kolkata-metro

ব্যুরো নিউজ, ৮ মে : মেট্রোয় টিকিট কাটতে গিয়ে খুচরোর সমস্যায় জেরবার? তাহলে এবার থেকে আপনাদের এই সমস্যা সমাধানে নয়া উদ্যোগ নিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। এবার থেকে UPI-এর মাধ্যমেই কেটে নিতে পারবেন মেট্রোর টিকিট। মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে শীঘ্রই ইস্ট-ওয়েস্ট মেট্রোয় এই প্রক্রিয়া শুরু হতে চলেছে।

Air India-এ ৩০০ কর্মী এক সঙে সিক লিভে! বাধ্য হয়েই বাতিল করা হল ৮৬ ফ্লাইট

কবে থেকে খুলছে কেদারনাথের দরজা?

UPI-এর মাধ্যমে সহজেই কেটে নিতে পারবেন টিকিট

কলকাতা মেট্রোর জেনারেল ম্যানেজার পি উদয় কুমার রেড্ডির তত্ত্বাবধানে ইতিমধ্যে শিয়ালদা মেট্রো স্টেশনে ট্রায়াল রানও হয়েছে বলে খবর। প্রথমে গ্রিন লাইন অর্থাৎ ইস্ট-ওয়েস্ট মেট্রোতে এই প্রক্রিয়া শুরু করা হবে। এরপর ধীরে ধীরে ব্লু, পার্পল ও অরেঞ্জ লাইনে এই প্রক্রিয়া চালু করা হবে। এর ফলে টিকিট কাটতে গিয়ে খুচরোর সমস্যা মিটবে বলে জানান মেট্রো কর্তৃপক্ষ।

দেখে নেওয়া যাক কীভাবে ইউপিআই-এর মাধ্যমে মেট্রোর টিকিট কাটবেন-

প্রথমে টিকিট কাউন্টারে গিয়ে আপনি কোথায় যেতে চান বলতে হবে

এরপর ‘ডুয়েল’ ডিসপ্লে বোর্ডে একটা কিউআর কোড দেখতে পাবেন

এরপর সেই কিউআর কোড আপনার স্মার্ট ফোনে স্ক্যান করুন

স্ক্যান করলেই টিকিটের টাকা পেমেন্ট করা যাবে

টাকা পেমেন্ট করলে আপনি কিউআর কোড বেসড টিকিটও পাবেন

এই পদ্ধতিতে শুধু টিকিট কাটা যাবে তা নয় আপনি চাইলে স্মার্ট কার্ড রিচার্জও করতে পারবেন

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর