Amit Shah On Manipur issue

ব্যুরো নিউজ, ১৩ মে : লোকসভা ভোটের মাঝেই এবার শেয়ার নিয়ে বড় বার্তা দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এপ্রিলের ১৯ তারিখ থেকে শুরু হয়ে আগামী ১ জুন পর্যন্ত চলবে লোকসভা নির্বাচন। তারপরেই ৪ জুন ভোটের ফলাফল। আর তার আগেই শেয়ার কিনে রাখার কথা কেন বললেন শাহ।

অবিশ্বাস্য কম টাকার রিচার্জে আনলিমিটেড ডেটা-সহ কল দিচ্ছে BSNL! বিস্তারিত জানুন এই প্রতিবেদনে

চতুর্থ দফা নির্বাচনে মহিলা ও যুব সম্প্রদায়কে বিশেষ বার্তা মোদীর

এদিকে দুই দেশের মধ্যে চলছে যুদ্ধ। আর তার আঁচ পড়েছে অন্যান্য দেশগুলিতেও ফলে বর্তমানে ইজরায়েল ও ইরানের সম্পর্কও রনংদেহী মূর্তি নিয়েছে। আর এর প্রভাব পড়েছে শেয়ার মার্কেটে। শেয়ার বাজারের নেমেছে ধস। কার্যত অস্থিতিশীল অবস্থা। তবে এরই মধ্যে কবে থেকে ফের শেয়ার বাজার ফের মাথা উঁচিয়ে দাঁড়াবে তারই ইঙ্গিত দিল স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন,  ৪ জুনের আগেই সকলের শেয়ার কিনে রাখা উচিত। ৪ জুন ভোটের ফলাফল। আর সেদিন বিজেপি ও বিজেপি-জোট সেদিন ঝড় তুলবে। আর এর পরে থেকে শেয়ার দর চড়বে। একইসঙ্গে তিনি বলেন, ভোটের সঙ্গে শেয়ার মার্কেটের কোনও সম্পর্ক নেই। তবুও তিনি ৪ জুনের আগে সকলকে শেয়ার কিনে রাখতে বলেন।

BJP Helpline

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর