
৭৫-বছরের পরও প্রধানমন্ত্রী থাকবেন নরেন্দ্র মোদীই, স্পস্ট জবাব শাহের
ব্যুরো নিউজ, ১২ মে : সম্প্রতি, শুক্রবারই অন্তর্বর্তী জামিন পেয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীওয়াল। মার্চ মাসে গ্রেফতারির পর তিহারেই ঠাই হয় আম আদমি পার্টির সুপ্রিমো কেজরীওয়ালের। একাধিকবার জানিমের আবেদন জানালেও তা খারিজ হয়ে যায়। কিন্তু সম্প্রতি লোকসভা ভোটের আবহেই জামিনের আবেদন করলে বহু কাঠখড় পুরিয়ে অবশেষে অন্তর্বর্তী জামিন পায় কেজরীওয়াল। পিওকে-র একাধিক জায়গায় বিক্ষোভ, সরকার বিরোধী আওয়াজ উঠতেই রুদ্রমূর্তি পাক সরকার