ইভিএম নিউজ ব্যুরো, ১১ ফেব্রুয়ারিঃ ঘরে বসে হাতে গরম খাবার পেতে কে না চায়? দাম হয়তো একটু বেশি পড়ে, সময় কমে অনেক বেশি। হোমডেলিভারি পদ্ধতিতে সেইসব খাবার বাড়িতে পৌঁছেও যায়। তবে অনেকসময় রাস্তায় যানজটের কারণে খাবার পৌঁছতেও দেরি হয়। কিন্তু কল্পনা করুন এমন একটা অবস্থা যেখানে যানজটের বালাই নেই। খুব অল্প সময়ের মধ্যেই আপনার অর্ডার দেওয়া খাবার পৌঁছে যাচ্ছে আপনার কাছে। সত্যি যদি এইরকম হয় তো লা জবাব।
এইবার থেকে এইরকমই হতে চলেছে। সৌজন্যে ড্রোন। ড্রোনেই পাঠানো হবে খাবার। সূত্রের খবর, শুক্রবার ড্রোন পরিষেবা প্রদানকারী একটি সংস্থাকে কলকাতার এয়ার ট্রাফিক কন্ট্রোল অনুমতি দিয়েছে পরিষেবা শুরু করার।শুধু খাবার নয়, প্যাথলজিক্যাল পরিক্ষার নমুনা থেকে শুরু করে ওষুধপত্র পৌঁছে যাবে এই ড্রনে ভর করে। ইতিমধ্যেই প্যাথলজিক্যাল ল্যাবের সংগ্রহ করা নমুনা হাওড়ার কদমতলা থেকে সল্টলেকের সেক্টর ফাইভে পাঠানো হয়েছে।
দিল্লির সংস্থাটি কলকাতায় ড্রোন পরিষেবা চালু করার অনুমতি পাওয়ার পর জানান কলকাতা ও হাওড়া মিলিয়ে মোট ১৫ টি কেন্দ্রে ১৪টি রুটে এই মুহূর্তে এই পরিষেবা জারি থাকবে। এরপর ১৪টি জায়গায় ড্রোনের সাহায্যে বিভিন্ন দ্রব্যে হোমডেলিভারির পরিষেবা পাবেন কলকাতা ও হাওড়ার মানুষ।
উল্লেখ্য, কলকাতার ৬০ মিটার এবং হাওড়ার ১২০ মিটার এলাকার ওপর দিয়ে ড্রোন চালানো যাবে। এর মধ্যে এটিসি নো ফ্লাইয়িং জোন হিসাবে চিহ্নিত করেছে । ফোর্ট উইলিয়াম, নবান্ন লাগোয়া বেশ কিছু জায়গা। তবে কলকাতা বিমানবন্দর অন্তর্ভুক্ত এলাকার জন্য এটিসি একটি আলাদা সেল গঠন করেছে। সেই সেলের কাছে ড্রোন ওড়ানোর জন্য আগাম সময় বুক করতে হবে। ফলে বিমান চলাচলের কোনও ব্যাঘাত ঘটবে না।