ব্যুরো নিউজ,১১ এপ্রিল: আবহাওয়া যেন একেবারে উৎসবের আনন্দে জল ঢেলে দিচ্ছে। নববর্ষের ঠিক আগে পশ্চিমবঙ্গজুড়ে ফের একবার দুর্যোগের সম্ভাবনার কথা জানাল আলিপুর আবহাওয়া দফতর। বঙ্গোপসাগরে তৈরি হওয়া সুস্পষ্ট নিম্নচাপ ক্রমেই পশ্চিম ও মধ্য বঙ্গোপসাগরের দিকে এগোচ্ছে। এর জেরেই আগামী কয়েকদিন রাজ্যের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টির আশঙ্কা করা হচ্ছে। আবহাওয়াবিদদের মতে, এই নিম্নচাপের প্রভাবে রাজ্যের পশ্চিমাঞ্চলের কিছু জেলায় শিলাবৃষ্টি এবং বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।
১৪ বছর পর ‘নিরাপদ’ হলেন নিরাপদ মণ্ডলের পরিবার!
নববর্ষেও চলবে দুর্যোগ
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, টানা সাতদিন ধরে রাজ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে শুক্রবার ঝড়-বৃষ্টি হতে পারে দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পুরুলিয়া, বাঁকুড়া, মালদা এবং দুই দিনাজপুরে। শনিবারও একই দুর্যোগের সম্ভাবনা রয়েছে, যার আওতায় আসবে ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরও। উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ার — এই পাঁচ জেলায় বুধবার ঝড়ের গতি ৫০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে বলে সতর্কতা জারি করা হয়েছে। এছাড়াও উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, আর দক্ষিণ দিনাজপুর ও মালদাতেও ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
ভাইফোঁটার পেছনের পুরাণিক গল্প যা আপনাকে ভাবাবে, কি সেই গল্প?
কলকাতা সহ দক্ষিণবঙ্গেও বৃষ্টি নামার সম্ভাবনা থাকছে। বৃহস্পতিবার সন্ধ্যায় শহর কলকাতায় হালকা থেকে মাঝারি বৃষ্টিতে খানিক স্বস্তি পেলেও, আবহাওয়া দফতর জানিয়েছে— এ স্বস্তি সাময়িক। ঝড়-বৃষ্টির দাপট আগামী দিনগুলিতেও চলবে। এছাড়াও পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২-৩ দিনের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। তবে এরপর আবহাওয়ায় বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই।
Today petrol price: আজ পেট্রল ও ডিজেলের দাম কোন রাজ্যে কত থাকছে এক নজরে জেনে নিন
এই সময়ে নববর্ষের আনন্দে বাঙালি যেভাবে বেরিয়ে পড়ে ঘুরতে কিংবা উৎসব করতে, তাতে ঝড়-বৃষ্টি ও দমকা হাওয়ার সতর্কতা যথেষ্ট গুরুত্বপূর্ণ। প্রশাসন থেকে শুরু করে সাধারণ মানুষকে এই সময় সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া দফতর। পরিশেষে বলা যায়, প্রাকৃতিক দুর্যোগের এমন পূর্বাভাসে নববর্ষের আমেজ কিছুটা হলেও মলিন হতে চলেছে। তবু প্রস্তুত থাকলে বিপদ অনেকটাই এড়ানো সম্ভব।