বাধা বিঘ্ন কাটাতে রাম নবমীর দিন এই কাজগুলি অবশ্যই করুন
ব্যুরো নিউজ, ১১ এপ্রিল: রাম নবমী দিনটি ভগবান শ্রীরাম-এর জন্মবার্ষিকী উপলক্ষে পালিত হয়। ভগবান রামের ভক্তরা এই দিনটি অত্যন্ত শুভ দিন হিসেবে মনে করেন এবং এই দিনে সারাদি ভগবান রামের কাহিনী শোনেন। এদিন দেশের প্রতিটি রাম মন্দিরে জাঁকজমক করে শ্রী রামের আরাধোনা করা হয়। ঘরে ঘরে শ্রীরামের পুজোও করা হয়। রাম নবমীর এই শুভ দিনে বিশেষ কিছু নিয়ম মেনে চলুন।