দেশের প্রায় ৭১ শতাংশ মানুষ খাবার খেতে পান না

ব্যুরো নিউজ,১৮ জানুয়ারি:গোটা দেশ আজ মন্দির-মসজিদ বিতর্কে উত্তাল। ধর্ম নিয়ে বিতর্ক, রাজনৈতিক মন্তব্য, মামলা, সওয়াল জবাব—এ সবই আলোচনার কেন্দ্রে। কিন্তু এই সব বিতর্কের মাঝেই সাধারণ মানুষের অবস্থাটা কেমন? দেশের আমজনতার অবস্থা কী? এ প্রশ্নের উত্তর দিচ্ছে সম্প্রতি সেন্টার ফর সায়েন্স অ্যান্ড এনভায়রনমেন্ট (সিএসই)-এর করা একটি সমীক্ষা।সিএসই-র রিপোর্ট থেকে জানা যাচ্ছে, দেশের প্রায় ৭১ শতাংশ মানুষ তাদের দৈনন্দিন খাবারের প্রয়োজনীয়তা মেটাতে পারছেন না। এর ফলে তারা অস্বাস্থ্যকর খাবার খেতে বাধ্য হচ্ছেন, যা তাদের নানা ধরনের রোগে আক্রান্ত করে। এই কারণে প্রতি বছর অন্তত ১৭ লক্ষ মানুষের মৃত্যু হচ্ছে। এই রিপোর্ট আসলে দেশের অভ্যন্তরীণ খাদ্য সংকটের দিকে সরাসরি ইঙ্গিত করছে, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা।

শাশুড়ির মৃত্যু কামনা করে মন্দিরের প্রণামী বাক্সে ২০ টাকার নোট? ভক্তের অবাক করা প্রার্থনায় চোখ কপালে পুরহিতদের

কি কি সমস্যায় মানুষ?

এই সমস্যা এখানেই শেষ নয়। সমীক্ষায় আরও উঠে এসেছে যে, গত এক বছরে কনজিউমার ফুড প্রাইস ইনডেক্স অনুযায়ী খাদ্যদ্রব্যের মূল্য বৃদ্ধি হয়েছে ৩২৭ শতাংশ। গ্রামাঞ্চলে মুদ্রাস্ফীতি শহরের তুলনায় বেশি। আয় এবং খরচের মধ্যে এই বিশাল অমিলের ফলে, সাধারণ মানুষের জন্য সুষম খাদ্য পাওয়া দিন দিন কঠিন হয়ে পড়েছে। ফলস্বরূপ, অনেকেই প্রয়োজনীয় পুষ্টি গ্রহণ করতে পারছেন না, যার ফলে নানা স্বাস্থ্য সমস্যার সৃষ্টি হচ্ছে—শ্বাসযন্ত্রের দুর্বলতা, ডায়াবেটিস, হৃদরোগ, এমনকি ক্যান্সারের মতো মারণরোগও তার মধ্যে অন্তর্ভুক্ত।প্রসঙ্গত, গত কিছু বছরে রাজনৈতিক নেতারা দেশের অর্থনৈতিক উন্নতির নানা চিত্র তুলে ধরেছেন। নোট বাতিলের সময় সরকার প্রতিশ্রুতি দিয়েছিল, দেশের প্রতিটি মানুষের অ্যাকাউন্টে বড় অঙ্কের অর্থ জমা পড়বে। করোনাকালেও সরকার দাবি করেছে যে, দেশ দ্রুত উন্নতি করছে।

কলকাতায় নতুন আইটি হাবঃ RedoQ গ্রুপের অফিস উদ্বোধন, কর্মসংস্থানের নতুন সম্ভাবনা

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁর একাধিক বক্তৃতায় জানিয়ে দিয়েছেন, “বিগত বছরগুলিতে আমরা দরিদ্রদের সেবা এবং কল্যাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছি।” কিন্তু, এই সমস্ত সরকারি দাবির বাস্তবতা কি তেমন? যেখানে সাধারণ মানুষের খাবার জোগাড় করা কঠিন হয়ে পড়ছে, সেখানে রাজনৈতিক নেতাদের উন্নতির প্রচার কি শুধু কথার কথা? এই পরিস্থিতি প্রশ্ন তোলে, রাজনৈতিক নেতারা কি কেবল নিজেদের সুবিধার জন্য এসব দাবি করছেন, নাকি আসলেই সাধারণ মানুষের উন্নতির জন্য কিছু করছেন?

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর