IPL 2025

ব্যুরো নিউজ,১১ এপ্রিল: আইপিএল ২০২৫-এর গুরুত্বপূর্ণ এক দ্বৈরথ আজ সন্ধ্যায়। যেখানে একদিকে রয়েছে ধারাবাহিকতার অভাবে জর্জরিত কলকাতা নাইট রাইডার্স (KKR), অপরদিকে একের পর এক হার দেখে চাপে থাকা চেন্নাই সুপার কিংস (CSK)। দুই দলের পারফরম্যান্স নিয়েই উঠছে প্রশ্ন, আর আজকের ম্যাচে দুই দলই মরিয়া— হারানো ছন্দে ফিরতে এবং গুরুত্বপূর্ণ দুই পয়েন্ট দখল করতে।

চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে আজকের এই লড়াই আরও বিশেষ হয়ে উঠেছে কারণ এটি সিএসকের ঘরের মাঠ, যেখানে হলুদ ব্রিগেডের পরিসংখ্যান অনেকটাই ভাল। সন্ধে ৭.৩০টা থেকে ম্যাচ শুরু হবে, টস হবে সন্ধে ৭টায়। খেলা সরাসরি সম্প্রচারিত হবে স্টার নেটওয়ার্কে, এবং অনলাইনে দেখা যাবে জিও স্টার অ্যাপ ও ওয়েবসাইটে।

মুখোমুখি লড়াই: কারা এগিয়ে, কারা পিছিয়ে?

চেন্নাই সুপার কিংস এবং কলকাতা নাইট রাইডার্স আইপিএলে এখন পর্যন্ত মোট ৩২ বার একে অপরের মুখোমুখি হয়েছে। এই ম্যাচগুলির মধ্যে ২০টিতে জয় পেয়েছে সিএসকে, যেখানে কেকেআর জিতেছে মাত্র ১১টি ম্যাচে। একটি ম্যাচ অমীমাংসিত থেকে গেছে। পরিসংখ্যান স্পষ্ট বলছে— ইতিহাস সিএসকের পক্ষেই কথা বলছে। বিশেষ করে আজকের ভেন্যু এমএ চিদাম্বরম স্টেডিয়ামে সিএসকের রেকর্ড আরও চোখে পড়ার মতো। এই মাঠে দুই দল মোট ১১ বার মুখোমুখি হয়েছে। তার মধ্যে ৮ বার জয় এসেছে সিএসকের ঘরে, মাত্র ৩ বার জিতেছে নাইটরা।

তবে পরিসংখ্যান ভুল প্রমাণ করতে মাঠে নামবে কেকেআর। তাদের শেষ ম্যাচে অধিনায়ক অজিঙ্ক রাহানের দুর্দান্ত ইনিংস সত্ত্বেও ২৩৯ রানের টার্গেটের খুব কাছাকাছি গিয়েও মাত্র চার রানে হেরে বসে দলটি। অন্যদিকে সিএসকের অবস্থা আরও খারাপ— ধারাবাহিক পরাজয়ে দলের ভারসাম্য, অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন উঠছে। দুই দলই এই মুহূর্তে টুর্নামেন্টের মাঝপথে নিজেদের আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে মরিয়া। এমন হাই-ভোল্টেজ ম্যাচে নজর থাকবে ভক্তদের, আর ভরসা রাখতে হবে তারকাদের ওপর— কারা পারবে আজ নিজেদের প্রমাণ করতে, সেটাই দেখার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর