Dilip Ghosh On BJP

ব্যুরো নিউজ, ১১ এপ্রিল: রাম নবমীকে কেন্দ্র করে একদিকে যখন রাম মন্দিরে সাজো সাজো রব। তখন রাম মন্দিরের ছবি দেওয়া ক্যালেন্ডার বিলি করে বিতর্কের মুখে দিলীপ ঘোষ। নির্বাচনী প্রচারে বেড়িয়ে বর্ধমান-দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষকে পূর্ব বর্ধমানের গলসিতে রাম মন্দিরের ছবি দেওয়া ক্যালেন্ডার বিলি করতে দেখা গেল। কিন্তু হঠাৎ নির্বাচনী প্রচারে বেড়িয়ে কেনই বা ক্যালেন্ডার দিলেন তিনি? তাঁর উত্তর, নির্বাচনের সময় জনসংযোগের একটা সুযোগ থাকে। এই সময় হাজার হাজার মানুষকে এক সঙ্গে পাওয়া যায়। অন্যদিকে দেশের কোটি কোটি মানুষের রাম মন্দিরে যাওয়ার ইচ্ছে। কিন্তু সকলে তো এখনই যেতে পারছেন না, তাই অন্তত, মন্দির কেমন হয়েছে, ভগবানের মূর্তি কেমন হয়েছে, সেটা আমরা তাঁদের ঘরে পৌঁছে দিচ্ছি। লোকে খুব খুশি হচ্ছে। মাথায় ঠেকিয়ে বাড়িতে ব্যবহার করছে। এমনটাই বললেন দিলীপ ঘোষ।

ধোঁয়া দেখেই পথে দাঁড়িয়ে পড়লেন, এমনকি Reel বানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন রচনা 

Advertisement of Hill 2 Ocean

বিতর্কে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ

অন্যদিকে, এই ঘটনাকে কেন্দ্র করে নির্বাচনী বিধিভঙ্গের ইস্যুতে সরব হয়ে মাঠে নেমে পড়েছে তৃণমূল। তৃণমূল কংগ্রেসের রাজ্য মুখপাত্র প্রসেনজিৎ দাসের অভিযোগ, ‘দিলীপবাবু বেশ কয়েকদিন ধরে প্রচারে গিয়ে ক্যালেন্ডার বিলি করছেন। নির্বাচনে এটা করা যায় না। কোনও প্রার্থী এটা করতে পারেন না। কারণ, এটি নির্বাচনী বিধিভঙ্গের মধ্যে পড়ে। ভোটারদের কিছু দিয়ে প্রলোভন দেখানো ঠিক নয়। আমরা দলের পক্ষ থেক নির্বাচন কমিশনের দায়িত্বপ্রাপ্তদের কাছে অভিযোগ জানাব।’

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর