পিভি সিন্ধু ও কিরণ জর্জ কোয়ার্টার ফাইনালে

ব্যুরো নিউজ, ১৭ জানুয়ারি:এদিন ভারতের জন্য ছিল এক আশাপ্রদ দিন, যখন ভারতের শাটলাররা ইন্ডিয়ান ওপেন ব্যাডমিন্টনে দারুণ পারফরম্যান্স প্রদর্শন করলেন। একদিন আগে ভারতের বেশ কিছু শাটলার হেরে গিয়েছিলেন, যার মধ্যে ছিলেন এইচএস প্রণয়, লক্ষ্য সেন এবং প্রিয়াংশু। তবে বৃহস্পতিবার দিনটি ছিল ভারতের জন্য খুবই শুভ। দুবারের অলিম্পিক্স পদকজয়ী পিভি সিন্ধু স্ট্রেট সেটে জয় লাভ করে কোয়ার্টার ফাইনালে পৌঁছালেন। তার সঙ্গে কিরণ জর্জও কোয়ার্টার ফাইনালে পৌঁছানোর দারুণ পারফরম্যান্স প্রদর্শন করলেন। এছাড়া, পুরুষদের ডাবলসে সাত্ত্বিকসাইরাজ ও চিরাগ শেট্টি জুটিও নিজেদের ম্যাচ জয় করলেন।

বাঙালি বিয়ে বাড়ির স্বাদে বানান দুধ শুক্তোঃ শীতের সবজি দিয়ে বানান দুর্দান্ত কিন্তু সহজ রেসিপি

কেনিয়া মিতসুহাসি ও হিরোকি ওকামুরা


পিভি সিন্ধু জাপানের ৪৬ নম্বর শাটলার মানামি সুইজুকে ২১-১৫, ২১-১৩ স্কোরে হারিয়ে কোয়ার্টারে জায়গা করে নেন। সিন্ধু বলেন, “ব্রেকের পর আমি অনুভব করলাম, আমার খেলা খুব ভালো হচ্ছে। আমি ভালো মুভমেন্ট করতে পারছিলাম এবং আমার অ্যাটাকও আজ খুব ভালো হচ্ছিল। আমি পরবর্তী ম্যাচগুলোর জন্য প্রস্তুত হচ্ছি। কারণ, কঠিন ম্যাচগুলো এখন আসছে।” অন্যদিকে, কিরণ জর্জও প্রথমবারের মতো এই প্রতিযোগিতার কোয়ার্টারে পৌঁছালেন। তিনি অ্যালেক্স লানিয়ারকে ২২-২০, ২১-১৩ সেটে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেন। প্রথম সেটে পিছিয়ে পড়ার পর কিরণ অসাধারণভাবে কামব্যাক করেন এবং জয় পেয়ে আত্মবিশ্বাসী হয়ে উঠেন। তিনি বলেন, “আমি শুধু একটা একটা পয়েন্ট নিয়ে ভাবছিলাম, আর ধৈর্য্য ধরে রেখে কাজ করেছি। পরবর্তী ম্যাচে আরও ভালো পারফরম্যান্সের জন্য প্রস্তুত রয়েছি।”সাত্ত্বিকসাইরাজ ও চিরাগ শেট্টি জুটিও নিজেদের ম্যাচ জয় করে দ্বিতীয় রাউন্ডে চলে যান। তারা জাপানের কেনিয়া মিতসুহাসি ও হিরোকি ওকামুরা জুটিকে ২০-২২, ২১-১৪, ২১-১৬ স্কোরে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছান।

সাইবার প্রতারণা থেকে নিজেকে দূরে রাখবেন কিভাবে? কীভাবে বুঝবেন আপনার ফোন হ্যাক হয়েছে? জানুন বিস্তারিত

চিরাগ বলেন, “ওরা ভালো খেলছিল, আমরা কিছু ভুল করেছিলাম, তবে পরে আমরা ম্যাচে ফিরে আসি এবং জয়ী হতে পেরেছি।” তবে, মিক্সড ডাবলসে তনিশা ক্র্যাস্টো এবং ধ্রুব কপিলা অষ্টম বাছাই জুটির কাছে হারেন। তাদের খেলার ফল ছিল ১৮-২১, ১৭-২১। এছাড়া, মহিলা ডাবলসেও কিছু ভারতীয় জুটি প্রথম রাউন্ডে হেরে যায়, যার মধ্যে ছিল অশ্বিনি পোনাপ্পা ও তানিশা ক্র্যাস্টোস, রুতুপর্ণা পাণ্ডা ও শ্বেতপর্ণা পাণ্ডে জুটি।অবশেষে, বলা যায়, ভারতীয় শাটলারদের জন্য বৃহস্পতিবার ছিল সফলতা ও আত্মবিশ্বাসের দিন। পিভি সিন্ধু, কিরণ জর্জ এবং সাত্ত্বিকসাইরাজ-চিরাগ শেট্টি জুটির অসাধারণ পারফরম্যান্স ভারতীয় ব্যাডমিন্টনের জন্য অনেক আশার প্রতীক হয়ে দাঁড়িয়েছে।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর