Actor

ব্যুরো নিউজ, ৩ এপ্রিল: বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যু ঘিরে তৈরি হওয়া বিতর্কের অবসান ঘটল সিবিআইয়ের চূড়ান্ত রিপোর্টে। তদন্তকারী সংস্থা স্পষ্ট জানিয়েছে, সুশান্ত আত্মহত্যাই করেছিলেন, এবং কোনো ষড়যন্ত্রের প্রমাণ মেলেনি। সেই সঙ্গে, অভিনেতার প্রেমিকা রিয়া চক্রবর্তী-কেও সমস্ত অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। ২০২০ সালে সুশান্তের আকস্মিক মৃত্যু চমকে দিয়েছিল গোটা দেশকে। একাধিক চাঞ্চল্যকর অভিযোগ ওঠে রিয়ার বিরুদ্ধে— আত্মহত্যায় প্ররোচনা, মাদকচক্রে যুক্ত থাকা, এমনকি খুনের মতো গুরুতর অভিযোগও। তদন্তের জন্য প্রায় এক মাস কারাবাসে কাটাতে হয়েছিল রিয়াকে। সেই সময় রিয়া ও তাঁর পরিবারের উপর দিয়ে বয়ে গিয়েছিল ঝড়।

রাজনীতি না ধর্ম? ওয়াকফ বিল নিয়ে সংসদে তীব্র সংঘর্ষ, কার স্বার্থসিদ্ধি?

“রিয়াকে বলির পাঁঠা বানানো হয়েছিল”— বিস্ফোরক মন্তব্য বান্ধবীর,  সম্প্রতি এক সাক্ষাৎকারে রিয়ার ঘনিষ্ঠ বান্ধবী নিধি হিরানন্দানি দাবি করেছেন, এই ঘটনায় রিয়াকে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে বলির পাঁঠা বানানো হয়েছিল। নিধির কথায়, “রিয়ার পরিবার সুশান্তকে খুব ভালোবাসত। তিনি তাঁদের পরিবারেরই একজন হয়ে উঠেছিলেন। সুশান্তের মৃত্যুর পর তাঁরাও ভেঙে পড়েছিলেন। কিন্তু, সেই যন্ত্রণার পরও তাঁরা দোষীর কাঠগড়ায় দাঁড়িয়ে গেলেন।” নিধি আরও বলেন, “রিয়ার পরিবারের সদস্যরা খুবই ভদ্র ও সরল প্রকৃতির মানুষ। কিন্তু সুশান্তের মৃত্যুর পর তাঁদের নিয়ে সমাজে যে ঘৃণা ছড়ানো হয়েছিল, তা ভয়াবহ। সত্যটা কেউ জানতে চায়নি। সবাই শুধু কারও উপর দোষ চাপানোর জন্য একটা মুখ খুঁজছিল। রিয়াই ছিল সেই মুখ।”

জয়ের বদলে যন্ত্রণা! চোট পেলেন কোহলি, হারল বেঙ্গালুরু

সুশান্ত মৃত্যুর পর রিয়ার মায়ের অবস্থাও অত্যন্ত শোচনীয় হয়ে উঠেছিল। নিধির ভাষায়, “রিয়ার মা এতটাই মানসিক আঘাত পেয়েছিলেন যে, তিনি কথা বলাও বন্ধ করে দিয়েছিলেন। শুধু মন্দিরে গিয়ে ঘন্টার পর ঘন্টা প্রার্থনা করতেন নিজেদের নিরাপত্তার জন্য।” রিয়ার ভাই শৌভিক চক্রবর্তীও ছিলেন তদন্তের আওতায়। তাঁকেও বেশ কিছুদিন সংশোধনাগারে থাকতে হয়েছিল। নিধি বলেন, “শৌভিক তখন মাত্র ২৩ বছর বয়সী। সে কঠোর পরিশ্রম করে ভালো একটি কলেজে সুযোগ পেয়েছিল। কিন্তু এই ঘটনার পর সে আর পড়াশোনা চালিয়ে যেতে পারেনি। অন্যদিকে, রিয়ার বলিউড ক্যারিয়ারও এক মুহূর্তে ধূলিসাৎ হয়ে যায়। তাঁদের সবকিছু কেড়ে নেওয়া হয়েছিল।”

চার বছর পরেও রিয়ার জীবনে রয়ে গেছে সেই দাগ

২০২৫ কি শেষের শুরু? ইউরোপের ধ্বংস থেকে বিশ্বযুদ্ধের ইঙ্গিত!

সিবিআইয়ের চূড়ান্ত রিপোর্ট প্রকাশ্যে আসার পর রিয়া চক্রবর্তী হয়তো আইনি জটিলতা থেকে মুক্তি পেয়েছেন, কিন্তু তাঁর ব্যক্তিগত এবং পেশাদার জীবনে যে প্রভাব পড়েছে, তা অপূরণীয়। তিনি ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করছেন, তবে একসময় বলিউডের প্রতিভাবান অভিনেত্রী হিসাবে যাঁকে চেনা যেত, আজ তিনি শুধুই এক বিতর্কিত নাম। সুশান্তের মৃত্যু রহস্য শেষ পর্যন্ত সমাধান হলেও, রিয়া ও তাঁর পরিবারের জীবনে যে অন্ধকার নেমে এসেছিল, তা কি আদৌ কখনও মুছে যাবে? প্রশ্ন রয়েই গেল…

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর