CWC 2025 India wins

ব্যুরো নিউজ ০৭ অক্টোবর ২০২৫ : পুরুষদের ক্রিকেটের ধারাবাহিকতা বজায় রেখে নারী বিশ্বকাপেও পাকিস্তানের বিরুদ্ধে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করল ভারতীয় দল। কলম্বোর আর. প্রেমাদাসা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ৮৮ রানের বড় ব্যবধানে হারিয়ে টুর্নামেন্টে টানা দ্বিতীয় জয় নিশ্চিত করল ‘ওমেন ইন ব্লু’। এই জয়ের ফলে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে (ODI) পাকিস্তানের বিরুদ্ধে ভারতের অপরাজিত থাকার রেকর্ড ১২-০ তে পৌঁছাল।

ম্যাচে টস জিতে পাকিস্তান প্রথমে ভারতকে ব্যাট করতে পাঠায়।

 

ভারতের ইনিংস: দেওলের ৪৬ ও রিচার শেষ মুহূর্তের ঝড়

স্লো পিচে ব্যাটিং করা কঠিন হলেও, ভারতীয় ব্যাটাররা শুরুটা ভালোই করেন। স্মৃতি মন্ধানা (২৩) এবং প্রতিকা রাওয়াল (৩১) দ্বিতীয় উইকেটে ৪৮ রানের শক্ত ভিত গড়লেও বড় স্কোর করতে ব্যর্থ হন। এরপর অধিনায়ক হারমানপ্রীত কৌর (১৯) এবং হার্লিন দেওল (৪৬) ইনিংসকে এগিয়ে নিয়ে যান। হার্লিন দেওল ব্যক্তিগত ৪৬ রানে আউট হওয়ার পর এবং জেমিমাহ রডরিগেজ (৩২) এলবিডব্লিউ হওয়ার পর ভারত ২০৩/৭ এ কিছুটা চাপে পড়ে যায়।

তবে, শেষ পাঁচ ওভারে দলের ত্রাতা হয়ে আসেন রিচা ঘোষ। তাঁর ২০ বলে অপরাজিত ৩৫ রানের ঝোড়ো ইনিংস ভারতকে একটি সম্মানজনক স্কোরে পৌঁছে দেয়। রিচার ইনিংসে ছিল তিনটি চার ও দুটি ছয়। নির্ধারিত ৫০ ওভারে ভারত সব উইকেট হারিয়ে ২৪৭ রান সংগ্রহ করে।

পাকিস্তানের হয়ে ডায়ানা বাইগ ৪/৬৯ উইকেট শিকার করে সফলতম বোলার হন। তিনি প্রথম পাকিস্তানি নারী ক্রিকেটার হিসেবে ক্রিকেটের সব ফর্ম্যাট মিলিয়ে ১০০ উইকেট পূর্ণ করেন। সাদিয়া ইকবাল ও ফাতিমা সানা দুটি করে উইকেট নেন।

Asia Cup Cricket 2025 : হেরে গিয়ে এশিয়া কাপ ট্রফি নিয়ে ‘পলায়ন’ পাক মন্ত্রীর! কড়া বার্তা দিল BCCI।

পাকিস্তানের ব্যাটিং ব্যর্থতা, গোল্ড-দীপ্তির ত্রয়ী উইকেট

২৪৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে পাকিস্তানের ব্যাটিং লাইন আপ শুরুতেই মুখ থুবড়ে পড়ে। পাওয়ারপ্লে’র মধ্যে মাত্র ২৬ রানেই ৩ উইকেট হারিয়ে ফেলে তারা।

  • একাই লড়লেন সিদরা: পাকিস্তানের হয়ে একমাত্র সিদরা আমিন লড়াকু ইনিংস খেলেন। ১০৬ বলে ৮১ রান করে তিনি কিছুটা আশা জাগিয়েছিলেন। নাথালিয়া পারভেজ (৩৩)-এর সঙ্গে চতুর্থ উইকেটে ৬৯ রানের জুটি গড়ার পর বাকি ব্যাটাররা ভারতীয় বোলারদের সামনে দাঁড়াতে পারেননি।
  • ভারতীয় বোলারদের দাপট: ভারতের হয়ে পেসার ক্রান্তি গৌড় (৩/২০) এবং বাঁহাতি স্পিনার দীপ্তি শর্মা (৩/৪৫), দুজনেই তিনটি করে উইকেট নিয়ে পাকিস্তানের ব্যাটিংয়ের কোমর ভেঙে দেন। এছাড়া স্নেহ রানা দুটি উইকেট নেন।
  • ফলাফল: ৪৩ ওভারে ১৫৯ রানেই গুটিয়ে যায় পাকিস্তানের ইনিংস। ভারত জয়ী হয় ৮৮ রানে

 

ম্যাচ পরবর্তী প্রতিক্রিয়া

ম্যাচের পর ভারতীয় অধিনায়ক হারমানপ্রীত কৌর বোলারদের দাপটের প্রশংসা করেন। তিনি বলেন, “জয় পেয়ে খুব খুশি। আমাদের সবার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ এবং আমি নিশ্চিত দেশের সবাইও খুশি। আমাদের বোলিং দারুণ ছিল। ক্রান্তি অসাধারণ বোলিং করেছে।” হারমানপ্রীত ব্যাটিংয়ের ক্ষেত্রে রিচা ঘোষের ক্যামিওর জন্য তাঁকে কৃতিত্ব দেন।

সেরা পারফর্মার ক্রান্তি গৌড় তাঁর পারফরম্যান্স তাঁর গ্রাম ঘুওয়ারার মানুষের প্রতি উৎসর্গ করেন।

অন্যদিকে, পাকিস্তান অধিনায়ক ফাতিমা সানা স্বীকার করেন যে তাঁদের দল পাওয়ারপ্লে এবং ডেথ ওভারে বেশি রান দিয়ে ফেলেছে এবং ব্যাটিংয়ে আরও বেশি দায়িত্বশীলতা দরকার ছিল। তবে তিনি সিদরা আমিনের লড়াকু ইনিংসের প্রশংসা করেন।

Asia Cup Cricket 2025 : এশিয়া কাপ ফাইনালে পাকিস্তানকে পরাজিত করে ভারতের বিশ্ব রেকর্ড জয়। খেলার মাঠে অপারেশন সিঁদুর !

আসন্ন ম্যাচ ও কূটনৈতিক সৌজন্যের অভাব

এই জয়ের ফলে ভারত পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে। আগামীতে ভারত ৯ অক্টোবর বিশাখাপত্তনমে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এবং ১২ অক্টোবর একই ভেন্যুতে বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে।

উল্লেখ্য, ভারত ও পাকিস্তানের মধ্যে ম্যাচের চিরাচরিত ‘নো-হ্যান্ডশেক’ অবস্থান বজায় রেখে টসের সময় দুই অধিনায়ক হারমানপ্রীত এবং ফাতিমা সৌজন্য বিনিময় এড়িয়ে যান।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর