সইফকে দেখতে লীলাবতী হাসপাতালে কিং খান

ব্যুরো নিউজ,১৬ জানুয়ারি:“রাজদ্বারে শ্মশানে চ, য তিষ্ঠতি স বান্ধব।” এই প্রবাদটি শুদ্ধ অর্থে পালন করে থাকেন বলিউড সুপারস্টার শাহরুখ খান। সইফ আলি খানের সাথে তাঁর বন্ধুত্ব দীর্ঘদিনের। একে অপরের কঠিন সময়ে তারা একে অপরের পাশে দাঁড়িয়েছেন। সইফের উপর দুষ্কৃতী হামলার পর সেই বন্ধুত্বের পরিচয় দিয়েছেন শাহরুখ খান। বুধবার ভোরে সইফ আলি খান আক্রান্ত হন। তিনি এখন মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর অস্ত্রোপচার হয়েছে এবং এখন তিনি আইসিইউতে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন। খবর পেয়ে, বন্ধুর শারীরিক অবস্থা জানার জন্য শাহরুখ খান ছুটে যান হাসপাতাল।

মুম্বইয়ে সইফ-করিনার বাড়িতে ডাকাতির চেষ্টা, আহত সইফ আলি খান

বন্ধুত্ব প্রায় ৪০ বছরের পুরনো


শাহরুখ-সইফের বন্ধুত্ব প্রায় ৪০ বছরের পুরনো। সেই ‘কাল হো না হো’ সিনেমার সময় থেকেই তাদের বন্ধুত্ব শুরু। শীর্ষস্থানীয় অভিনেত্রী করিনা কাপুরের সঙ্গেও শাহরুখ খান একাধিক সিনেমায় কাজ করেছেন, যেমন ‘অশোকা’, ‘কভি খুশি কভি গম’, এবং ‘রা ওয়ান’। তাই সইফের বিপদে খবর পেয়ে শাহরুখ খান হাসপাতাল পৌঁছান। মুম্বাইয়ের পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়ে সেই মুহূর্ত, যদিও শাহরুখের গাড়ির ভিতরের ছবি দেখা যায়নি। তবে তাঁর ব্যক্তিগত বাহন দেখে বুঝে যায় পাপারাজ্জিরা যে, শাহরুখ সইফকে দেখতে হাসপাতালে যাচ্ছেন।

গৌতম গম্ভীরের কোচিং স্টাফ নিয়ে বিসিসিআইয়ের মধ্যে প্রশ্ন

এই ঘটনার পর বলিউডে নিরাপত্তার প্রশ্ন উঠেছে। সইফের উপর হামলা হওয়ার পর, অনেকেই প্রশ্ন তুলেছেন কেন মুম্বাইয়ের মতো নিরাপদ শহরেও তারকারা বারবার হামলার শিকার হচ্ছেন। সইফের পরিবারও তাঁর পাশে ছিল। হাসপাতালে দেখতে যান সইফের মেয়ে সারা আলি খান, বোন সোহা আলি খান ও জামাই কুণাল খেমু, এবং বলিউড পরিচালক সিদ্ধার্থ আনন্দ।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর