
মালদায় ইভিএম কারচুপির অভিযোগ বিজেপি প্রার্থী খগেন মুর্মুর
ব্যুরো নিউজ, ৮ মে : ভোট মিটলেও উত্তপ্ত মালদা। এবার মালদায় ইভিএম কারচুপির অভিযোগ তুললেন বিজেপি প্রার্থী খগেন মুর্মু। তৃতীয় দফায় মালদায় ভোট হয়েছে গত ৭ মে। ভোট মিটতেই সেখানে পরিদর্শনে গিয়ে বিজেপি প্রার্থী খগেন মুর্মু ইভিএম কারচুপির অভিযোগ তোলেন। ইভিএম ঢোকানো হলেও স্ট্রং রুমে তালা বন্ধ করা হয়নি। কারচুপির উদ্দেশ্যেই স্ট্রং রুম বন্ধ করা হয়নি বলে অভিযোগ তোলেন বিজেপি