
আম-ফ্রেঞ্চ টোস্টের দারুণ টুইস্ট: গরমে কীভাবে তৈরি করবেন!
ব্যুরো নিউজ,২১ এপ্রিল: গরমকালে যদি ক্লাসিক ফ্রেঞ্চ টোস্টের সঙ্গে পাকা আমের রসালো স্বাদ মিশে যায়, তাহলে দিনের শেষটা হয়ে উঠতে পারে একেবারে রাজকীয়! এই প্রচণ্ড গরমে চটজলদি বানানো যায় এমন কিছু মিষ্টি পদ খোঁজেন অনেকে। সম্প্রতি রন্ধনপ্রেমীদের মন জয় করে নিয়েছেন রন্ধনশিল্পী অরুণা বিজয়। তিনি ইনস্টাগ্রামে এমন একটি রেসিপি শেয়ার করেছেন, যা ফ্রেঞ্চ টোস্টপ্রেমীদের সঙ্গে সঙ্গে আমভক্তদেরও হৃদয় ছুঁয়ে গেছে।