mamata-banerjee-it-raid

 

ব্যুরো নিউজ, ১১ এপ্রিল, শর্মিলা চন্দ্র: ইদ উপলক্ষ্যে প্রত্যেক বারের তো এবারও রেড রোডে নমাজের অনুষ্ঠানের উপস্থিত হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।এদিন সকলকে ঈদের শুভেচ্ছা জানানোর পাশাপাশি বিজেপির বিরুদ্ধে আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী। কেন্দ্রীয় এজেন্সি থেকে শুরু করে সিএএ ও এনআরসি নিয়ে করা বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ‘এবার নির্বাচনে সকলের বিরুদ্ধে এনআইএ, সিবিআই, ইডি লেলিয়ে দিচ্ছে। এর থেকে ভালো, আমি বলেছি, একটা জেলখানা বানিয়ে দিন। সকলে সেখানে চলে যাবে। কিন্তু ১৩২ কোটি মানুষকে জেলে ভরতে পারবেন তো? আমরা রয়্যাল বেঙ্গল বাঘের মতো লড়াই করি।’ কেন্দ্রীয় এজেন্সি নিয়ে এই ভাষাতেই কেন্দ্রকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী।

আপনার নববর্ষের সাজ হোক নজর কাড়া

Advertisement of Hill 2 Ocean

‘আমি মৃত্যুকে ভয় পাই না, মৃত্যু আমাকে ভয় পায়’

অন্যদিকে, কেন্দ্র অভিন্ন দেওয়ানি বিধি আনছে এই দাবি তুলে মমতার মন্তব্য, ‘মাছের মাথা হল সিএএ, ল্যাজা এনআরসি আর মাছের পেটটা হল অভিন্ন দেওয়ানি বিধি। কিন্তু আমরা মানব না। গায়ের জোরে মানব না। নো সিএএ, নো এনআরসি, নো ইউসিসি। সকলের নিজস্ব অধিকার যেমন ছিল, তেমন থাকবে।’ সঙ্গে তিনি আরও বলেন, ‘জনতার ভোটে নির্বাচিত হয়ে জনপ্রতিনিধি হয়েছেন। আমরা নাগরিক না হলে আপনারাও নাগরিক নন।’ সব শেষে কেন্দ্রের বিরুদ্ধে মমতার হুঁশিয়ারি, ‘আমি মৃত্যুকে ভয় পাই না। মৃত্যু আমাকে ভয় পায়।’

এর পাশাপাশি এদিন ফের আরো একবার ইন্ডিয়া জোট নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী।

বললেন, ‘দিল্লিতে জোটের বিষয়টি দেখে নেব। কিন্তু, এখানে ফাইট আমাদের সঙ্গে BJP-র। একটা ভোটও তৃণমূল ছাড়া অন্য কোনও দলে দেবেন না।’

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর