ব্যুরো নিউজ,১১ এপ্রিল: চিন্নাস্বামী স্টেডিয়ামে যেন নিজের ছন্দেই ফিরলেন লোকেশ রাহুল। বৃহস্পতিবার বেঙ্গালুরু বনাম দিল্লি ম্যাচে শেষ বলের ছক্কা মেরে দলকে জয়ের বন্দরে পৌঁছে দিলেন কর্নাটকের এই তারকা ক্রিকেটার। শুধু ম্যাচ জেতাননি, সেই সঙ্গে ব্যাট দিয়ে পিচে গোল ঘুরিয়ে মাঠের মালিকানা জানান দিলেন রাহুল। হাত তুলে ইঙ্গিত করলেন—এই মাঠ তাঁরই। যেন বলে দিলেন, “এটাই আমার জায়গা!”
Today petrol price: আজ পেট্রল ও ডিজেলের দাম কোন রাজ্যে কত থাকছে এক নজরে জেনে নিন
শেষ বলের ছক্কায় দিল্লিকে এনে দিলেন দারুণ জয়
Tollywood Gosip: বিয়ের পরেও নিস্তার নেই প্রাক্তনের হাত থেকে তাই সোহিনী এবার রনং দেহি
লোকেশ রাহুল বেঙ্গালুরুর ছেলে। এই মাঠেই বড় হয়েছেন, এখানেই শুরু তাঁর ক্রিকেটজীবন। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়েই আইপিএলে নজরে আসা। সেই দল ছেড়ে দিলেও বেঙ্গালুরুর মাটিতে রাহুল এখনও ভয়ঙ্কর। আরসিবি-র বিরুদ্ধে রাহুলের রেকর্ড দারুণ। এখন পর্যন্ত ১৬ ইনিংসে করেছেন ৭৪১ রান, যার মধ্যে একটি শতরান এবং চারটি হাফ-সেঞ্চুরি রয়েছে। এ দিনও তার ব্যতিক্রম হল না।
প্রথমে ব্যাট করে আরসিবি তোলে ১৬৩ রান। দিল্লির জবাবে শুরুটা ভালো হলেও মাঝের ওভারে কিছুটা চাপে পড়ে যায় দল। কিন্তু রাহুল ছিলেন অনবদ্য। ৫৩ বলে ৯৩ রানে অপরাজিত থেকে ম্যাচ জেতানো ইনিংস খেলেন তিনি। ম্যাচ শেষে রাহুল বলেন, “এই মাঠ আমার খুব পরিচিত। ২০ ওভার উইকেটের পেছনে দাঁড়িয়ে বুঝে গিয়েছিলাম বল কেমন আসছে। ব্যাট করা সহজ ছিল না। কিন্তু আগ্রাসী থেকে শুরু করতে চেয়েছিলাম। ভাগ্যও সঙ্গে ছিল।”
ছাতার নিচে পয়লা বৈশাখ! কি জানালেন আবহাওয়া দফতর?
দিল্লির জয় যেমন রাহুলের ব্যাটে লেখা, তেমনই মাঠে তাঁর আত্মবিশ্বাসও নজরকাড়া। শেষ ছক্কার পর মাঠে তাঁর প্রতিক্রিয়া স্পষ্ট করে দিল—চিন্নাস্বামী এখনও রাহুলের হৃদয়ের খুব কাছে। এই পারফরম্যান্স শুধু একটি জয় নয়, বরং নিজের শিকড়ে ফেরার এক গর্বিত মুহূর্ত। আরসিবির বিরুদ্ধে পুরনো হিসাবের জবাব যেন রাহুল দিয়ে দিলেন ব্যাট হাতে। চিন্নাস্বামীর ঘাসে, পিচে আর গ্যালারিতে আজ আবার বেজে উঠল—এ মাঠ রাহুলেরই!