2-bjp-supporters-were-beaten-up-for-leaving-trinamool-and-joining-bjp

ব্যুরো নিউজ, ২৭ ফেব্রুয়ারি: লোকসভার আগেই কেষ্টহীন বীরভূমে দুর্বল হচ্ছে রাজ্যের শাসকদল তৃণমূল। দল ছাড়লেন খায়রাশোলের তৃণমূল ব্লক সভাপতি। শুধু তাই নয় দল ছেড়েই সটান চলে গেলেন বিজেপিতে।

বিজেপিতে এলেন ব্লক সভাপতি নীলমাধব চৌধুরী। পাশাপাশি তার সঙ্গে আরও ৩০টি পরিবার বিজেপিতে যোগ দিলেন এদিন। জেলা বিজেপি সভাপতি ধ্রুব সাহার হাত ধরেই বিজেপিতে যোগ দান। তবে মনে করা হচ্ছে, লোকসভা নির্বাচনের আগে এই দলবদলে খানিক চাপের মুখে পড়ল জেলা তৃণমূল।

দক্ষিণ জয়ে নয়া রণনীতি বিজেপির! টিএমসি-বিজেপি জোট

tmc-leader-join-bjp-in-birbhum

বিজেপিতে যোগ দেওয়ার কারন জানতে চাইলে নীলমাধব চৌধুরী সাফ জানান, তিনি মোদীজির অনুপ্রেরণায় অনুপ্রাণিত। তাই মোদীজির হয়ে কাজ করতে চেয়েই বিজেপিতে আসা। এছাড়া অন্য কোনও কারণ নেই। এদিন তিনি তৃণমূলের দুর্নীতি নিয়েও কটাক্ষ করেন। বলেন, তৃণমূলে থাকতে দম বন্ধ লাগছে। সবাই দেখছে ওরা এতো দিন কি করেছে। চারিদিকে শুধু লুট আর সন্ত্রাস চলছে। আমি এই সন্ত্রাসকে কোনওভাবে সমর্থন করি না।

এদিন তিনি বিজেপির সমরথনে বলেন, আজ তিন জন যোগ দিয়েছে, কাল তিন হাজার লোক যোগ দেবে। এমনকি বিজেপির জেতার আশা নিয়েও নিশ্চিত তিনি।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর