২০ মিনিটে তৈরি করুন জিভে জল আনা ডিমের সুস্বাদু রেসিপি ডিম ভাপা!
ব্যুরো নিউজ ১২ নভেম্বর :বাড়িতে সবজি মাছ বা মাংস না থাকলেও যদি ডিম থাকে তা হলে যে কোনো খাবারের অভাব মেটানো যায়। ডিমকে বলা হয় মুশকিল আসান, কারণ এটি একদিকে যেমন পুষ্টিকর, তেমনই সুস্বাদু এবং খুব সহজে রান্না করা যায়। আজ আমরা ডিমের একটি সহজ ও মজাদার রেসিপি শেয়ার করব। মাত্র ২০ মিনিটে তৈরি করুন ডিমের সুস্বাদু রেসিপি ডিম ভাপা।