EVM Rigging at maldah

ব্যুরো নিউজ, ৮ মে  : ভোট মিটলেও উত্তপ্ত মালদা। এবার মালদায় ইভিএম কারচুপির অভিযোগ তুললেন বিজেপি প্রার্থী খগেন মুর্মু। তৃতীয় দফায় মালদায় ভোট হয়েছে গত ৭ মে। ভোট মিটতেই সেখানে পরিদর্শনে গিয়ে বিজেপি প্রার্থী খগেন মুর্মু ইভিএম কারচুপির অভিযোগ তোলেন। ইভিএম ঢোকানো হলেও স্ট্রং রুমে তালা বন্ধ করা হয়নি। কারচুপির উদ্দেশ্যেই স্ট্রং রুম বন্ধ করা হয়নি বলে অভিযোগ তোলেন বিজেপি প্রার্থী। এই বিষয়ে মালদা উত্তরের বিজেপি প্রার্থী খগেন মুর্মু জেলাশাসককে ফোন করে অভিযোগ জানান।

EVM কারচুপির অভিযোগ বিজেপি প্রার্থী খগেন মুর্মুর

মালদার উত্তরে তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়। ইভিএম কারচুপির যে অভিযোগ বিজেপি প্রার্থী তুলেছেন তাতে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে তৃণমূল প্রার্থী কি কোনভাবে ভয় পেয়ে এই কান্ড ঘটিয়েছেন? যদিও এই নিয়ে তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়ের কোনো প্রতিক্রিয়া মেলেনি।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর