MS Dhoni

শর্মিলা চন্দ্র, ২১ মার্চ: এবছর আইপিএল-এ চেন্নাই সুপার কিংসের হয়ে মাঠে নামবেন ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। তার আগে নতুন লুকে ধরা দিলেন মাহি। নতুন হেয়ার স্টাইলে দেখা গেল তাঁকে।

চেন্নাইয়ের হয়ে মাঠে নামার আগে লুক বদল

Advertisement of Hill 2 Ocean

আন্তর্জাতিক ক্রিকেটার হিসেবে মাঠে নামার সময় বড় চুলে দেখা গিয়েছিল মহেন্দ্র সিং ধোনিকে। সেই সময় ধোনির ওই চুল নজর কেড়েছিল ৮ থেকে ৮০-র। এরপর দীর্ঘদিন তাঁকে আর ওই লুকে দেখা যায়নি। এবার আইপিএল আবার মাহিকে লম্বা চুলে দেখা যাবে।

এখনও আইপিএল-এর দর্শকের চোখ টানায় ধনিই সেরা

হেয়ার ড্রেসার আলিম হাকিম মাহির লুক পালটে দিয়েছেন। হেয়ার ড্রেসার আলিমই নতুন লুকে এমএস ধোনিকে হাজির করলেন। ধোনির সেই সোনালি চুল ফিরে এসেছে। এবারও চুল ঘাড় পর্যন্ত নেমে এসেছে। ২২ মার্চ আইপিএলের উদ্বোধন হবে। প্রথম ম্যাচে খেলবে চেন্নাই সুপার কিংস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ওই ম্যাচে দুটি দলকে নেতৃত্ব দেবেন কোহলি ও ধোনি। অন্যদিকে ধোনির নতুন লুক সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে যেভাবে লাইক, কমেন্টের বন্যা বয়ে গিয়েছে তাতে ধোনির নতুন লুক যে ভক্তদের বেশ মনে ধরেছে তা বলাই যায়।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর