশে রয়েছেন। পঞ্জাব ম্যাচেও ইনিংস চলাকালীন বার বার ইঙ্গিত করে বলে দিচ্ছিলেন, কোন শট কীভাবে খেলতে হবে। অভিষেকের কথায়, “বাবা আমার প্রথম কোচ। তাঁর আর মায়ের সামনে এই শতরান আমার কাছে বিশেষ কিছু।” ম্যাচের আগে অভিষেকের সঙ্গে ফোনে কথা হয় তাঁর বাবার। রাজকুমার বলেন, “আমি অভিষেককে বলি খারাপ ফর্ম নিয়ে ভাবতে নেই। ও ভাগ্যের দিক থেকেও কিছুটা দুর্ভাগা ছিল। দ্বিতীয় ম্যাচে রান আউট হয়ে গিয়েছিল। এখন ও আত্মবিশ্বাস ফিরে পেয়েছে। আমি খুব খুশি।”

শিক্ষা দুর্নীতি না রাজনৈতিক চিত্রনাট্য? রবিবারের পথে জবাব খুঁজছে রাজনীতি

তবে একসময় রাজকুমার ভাবতেন, মাঠে থাকলে অভিষেক রান পাবে না। তিনি বলেন, “আমি একটু কুসংস্কারাচ্ছন্ন। ভাবতাম আমি থাকলে ও রান করবে না। তাই আইপিএলে কখনও মাঠে যাইনি। এবার প্রথমবার গিয়েছিলাম। যখন নো বলে আউট হল, নিজেকে দোষ দিচ্ছিলাম। কিন্তু তার পর একের পর এক ছক্কা মারতে থাকে।” অভিষেকের মা মঞ্জু শর্মা মনে করেন, হায়দরাবাদের জন্য এবার ভাগ্য ফিরেছে। তিনি বলেন, “সবাই খুব খুশি। শুরুটা খারাপ ছিল, কিন্তু এখন ছন্দে ফিরেছে দল। মনে হচ্ছে সব কিছু ভালর দিকে এগোবে।” ১৪১ রানের এই ইনিংস অভিষেকের জন্য শুধু ব্যক্তিগত সাফল্য নয়, পরিবারের ভালবাসা, পরিশ্রম ও আত্মবিশ্বাসের ফল। তবে বাবার চোখে এখনও ‘ফুল মার্কস’ পেতে হলে ম্যাচ ফিনিশ করে ফিরতেই হবে তাঁকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর