ব্যুরো নিউজ, ২৪ মে : মেট্রো যাত্রীদের জন্য সুখবর। এবার থেকে নিত্যযাত্রীদের মেট্রো ধরার জন্য আর হুড়োহুড়ি করতে হবে না। এবার থেকে মেট্রো পরিষেবা বারানোর সিদ্ধান্ত নিল মেট্রো কর্তৃপক্ষ। জানা যাচ্ছে এখন থেকে রাত এগারোটা পর্যন্ত মেট্রো পরিষেবা মিলবে। আজ অর্থাৎ ২৪ মে থেকে পরীক্ষামূলক মেট্রো চালানোর সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।
রাত এগারোটা পর্যন্ত বাড়ানো হচ্ছে পরিষেবা
নির্বাচনের মাঝেই স্বস্তি কমিশনের! কত শতাংশ ভোট পড়ল তা ভোটের পর জানাতে হবে না কমিশনকে
প্রসঙ্গত, কিছু দিন আগেই শেষ মেট্রোর সময় বাড়ানোর বিষয়ে কলকাতা হাইকোর্ট মেট্রো রেলকে বিবেচনা করতে বলেছিল। অফিসযাত্রীদের কথা মাথায় রেখেই রাতেও মেট্রো পরিষেবা চালু রাখার আর্জি জানিয়ে উচ্চ আদালতে একটি মামলা দায়ের হয়। তার প্রেক্ষিতে প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম বলেন, ‘এটি খুবই প্রয়োজনীয় আবেদন। যাত্রীদের কথা চিন্তা মেট্রোকে এ নিয়ে বিবেচনা করতে হবে।’
অন্যদিকে এই বিষয়ে মেট্রোর পক্ষ থেকে জানানো হয়, প্রযুক্তিগত কিছু সমস্যা রয়েছে। সেই কারণেই শেষ মেট্রোর সময় বাড়ানো যাচ্ছে না বলেও জানানো হয়। কিন্তু দেশের কোনও মেট্রো শহরেই এত তাড়াতাড়ি মেট্রো পরিষেবা শেষ হয় না, এই কথার প্রেক্ষিতে তখন অবশ্য মেট্রো কর্তৃপক্ষের তরফে
সঠিকভাবে কিছু জানানো হয়নি। তবে এবার মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, এবার থেকে রাত পর্যন্ত পরিষেবা দেওয়ার কথা চিন্তাভাবনা করেছ কর্তৃপক্ষ।
এই প্রসঙ্গে মেট্রোর মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র বলেন, ব্লু লাইনে ২৪ মে থেকে পরীক্ষামূলকভাবে মেট্রো পরিষেবা চালু করা হচ্ছে। শনি ও রবিবার ছাড়া সপ্তাহের বাকি সব দিন রাত ১১টায় শেষ মেট্রো ছাড়বে কবি সুভাষ ও দমদম থেকে। যাত্রাপথে এই বিশেষ মেট্রো থামবে সব স্টেশনেই। এই মেট্রো পরিষেবার জন্য যাত্রীদের জন্য প্রতিটি স্টেশনে একটি একটি করে কাউন্টার খোলা থাকবে যেখান থেকে কার্ড বা টোকেন সংগ্রহ করতে পারবেন যাত্রীরা। আপাতত এই মেট্রো পরীক্ষামূলকভাবে চললেও শীঘ্রই তা পুরদমে চালু করা হবে বলে জানান মেট্রোর মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র। স্বাভাবিকভাবে এতে যাদের অফিস থেকে ফিরতে রাত হয় সে সমস্ত মেট্রো যাত্রীরা যে উপকৃত হবেন তা বলার অপেক্ষা রাখে না।




















