ব্যুরো নিউজ,৩ এপ্রিল: চিনের গুয়াংশো প্রদেশে এক অদ্ভুত ও হাস্যকর ঘটনা ঘটেছে। এক তরুণীর চিৎকার শুনে সন্দেহ করে প্রতিবেশীরা পুলিশে খবর দেন। কিন্তু যখন পুলিশ দরজা ভেঙে ঘরে ঢোকে, তখন যা দেখলেন, তাতে তাঁরা হতবাক! ওই তরুণী আসলে কোনো বিপদের মধ্যে ছিলেন না, বরং প্রেমে মত্ত ছিলেন এক তরুণের সঙ্গে।
ভুল বোঝাবুঝির জেরে ঘটল বিশৃঙ্খলা
ঘটনাটি ঘটেছে চলতি বছরের মার্চ মাসে। স্থানীয় এক আবাসনে হঠাৎ করেই এক তরুণীর চিৎকার শোনা যায়। চিৎকার এতটাই জোরালো ছিল যে পাশের ফ্ল্যাটের এক প্রতিবেশী মনে করেন, হয়তো তিনি কোনো বিপদে পড়েছেন বা বিপদের সম্মুখীন হয়েছেন। দেরি না করে তিনি দ্রুত পুলিশের হেল্পলাইনে ফোন করেন এবং পুরো বিষয়টি জানান। ফোন পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশ এবং উদ্ধারকর্মীরা। বাড়ির বাইরে দাঁড়িয়েই তাঁরা শুনতে পান সেই উচ্চস্বরে চিৎকার। সময় নষ্ট না করে দ্রুত সদর দরজা ভেঙে ঘরের ভেতরে প্রবেশ করেন তাঁরা। কিন্তু ঘরে ঢুকেই যে দৃশ্য দেখলেন, তাতে সবাই হতবাক!
Today petrol price: আজ পেট্রল ও ডিজেলের দাম কোন রাজ্যে কত থাকছে এক নজরে জেনে নিন
পুলিশ দেখে এক তরুণ খালি গায়ে ঘর থেকে বেরিয়ে আসেন, আর তাঁর পেছন পেছন এলোমেলো চুলে বেরিয়ে আসেন এক তরুণী। তখনই স্পষ্ট হয়ে যায়, তাঁরা আদতে কোনো বিপদে ছিলেন না, বরং গভীরভাবে নিজেদের মধ্যে মগ্ন ছিলেন। সঙ্গমের সময় তরুণীর আবেগপূর্ণ প্রতিক্রিয়াই এত জোরালো হয়ে উঠেছিল যে তা পাশের ফ্ল্যাটের বাসিন্দাদের কানে গিয়ে বিপদের সংকেত মনে হয়। তাঁরা ভেবেছিলেন, হয়তো তরুণী বিপদের মধ্যে পড়েছেন বা কারও দ্বারা আক্রমণের শিকার হচ্ছেন। কিন্তু বাস্তবে তেমন কিছুই ঘটেনি। বরং পুলিশের হস্তক্ষেপের কারণে দম্পতির অন্তরঙ্গ মুহূর্তে বিঘ্ন ঘটে।
Tollywood Gosip: বিয়ের পরেও নিস্তার নেই প্রাক্তনের হাত থেকে তাই সোহিনী এবার রনং দেহি
এই ঘটনা খুব দ্রুত চিনের সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে। ঘটনাটির ছবি ও ভিডিও শেয়ার হতে থাকে বিভিন্ন প্ল্যাটফর্মে। অনেকেই এই ঘটনাকে রসিকতার সঙ্গে দেখেছেন, আবার কেউ কেউ বলেছেন, এটি একটি অত্যন্ত বিব্রতকর পরিস্থিতি। কেউ মজা করে লিখেছেন, “তরুণের প্রশংসা করতে হয়!” আবার আরেকজন মন্তব্য করেছেন, “কী অদ্ভুত পরিস্থিতি, পুলিশেরই বা কী করার ছিল?” এই ঘটনা আবারও প্রমাণ করল, কেবলমাত্র শব্দের ওপর নির্ভর করে অনুমান করলেই ভুল বোঝাবুঝি হতে পারে। তবে প্রতিবেশীদের সতর্কতা এবং সাহায্যের মানসিকতা অবশ্যই প্রশংসনীয়।