Mumbai attach

ব্যুরো নিউজ,১৫ এপ্রিল: ২৬/১১ মুম্বই হামলার আগেই শহরে একাধিকবার রেকি করা হয়েছিল। জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)-র সূত্র অনুযায়ী, এই রেকির মূল চক্রী ছিলেন আমেরিকান নাগরিক ডেভিড কোলম্যান হেডলি। শুধু তাই নয়, হেডলি হামলার পরিকল্পনা শোনান তারই সহযোগী তাহাউর রানাকে—হামলার এক সপ্তাহ আগেই। সেই ছক শুনে নাকি রানা হেসেছিলেন, এমনটাই দাবি তদন্তকারীদের।

শিক্ষা দুর্নীতি না রাজনৈতিক চিত্রনাট্য? রবিবারের পথে জবাব খুঁজছে রাজনীতি

পরিকল্পনার আড়ালে কনসালটেন্সি সংস্থা

তদন্তকারীরা জানাচ্ছেন, তাহাউর রানা মুম্বইয়ে ‘ইমিগ্রেশন কনসালটেন্সি’ নামে একটি সংস্থা খুলেছিলেন। সেখানে ম্যানেজার হিসেবে নিযুক্ত করা হয়েছিল ডেভিড হেডলিকে। এই সংস্থার মাধ্যমেই হেডলির ভুয়ো পরিচয়, ভিসা-সহ যাবতীয় সরকারি নথি গোপন রাখা হয়। এনআইএ-র তদন্তে উঠে এসেছে, রানা নিজে নির্দেশ দিয়েছিলেন যাতে হেডলির পরিচয় কোনওভাবেই ফাঁস না হয়, তার জন্য আলাদা করে ব্যবস্থা নিতে। ওই কাজের দায়িত্বে থাকা ব্যক্তিটি এখন তদন্তের আওতায় এসেছে। হেডলি হামলার পরিকল্পনার অংশ হিসেবে মুম্বই বন্দরের আশপাশে নৌকা নিয়ে রেকি করেছিলেন। তার উদ্দেশ্য ছিল, হামলাকারীদের সমুদ্রপথে এনে তাজমহল প্যালেস হোটেলের সামনে নামানো। সেই সময়ের পরিকল্পনা শুনিয়ে হেডলি রানাকে বিস্তারিত জানান। তদন্তে উঠে এসেছে আরও এক বিস্ফোরক তথ্য—হেডলি যাতে ভারতে নির্বিঘ্নে যাতায়াত ও নজরদারি চালাতে পারেন, তার জন্যই রানা এই কনসালটেন্সি সংস্থা খুলেছিলেন।

শুরু ধোঁয়া থেকে, শেষ কোথায়? রেলের আগুন এখন নিয়মিত আতঙ্ক!

রানার সংস্থায় আর কারা কারা কাজ করতেন, এবং তাদের মধ্যে কেউ পাকিস্তানের জঙ্গি গোষ্ঠীর সঙ্গে যুক্ত ছিলেন কি না, তা নিয়েও তদন্ত চলছে। প্রাথমিকভাবে তদন্তকারীদের অনুমান, রানার সংস্থায় জঙ্গি সংগঠনের বেশ কয়েকজন সদস্য কর্মরত ছিলেন। ২০০২ থেকে ২০০৫ সালের মধ্যে হেডলি পাঁচ বার গিয়েছিলেন পাকিস্তানের বিভিন্ন জঙ্গি প্রশিক্ষণ শিবিরে। এর পর ২০০৫ সালের শেষ দিকে লস্কর-ই-তইবা থেকে নির্দেশ আসে, তাকে ভারতে গিয়ে নজরদারি চালাতে হবে। সেই নির্দেশ অনুযায়ী, হেডলি ২০০৮ সালের আগে পাঁচবার ভারতে এসেছিলেন। তিন বছর ধরে পরিকল্পনার পর ২০০৮ সালের নভেম্বরে ঘটে সেই নারকীয় মুম্বই হামলা, যেখানে প্রাণ হারান ১৬৬ জন। আহত হন বহু মানুষ।

সকল বাইক প্রেমীদের জন্য বিরাট সুখবর! Moto Morini X Cape 650 মোটর বাইক পাবেন এখন অবাক করা সাশ্রয়ী মূল্যে, চলছে বুকিং

এই জঙ্গি হামলার তদন্তে এখনও বেরিয়ে আসছে নতুন তথ্য, আর সেই সূত্র ধরেই এনআইএ ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে রানার সংস্থা ও তার কর্মীদের ভূমিকা। এই প্রতিবেদনটি একটি চলমান তদন্তের ওপর ভিত্তি করে তৈরি। বিষয়টি সংবেদনশীল, এবং নতুন তথ্য জানার সঙ্গে সঙ্গে রিপোর্ট আরও হালনাগাদ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর