ব্যুরো নিউজ, ১১ এপ্রিল: ‘এখন আর সিবিআইয়ের কোনও অস্তিত্ব নেই। তার কারণ ওই জুজুর ভয় এক বার হয়, দু’বার হয়, তিন বার হয়। এখন তো সিবিআইকে যা তৈরি করে দিয়েছে বিজেপি, তাতে ট্র্যাফিক পুলিশকে যেমন মানুষ আর মানে না, সিবিআইকেও মানে না।’ বৃহস্পতিবার পুরমন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের এই মন্তব্যকে কেন্দ্র করে রাজ্য-রাজনীতি উত্তাল। উল্লেখ্য, বুধবার সন্দেশখালির যাবতীয় ঘটনার তদন্তভার সিবিআই-কে দিয়েছে কলকাতা হাইকোর্ট। এমনকি সন্দেশখালির বাসিন্দারা সরাসরি সিবিআই-এর কাছে অভিযোগ জানাতে পারবে এমন নির্দেশও দিয়েছে আদালত। অভিযোগ জানানোর জন্য একটি ইমেল তৈরি করার নির্দেশ দেওয়া হয়েছে আদালতের তরফে।

পয়লা বৈশাখেই রাজ্য দিবস পালন 

Advertisement of Hill 2 Ocean

সিবিআই তদন্ত নিয়ে পুরমন্ত্রীর মন্তব্যে সমালোচনার ঝড়

বৃহস্পতিবার সিবিআই তদন্তকে কেন্দ্র করে মেয়র ফিরহাদ হাকিমের এই মন্তব্যে কার্যত সমালোচনার ঝড় উঠেছে। যাঁরা রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে রাত দিন মানুষকে পরিষেবা দিচ্ছেন তাদের কাজকে মেয়র ছোট করেছেন বলে মনে করছেন অনেকে। রাজ্যের মন্ত্রী হয়ে কীভাবে প্রশাসন সম্পর্কে এই ধরনের মন্তব্য করতে পারেন সেই প্রশ্নও তুলছেন অনেকে।

অন্যদিকে, তাঁর মন্তব্যকে কটাক্ষ করে বিজেপির রাজ্য সভাপতি তথা বালুরঘাটে প্রার্থী সুকান্ত মজুমদার বলেন, ‘ওঁর বিনাশকালে বিপরীত বুদ্ধি হয়েছে। রাজ্যের মন্ত্রী হয়ে বলছেন পুলিশ, ট্র্যাফিক পুলিশকে কেউ মানে না! বিপদের সময় মানুষ সেমসাইড গোল করে ফেলে।’

যদিও ড্যামেজ কন্ট্রোল করতে তৃণমূল মুখপাত্র শান্তনু সেন বলেন, ‘সুদীপ্ত সেন থেকে শুরু করে কিষান জী, হালে শাহাজাহান শেখ, উত্তম সর্দারদের কিন্তু গ্রেফতার করেছে রাজ্য পুলিশ।’

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর