Terrorist Link

ব্যুরো নিউজ, ২৯ জুন : এসটিএফ-এর হাতে গ্রেফতার জঙ্গি কার্যকলাপের সঙ্গে যুক্ত থাকা এক ব্যক্তি। সূত্রের খবর ধৃত আনোয়ার শেখ বর্ধমানের মঙ্গলকোটের বাসিন্দা। চেন্নাই থেকে তাকে গ্রেফতার করে বেঙ্গল এসটিএফ। চেন্নাইতে রাজমিস্ত্রির কাজ করতো ধৃত আনোয়ার শেখ।

মোদীর ‘নো টলারেন্স’ নীতির কামাল! জঙ্গিদের অর্থের জোগানের পথ বন্ধ করায় বিশ্ব দরবারে প্রশংসা ভারতের

রাজমিস্ত্রির কাজের পাশাপাশি চলত জঙ্গি কার্যকলাপও!

সূত্রের খবর, চেন্নাইতে কাজের পাশাপাশি জঙ্গি কার্যকলাপের সঙ্গেও যুক্ত ছিল সে। এ রাজ্যের পাশাপাশি অন্য রাজ্য জঙ্গি কার্যকলাপ চালাত। এর আগে এসটিএফ এর হাতে গ্রেফতার হওয়া হাবিবুল্লার ডান হাত ছিল আনোয়ার। হাবিবুল্লাহকে জেরা করেই এসটিএফ-এর হাতে একাধিক তথ্য উঠে আসে। যে অ্যাপ এর মাধ্যমে জঙ্গি কার্যকলাপ চালাত সেই অ্যাপ থেকে বেঙ্গল এসটিএফ একাধিক ব্যক্তির সন্ধান পেয়েছে বলে জানা যাচ্ছে।

BJP Helpline

এই নিয়ে জঙ্গি সন্দেহে এসটিএফ- এর হাতে গ্রেফতার তিনজন। প্রথমে পশ্চিম বর্ধমানের কাঁকসা থেকে জঙ্গি সন্দেহে গ্রেফতার হয় হাবিবুল্লাহ। এরপর হাবিবুল্লাকে জেরা করে একাধিক তথ্যের ভিত্তিতে হেরাজ শেখকে গ্রেফতার করে এসটিএফ। এরপর সেই হাবিবুল্লাহকে জেরা করেই আনোয়ার শেখকে গ্রেফতার করলো বেঙ্গল এসটিএফ।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর