বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

kolkata highcourt update

কলকাতা হাইকোর্টে কাজ বন্ধ বিচারপতির ক্ষোভ

ব্যুরো নিউজ,২৬ জুলাই: চলতি সপ্তাহের শুরু থেকেই কলকাতা হাইকোর্টে কাজ বন্ধের বিরুদ্ধে এবার প্রতিবাদ জানালেন বিচারপতি। গত সোমবার থেকে একটানা বার অ্যাসোসিয়েশনের কর্ম বিরতিতে কাজ বন্ধ। এক আইনজীবীর উপর পুলিশের জুলুমের প্রতিবাদে সোম ও মঙ্গলবার আইনজীবীরা কাজ বন্ধ রাখেন।দুই আইনজীবীর মৃত্যু ও বৃহস্পতিবার অবসরপ্রাপ্ত বিচারপতির শিবকান্ত প্র্সাদের মৃত্যুর ফলে কার্যত শিকেয় ওঠে হাইকোর্টের কাজ। বিচারকার্য হচ্ছে না। জামালের প্রাসাদে জলের ট্যাঙ্ক নাকি গুপ্তধনের ঝাঁপি বিচারপতির ভয়ংকর অভিযোগ গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ছাএীকে ছুরির কোপ, চেষ্টা অ্যাতঘাতীর? এর প্রতিবাদে কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচি তার  এজলাসে বসে বলেন ভয়ের পরিবেশ তৈরি করে শোক প্রকাশের নামে কর্মবিরতি হচ্ছে। উল্লেখ্য, ডায়মন্ড হারবার লোকসভা এলাকায় এক আইনজীবীকে শারীরিকভাবে নিগ্রহ করে এক পুলিশ কর্মী। তাকে অবশ্য পরে হাইকোর্টে এসে ক্ষমা চাইতে হয়। তবে সেই ঘটনার জেরে পরপর তিনদিন সোমবার থেকে কর্ম বিরতি শুরু করেন আইনজীবীরা। বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের সদ্য অবসরপ্রাপ্ত বিচারপতি শিব্কান্ত  প্র্সাদের মৃত্যু হলে তার স্মরণে কাজ বন্ধ থাকে। শুক্রবার তার দেহ আনা হয় কলকাতা হাইকোর্টে সেখানে আইনজীবী ও বর্তমান বিচারপতিরা শোক জ্ঞাপন করেন। সেজন্য ব্যাহত হচ্ছে হাইকোর্টের বিচারকার্য।

আরো পড়ুন »
mamta criticize naidu

মোদির নেতৃত্বে কেন্দ্রে চলছে সরকার, ক্ষেপে গিয়ে চন্দ্রবাবু আর নীতীশকে বেলাগাম আক্রমণ মমতার

ব্যুরো নিউজ, ২৩ জুলাই: লোকসভা নির্বাচনের ফল বেরোতে দেখা গেল বিজেপি ম্যাজিক ফিগার ছুঁতে পারেনি। ২৪০ টি আসনে জয় হয় গেরুয়া শিবিরের। যদিও দেশে বৃহত্তম রাজনৈতিক দল হিসেবে সবচেয়ে বেশি আসন দখল করে বিজেপি। তবে সরকার গড়ার জন্য ম্যাজিক ফিগার প্রয়োজন ২৭২ আর তাতে সঙ্গ দিয়েছে দুই গুরুত্বপূর্ণ শরিক অন্ধপ্রদেশের তেলুগু দেশম পার্টি এবং বিহারের জে ডি ইউ। ফলে কোনো সমস্যা ছাড়াই কেন্দ্রে নরেন্দ্র মোদির নেতৃত্বে সরকার গঠিত হয়েছে। সংগঠন আছে, এবার ভোট কীভাবে করতে হবে, খোলসা করলেন দিলীপ হঠাৎ ক্ষিপ্ত হলেন কেন মমতা? আর এরপরেই একুশে জুলাই এর মঞ্চ থেকে টিডিপির চন্দ্রবাবু নাইডু এবং জেডিইউ এর নীতীশ কুমারকে তীব্র আক্রমণ করে বসলেন তৃণমূল সুপ্রিমো এবং বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চন্দ্রবাবু নাইডুর দল একজন মন্ত্রী, একজন উপমন্ত্রী পেয়েছেন। নীতীশ কুমার এর জে ডি ইউ সাংসদ লালন সিং পঞ্চায়েতি রাজ মন্ত্রক পেয়েছেন। আর এর পরেই রয়েছে অন্ধ্রপ্রদেশে বিধানসভা নির্বাচন। যদিও টিডিপির তরফে সেখানে বিশেষ কিছু প্যাকেজ চাওয়া হয়েছে কেন্দ্রীয় সরকারের কাছে। আর একুশের মঞ্চ থেকে মমতার আক্রমণ দেখে মনে হল, তারা মনে করেছিলেন টি ডি পি আর জে ডি ইউ যেভাবে দরকষাকষি করছে, তাতে বিজেপিকে একেবারে নাস্তানাবুদ করে ছাড়বে। কিন্তু তা তো হলোই না, উল্টে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে মসৃণভাবে কেন্দ্রীয় সরকার চলতে শুরু করে দিয়েছে। আর এর ফলেই একেবারে ক্ষেপে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের প্রচারে জল ঢেলে দিলেন সৌমিত্র, ফেসবুক লাইভে খোলাখুলি যা বললেন ধর্মতলায় শহীদ দিবসের মঞ্চ থেকে চন্দ্রবাবু নাইডু এবং নীতীশ কুমারকে আক্রমণ করে বলে বসেন, জীবনে কখনো শুনিনি, টাকা দিয়ে দল কিনে নেওয়া যায়। মন্ত্রিত্ব না দিয়েই কাটিয়ে দেওয়া যায়। আর এই লোকেরাও এমন, এত ভীতু, ইতনা কাফের হ্যায়, ইতনা লোভী হ‍্যায়, রুপিয়া কা পাস কিম্মত চুকা দিয়া…. প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারে এছাড়াও বিহারের জিতনরাম মাঝি, চিরাগ পাশওয়ান মন্ত্রিত্ব পেয়েছেন। সেই ব্যাপারেও খোঁচা দিয়েছেন মমতা। তবে টিডিপি এবং জেডিইউ এর মত গুরুত্বপূর্ণ শরিক কোনোভাবেই যে বিজেপিকে সমস্যায় ফেলছে না এবং মসৃণভাবে কেন্দ্রে সরকার চালাতে সাহায্য করছে, সেই কারণেই তাদেরকে সভামঞ্চ থেকে ক্ষেপে গিয়ে নিশানা করে বসলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

আরো পড়ুন »
mutual fund investment

ভবিষ্যতের কথা ভাবুন, সঞ্চয় নয়,ইনভেস্ট করুন মিউচুয়াল ফান্ডে

ব্যুরো নিউজ,১৩ জুলাই: বর্তমানে দাঁড়িয়ে ভবিষ্যতের পরিকল্পনা ছকে নিতে হয়। কারণ টাকার আজকে যা মূল্য, আজ থেকে ২০ বছর পর একই মূল্য থাকবে না। তাও তো সময়টা অনেক বেশি বলা হলো, যেভাবে জিনিসপত্রের মূল্যবৃদ্ধি হচ্ছে, তাতে আগামী দিনে বাজারের সঙ্গে পাল্লা দিতে গেলে এখন আর শুধু সঞ্চয় করলে চলবে না। বিনিয়োগ বা ইনভেস্ট করতে হবে। আর তাই সরাসরি না হলেও শেয়ার মার্কেট কেন্দ্রিক বিনিয়োগের দিকে ঝুঁকতেই হবে। সেক্ষেত্রে মিউচুয়াল ফান্ড এই মুহূর্তে সবচেয়ে শ্রেষ্ঠ ইনভেস্টমেন্ট প্ল‍্যান। সোনা কিনতে যাচ্ছেন?একটু দাঁড়ান,বাজেটের আগে কিনবেন না, দাম কমতে পারে কীভাবে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করবেন? অনেকের কাছেই এখনো পর্যন্ত মিউচুয়াল ফান্ড যথেষ্ট জটিল বলে মনে হয়। তবে একটু একটু করে হলেও মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে শুরু করেছেন দেশবাসী। আপনিও পিছিয়ে না থেকে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ শুরু করতে পারেন। এখন যথেষ্ট সহজ এবং সাধারণ হয়ে গিয়েছে। মিউচুয়াল ফান্ডে প্রথম বিনিয়োগের সময় লগ্নিকারীকে KYC জমা দিতে হবে। এটি এককালীন প্রক্রিয়া। কেওয়াইসি ভেরিফিকেশন করার জন্য ডিস্ট্রিবিউটার বা বিনিয়োগ পরামর্শদাতার কাছে অফলাইনেও করতে পারেন কিংবা অনলাইনেও কেওয়াইসি করাতে পারেন। KYC Complete হয়ে গেলেই মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট শুরু করতে পারেন। এক্ষেত্রে ব্যাংক, কোনো আর্থিক প্রতিষ্ঠান, শেয়ার ব্রোকার, মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর, যেকোনো পদ্ধতির মাধ্যমে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ শুরু করতে পারেন। জায়ান্ট সিংয়ের অবৈধ বাড়ি, বুলডোজার অপারেশন কি হবে? এখন অনলাইনেও মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করা যায়। আবার কোনো ফান্ড হাউসের অফিসে গিয়ে সমস্ত কিছু বুঝে নিয়ে বিনিয়োগ করতে পারেন। অনলাইন বা অফলাইন পদ্ধতিতে ডিস্ট্রিবিউটর, ব্রোকার বা কোনো অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির সাহায্য নিয়ে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের পথ খুঁজে নিন। এক্ষেত্রে বিনিয়োগ পরামর্শদাতার সঙ্গে কথা বলে আপনার প্রয়োজন অনুযায়ী এবং সামর্থ্য অনুযায়ী বিনিয়োগের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। মোটা টাকার অংক যদি মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে চান, তাহলে সেক্ষেত্রে অবশ্যই বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করে নিন।

আরো পড়ুন »
jayant shing illigal constraction

জায়ান্ট সিংয়ের অবৈধ বাড়ি, বুলডোজার অপারেশন কি হবে?

ব্যুরো নিউজ, ১৩ জুলাই: হকার উচ্ছেদে বুলডোজার অপারেশন শুরু করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু হকার উচ্ছেদ বলেই নয়, নির্দেশ দিয়েছিলেন যে সমস্ত সরকারি জমিতে অবৈধভাবে নির্মাণ হয়েছে, সেই সমস্ত জায়গাতেও সরকারি নিয়ম অনুযায়ী ভেঙে ফেলতে হবে। এরকম একাধিক হাইকোর্টেরও নির্দেশ রয়েছে। তৃণমূলের কাউন্সিলর, চেয়ারম্যান, বিধায়করা টাকা খেয়ে এই ধরনের সরকারি জমি দখল করে অবৈধ নির্মাণে সহায়তা করেছেন বলে অভিযোগ করেন মুখ্যমন্ত্রী। বাদ যাননি পুলিশ প্রশাসনের অফিসাররাও। তারাও যে এর সঙ্গে জড়িত সেটাও স্পষ্ট করে দিয়েছিলেন তিনি।তারপরেই শুরু হয়েছিল বুলডোজার অপারেশন। এবার প্রশ্ন উঠলো, কামারহাটির আড়িয়াদহের মৌসুমী রোডে গ্যাংস্টার জয়ন্ত সিংয়ের যে বিশাল রাজপ্রাসাদ রয়েছে তার কি হবে? বাংলার একী হাল?জেলাগুলোতে পড়ে রয়েছে কয়েকশো কোটি টাকা, অথচ কাজ নেই গ্রামবাংলায়, উঠছে প্রশ্ন কামারহাটি মিউনিসিপ্যালিটি কি বলছে? বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রে যা জানা গিয়েছে, কাচ দিয়ে ঘেরা ব্যালকনি সমেত পুকুরের সামনে বিশাল এই অট্টালিকাটি সম্পূর্ণই অবৈধ। যতদূর জানা যায়, তার কোনো বৈধ লিগ্যাল ল‍্যান্ড পেপার নেই। এমনকি কামারহাটি মিউনিসিপ্যালিটিও ওই বাড়ির ব্যাপারে কোনো অনুমোদন দেয়নি বলেই জানা গিয়েছে। শুধু তাই নয়, এই প্রাসাদোপম বাড়িটি তৈরি হয়েছে পুকুরের একাংশ বুজিয়ে। ফলে এটা পরিষ্কার সরকারি জায়গা দখল করে সম্পূর্ণ অবৈধভাবে গড়ে উঠেছে জায়ান্ট সিংয়ের এই প্রাসাদ। দরকার নেই ডিগ্রি, যেতে হবে না অফিসে, ঘরে বসেই রোজগার করুন মোটা অঙ্কের টাকা, কীভাবে, দেখুন কামারহাটি পুরসভার চেয়ারম্যান গোপাল সাহা জানান, এরকম যে বাড়ি তৈরি হয়েছে তা তিনি জানতেন না। কে জমির মালিক সেটা জানতে পারিনি। তবে দাগ নম্বর চিহ্নিত করা হয়েছে। তবে এটা স্পষ্ট করেছেন, বেআইনিভাবেই বাড়িটি তৈরি হয়েছে।এটা ইললিগ‍্যাল কনস্ট্রাকশন। আর এরপরেই প্রশ্ন উঠে যাচ্ছে, তাহলে কি জয়ন্ত সিংয়ের এই প্রাসাদ বুলডোজার দিয়ে গুঁড়িয়ে ফেলা হবে? মুখ্যমন্ত্রীর নির্দেশ কি এখানে আদৌ পালন করা হবে? সেটা দেখার অপেক্ষায় রাজ্যবাসী।

আরো পড়ুন »
ed active for ration scam

ইডির স্ক্যানারে রাজ্যের এবার একাধিক চালকল ও গমকল

ব্যুরো নিউজ, ২৭ জুন, শর্মিলা চন্দ্র : এবার ইডির স্ক্যানারে একাধিক চালকল ও গমকল। রাজ্যের প্রায় ৯০০টি চালকল গমকলের ওপর নজর রাখছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। অন্যদিকে রেশন বন্টন দুর্নীতি মামলায় যারা যারা অভিযুক্ত তাদের সঙ্গে এই চালকল ও গমকলের মালিকদের কোনরকম সম্পর্ক আছে কিনা সেই বিষয়টিও খতিয়ে দেখছে ইডি। রেশন দুর্নীতি মামলায় অভিযুক্তদের জেল হেফাজতের মেয়াদ বাড়ল হকার উচ্ছেদের নামে চলছে পুলিশি অত্যাচার! প্রসঙ্গত রেশন বন্টন দুর্নীতির অভিযুক্ত শংকর আঢ‌্য ও বিশ্বজিৎ দাসকে ব‌্যাঙ্কশাল কোর্টে তোলা হয়। ভার্চুয়াল মাধ্যমে যোগ দিয়েছিল আর এক অভিযুক্ত বাকিবুর রহমান। বাকিবুর রহমান ও বিশ্বজিৎ দাসকে ২ জুলাই পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। অন্যদিকে শংকর আঢ‌্যকে ৩ জুলাই পর্যন্ত থাকতে হবে জেল হেফাজতে। রেশন বন্টন দুর্নীতি মামলায় তদন্তে নেমে জানতে পেরেছে জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে শংকর আঢ্যর বেশ কয়েকবার ফোনে কথা হয়েছে। কোন জায়গায় কটি চালকল ও গমকল রয়েছে সেই তালিকাও ইতিমধ্যে তৈরি করে ফেলেছে ইডি আধিকারিকরা। এই মিল মালিকদের মধ্যে রেশন বন্টন দুর্নীতি মামলায় অভিযুক্ত জ্যোতিপ্রিয় মল্লিক ও বাকিবুর রহমনের সঙ্গে কতজনের সরাসরি যোগাযোগ রয়েছে তা খতিয়ে দেখছে ইডি। যোগাযোগ প্রমাণিত হলে তাদের দেখে জেরা করা হতে পারে বলেও ইডি সূত্রে খবর। সব মিলিয়ে এখনো পর্যন্ত ১০ হাজার কোটি টাকার রেশন দুর্নীতি হয়েছে বলে দাবি। এখন দেখার এই মামলায় আর কি কি নতুন তথ্য উঠে আসে ইডির তদন্তে।

আরো পড়ুন »
indian rail new rules

ভারতীয় রেলের এই নতুন নিয়ম জানেন তো? না জানলে এখনই জেনে নিন

ব্যুরো নিউজ, ২৫ জুন, শর্মিলা চন্দ্র : রেলের এই নতুন নিয়ম জানা আছে তো? যদি না জানা থাকে তাহলে এখনই জেনে নিন। যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখেই এবার বড়সড় পরিবর্তন করতে চলেছে রেল কর্তৃপক্ষ। আপনি হয়তো কোথাও যাবেন বলে তৎকালে টিকিট কেটেছেন। আপনার টিকিট কনফার্মডও হয়েছে। কিন্তু হঠাৎ আপনাকে কোনও কারণে সেই টিকিট ক্যানসেল করতে হল। এতদিন পর্যন্ত এই কনফার্মড টিকিট বাতিল করলে যাত্রীদের কোনওরকম টাকা ফেরত দেওয়া হত না। ফলে যাত্রীদের অনেকটা আর্থিক ক্ষতি হত। কিন্তু রেলের নতুন নিয়ম অনুযারেয়ী এবার থেকে তৎকালের কনফার্মড টিকিট বাতিল করলে যাত্রীরা ফেরত পাবেন পঞ্চাশ শতাংশ টাকা। আগামী ২ জুলাই থেকে এই নতুন পরিষেবা কার্যকর হবে। ২ জুলাই থেকে মানতে হবে এই নিয়ম স্বস্তি পেয়েও বাড়ল অস্বস্তি, এখনই জেলমুক্তি নয় কেজরির এর পাশাপাশি চালু হচ্ছে ‘তৎকাল স্পেশাল’ ট্রেন। এতদিন পর্যন্ত ২৪ ঘণ্টা তৎকালে টিকিট কাটা যেত। এবার থেকে ১০ থেকে ৬০ দিন আগে টিকিট কাটতে পারবেন। এছাড়া এবার থেকে শতাব্দী, রাজধানীর মতো এক্সপ্রেস ট্রেনে পেপারলেস টিকিট পাওয়া যাবে। টিকিট থাকবে মোবাইলে। উল্লেখ্য, যত দিন যাচ্ছে এই ট্রেনগুলিতে যাত্রী সংখ্যা বেড়ে যাচ্ছে, আর সেই কারণে যাত্রীদের সুবিধার কথা ভেবেই এই ট্রনে কয়েকমাস আগেই কোচের সংখ্যা বাড়ানো হয়েছে। প্রয়োজনে রাজধানী ও শতাব্দীতে কোচের সংখ্যা আরও বাড়াবে হতে পারে বলে রেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে। এছাড়াও এতদিন পর্যন্ত ট্রেনের টিকিটে ইংরেজি ও হিন্দি ভাষায় লেথা থাকত। ফলে অনেকেরই সেই বিষয়গুলি সম্পর্কে জানতে অসুবিধা হত। এবার থেকে রেলের টিকিট পাওয়া যাবে বিভিন্ন ভাষায়। রেলের তরফে জানানো হয়ছে নতুন ওয়েবসাইটে যাত্রীরা এই সুবিধা পাবেন।

আরো পড়ুন »
tumpa koyal,s husband

টুম্পা কয়ালের স্বামীকে মারধরের অভিযোগ,

ব্যুরো নিউজ, ২৪ জুন, শর্মিলা চন্দ্র : তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের হাতে আক্রান্ত কামদুনি কাণ্ডে প্রতিবাদী মুখ টুম্পা কয়ালের স্বামী বিশ্বজিৎ মণ্ডল। সূত্রের খবর, রবিবার বিকেলে তৃণমূল কংগ্রেস লোকসভা নির্বাচনের জয়ের মিছিল বেড় করেছিল কামদুনির হাতিশালা এলাকায়। সেই সময় টুম্পা কয়ালের স্বামী পাশ দিয়ে যাচ্ছিলেন। অভিযোগের তীর তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে http://১৮ তম সংসদ অধিবেশনের শুরুতে কী বার্তা দিলেন মোদী? অভিযোগ, তৃণমূল কংগ্রেস কর্মীরা তাকে দেখে অকথ্য ভাষায় গালিগালাজ করে। এমনকী তাকে মারধর করা হয় বলেও অভিযোগ। আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়।তৃণমূল কংগ্রেস নেতা রাজু নস্করের অনুগামীরা বিশ্বজিৎ মন্ডলের ওপর হামলা চালিয়েছে বলে অভিযোগ। প্রাথমিক চিকিৎসার পর আক্রান্ত বিশ্বজিৎ মন্ডলকে নিয়ে টুম্পা পায়েল টেকনো সিটি থানায় যান। মূল অভিযুক্ত রাজু নস্করকে গ্রেপ্তারের দাবিও জানায় তারা। যদিও মারধরের ঘটনার কথা অস্বীকার করেছেন তৃণমূল নেতার রাজু নস্কর। তার দাবি বিশ্বজিৎ মন্ডল বিজেপির নামে ভালো ভালো কথা বলে তৃণমূলের নামে উল্টোপাল্টা কথা বলায় শুধু কথা কাটাকাটি হয়েছে। কোন রকম মারধরার ঘটনা ঘটেনি।

আরো পড়ুন »
PM Narendra Modi

বারাণসীতে কৃষক সন্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

ব্যুরো নিউজ, ১৯ জুন: লোকসভা নির্বাচনে জয়লাভের পর বারাণসীতে কৃষক সন্মেলনে যোগ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই কেন্দ্র থেকে টানা তিনবার জয়লাভ করেছেন মোদী। এদিন সন্মেলনে যোগ দিয়ে তিনি পিএম কিসান সম্মান নিধি প্রকল্পের আওতায় ১৭ তম কিস্তি বিতরণ করেন প্রধানমন্ত্রী। এই প্রকল্পের আওতায় থাকা প্রায় ৯.২৬ কোটিরও বেশি কৃষক কুড়ি হাজার কোটি টাকার বেশি আর্থিক সুবিধা পাবেন। এদিনের সন্মেলনে উপস্থিত ছিলেন, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান সহ অন্যান্য মন্ত্রীরা। এবার IAS অফিসার হবে AI? সরকারি পদেও ভাগ বসাবে AI? সারপ্রাইজ ভিজিটে গেলেন স্টেডিয়ামে এই কৃষক সন্মেলন থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কৃষকদের উন্নয়নের জন্য বিজেপি সরকার কী কী কাজ করেছে সেই সমস্ত বিষয় তুলে ধরেন। ‘বাবা বিশ্বনাথ, মা গঙ্গার আশীর্বাদ এবং কাশীর মানুষের ভালোবাসায় তৃতীয়বার দেশের প্রধান সেবক হয়েছি।’ এমন কথাও বলতে শোনা যায় প্রধানমন্ত্রী মোদীকে। এদিন কৃষক সন্মেলন শেষে প্রধানমন্ত্রী গঙ্গা আরতি করেন। এরপর সারপ্রাইজ ভিজিট করতে চলে যান বারাণসীর একটি নির্মিয়মান স্টেডিয়ামে। সেখানে গিয়ে সমস্ত কাজ খতিয়ে দেখেন। স্টেডিয়ামের কর্মকর্তা ও শ্রমিকদের সঙ্গে কথাও বলেন। যুব সমাজের উন্নতি সাধনেই এই স্টেডিয়াম তৈরি হচ্ছে, যাতে খেলার প্রশিক্ষণের জন্য আগামী প্রজন্মকে রাজ্যের বাইরে যেতে না হয় তার জন্য স্টেডিয়াম নির্মাণ করা হচ্ছে বলেও জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

আরো পড়ুন »
charles controvercy

রাজা চার্লস-এর প্রতিকৃতি ঘিরে বিতর্ক! দৈত্যের সঙে তুলনা!

ব্যুরো নিউজ, ১৭ মে : রানি দ্বিতীয় এলিজাবেথ- এর পর সিংহাসন পান তার ছেলে চার্লস। গত বছরের মে মাসের ৬ তারিখ তাঁর রাজ্যভিষেক হয়। বছর খানেক পরেই গত মঙ্গলবার নিজের প্রথম প্রতিকৃতির উদ্বোধন করেন রাজা চার্লস। আর সেই ছবি প্রকাশ্যে আসতেই জোর চর্চা। পাকিস্তানের সংসদে ক্ষোভ! ভারতের উত্থানের গাথা গেয়ে নিজের দেশকে তুলোধোনা করলেন পাকিস্তানি সাংসদ সম্প্রতি রাজা চার্লস-এর যে প্রতিকৃতি সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে, সেই ছবিতে দেখা যাচ্ছে, রাজা চার্লস-এর চার দিকে লাল রং। এক ঝলক দেখলে মনে হবে তিনি যেনও লাল রং-এর রক্তের সমুদ্রের মাঝে দাড়িয়ে রয়েছেন। তাঁর গায়ে রয়েছে, ওয়েলশ গার্ডদের উর্দি। কারন ১৯৭৫ সালে এই বাহিনীতেই কর্মরত ছিলেন প্রিন্স অফ ওয়েলশ। ইডির উদ্ধার করা টাকা বিলিয়ে দেওয়া হবে গরিবদের? ঠিক কি বললেন মোদী? তবে তাঁর প্রথম প্রতিকৃতির ছবি প্রকাশ করতেই শুরু হয় চর্চা। ধেয়ে আসা নানা বিধ মন্তব্য। ওনেকেই তাঁর সেই প্রতিক্রিতি দেখে রাজাকে যম বা দৈত্যের সঙে তুলনা করেছেন। অনেকেরই মনে হয়েছে, রাজা চার্লসের চার দিকের ওই লালা রং যেনও রক্তের সমুদ্র। আর তিনি সেই রক্তের সমুদ্রের মধ্যে দাড়িয়ে রয়েছেন।  ছবিটিতে লাল রং-য়ের অত্যাধিক ব্যবহারের জন্য ছবিটি নারকীয় রুপ নিয়েছে বলেও অনেকের মত। তবে ছিবিটি যে শুধু কটাক্ষেরই শিকার তা নয়। রাজা চার্লসের ছিবিটির বহু মানুষ প্রশংসাও করেছেন। ছবিতে রাজার ডান কাঁধের কাছে প্রজাপতিটি বহু প্রশংসাও কুড়িয়েছে।  

আরো পড়ুন »
sandeshkhali-trinamool-leader-shankars-house-vandalized

ভাইরাল ভিডিয়োর বিতর্কের মাঝেই সন্দেশখালি থেকে উদ্ধার অস্ত্র

ব্যুরো নিউজ, ১১ মে, : ভাইরাল কেন্দ্র করে যখন উত্তপ্ত সন্দেশখালি, তখন ফের অস্ত্র উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল সন্দেশখালিতে। স্থানীয় বাসিন্দারা দুষ্কৃতীদের কাছ থেকে দেশি ভাঙা বন্দুক উদ্ধার করেছে বলে খবর। ঘটনার সঙ্গে শাহজাহানের অনুগামীরা জড়িত বলে দাবি স্থানীয়দের। শাহজাহান অনুগামীরা যুক্ত, দাবি স্থানিয়দের !! উল্লেখ্য, শুক্রবার সন্দেশখালির জেলিয়াখালির পিয়ারা খালি ফেরিঘাট সংলগ্ন এলাকায় কিছু দুষ্কৃতী আগ্নেয়াস্ত্র নিয়ে জড়ো হয় বলে স্থানীয়দের অভিযোগ। দুষ্কৃতীদের হাতে একটি ব্যাগ ছিল। সেই ব্যাগে ভাঙা বন্দুকও ছিল বলে এসেছিল। এলাকাবাসীদের দেখে দুষ্কৃতীরা অস্ত্র ফেলে পালিয়ে যায়। স্থানীয়রা সেই অস্ত্র উদ্ধার করে পুলিশের হাতে তুলে দেয়। দুষ্কৃতীদের গ্রেফতারের দাবিও জানিয়েছে এলাকাবাসীরা। মুক্তি পেল ‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’ ছবির পোস্টার! ক্রিকেট প্রেমের গল্পে দেখা যাবে কোন দুই তারকাকে? প্রসঙ্গত, দ্বিতীয় দফার নির্বাচনের দিনই সন্দেশখালিতে অস্ত্র উদ্ধারের ঘটনায় শোরগোল পড়ে গিয়েছিল। শুধু অস্ত্র নয় উদ্ধার হয়েছিল বিস্ফোরকও। নামাতে হয়েছিল NSG কমান্ডো। এনএসজির রিমোটচালিত রোবট নামানো হয়। যত সময় গড়িয়েছে রহস্য তত বেড়েছে। সব মিলিয়ে রিমোট নামিয়ে বিস্ফোরক উদ্ধার কার্যত সন্দেশখালির সৌজন্যে সেদিন রাজ্যবাসী প্রথম দেখল। শাহজাহান শেখের ঘনিষ্ঠের বাড়ি থেকে বিদেশি অস্ত্র উদ্ধারের ঘটনায় রাজনৈতিক তরজাও হয়েছে প্রচুর। এই আবহের রেশ কাটতে না কাটতেই শুক্রবার রাতে ফেরে সন্দেশখালি থেকে অস্ত্র উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে

আরো পড়ুন »

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

ঠিকানা