Stylish Bike Bajaj Platina125 Details

পুস্পিতা বড়াল, ২৬ মার্চ: বাজারে আসতে চলেছে স্টাইলিশ বাইক Bajaj Platina 125। ভারতের বাজারে সবচেয়ে বেশি মাইলেজের বাইক ‘Bajaj Platina’ নিয়ে আসছে বড় খবর। রিপোর্ট অনুযায়ী, এর মডেল শুধুমাত্র ইঞ্জিন শক্তি দ্বারা বুস্ট করা হবে। এখন এই গাড়িটি শুধুমাত্র 100cc তে দেখা যাবে। বাজাজ প্লাটিনা বাইকটিও 125cc ইঞ্জিনে পাবেন আপনি।

Advertisement of Hill 2 Ocean

Bajaj Platina 125 কবে লঞ্চ হবে?

প্রকাশ্যে এল Pova 6 Pro 5G স্মার্টফোনের দুর্ধর্ষ ফিচারস! ক্যামেরাও দেখার মত! আর দেরি না করে দেখে নিন বিস্তারিত

জানা গিয়েছে, Bajaj Platina 125 বাইকটি কোম্পানি 2025 সালের জানুয়ারিতে লঞ্চ করবে (Bajaj Platina 125 launching date)। হয়তো লঞ্চের তারিখে সামান্য পরিবর্তন দেখা যেতে পারে। শুধু ইঞ্জিনের শক্তি এবং মডেলই নয়, এই নতুন বাইকটিতে পাওয়া যাবে আধুনিক ও নতুন সব ফিচারস। আসুন জেনে নেওয়া যাক Bajaj Platina 125 মডেলের বাকি আকর্ষণীয় ফিচারসগুলি সম্পর্কে:

বাজাজ প্লাটিনা 125 ইঞ্জিন পাওয়ার

বাজাজ প্লাটিনা 125 মডেলের নতুন আপডেটের পরেও এই বাইকটিতে 125cc পাওয়ার ইঞ্জিন দেওয়া হবে। এটিতে থাকবে এয়ার কুল সিস্টেম। সামনের টায়ারে ডিস্ক ব্রেক ব্যবহার করা হবে।

মার্কেটে আসছে Bajaj Pulsar N250, রয়েছে চোখ ধাঁধানো ডিজাইন সহ দারুণ ফিচারস! আরও কী কী পাবেন?

বাজাজ প্লাটিনা 125 মাইলেজ : Bajaj Platina 125 বাইকটি ভারতীয় রাস্তায় প্রায় 80 কিলোমিটার প্রতি লিটার মাইলেজ দেবে। Bajaj Platina 125 মডেলটিতে কিছু আধুনিক বৈশিষ্ট্য রয়েছে এবং এই বাইকে আপনি ফোন সংযোগ, USB মোবাইল চার্জার, সাইড স্ট্যান্ড ইন্ডিকেটর এবং ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টারও পাবেন।

হর্স পাওয়ার ও টর্ক পাওয়ার : এটিতে একটি এয়ার-কুলড 124.6 সিসি মোটর রয়েছে, যা 7000 rpm এ 8.4 BHP এবং 4000 rpm এ 10 Nm টর্ক জেনারেট করে।

দাম : দাম সম্পর্কে এখনও পর্যন্ত কিছু নিশ্চিত করা না হলেও প্রাথমিকভাবে আশা করা হচ্ছে, বাজাজ প্লাটিনা 125 বাইকের এই নতুন সংস্করণটি এক্স-শোরুম রেঞ্জে প্রায় 85,000 টাকায় অফার করা হবে।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর