স্বাদে ভরা তিব্বতি থুকপা, জেনে নিন সহজ রেসিপি
ব্যুরো নিউজ,৪ ডিসেম্বর:গ্যাস ও অম্বলের সমস্যায় এখন অনেকেই সাধারণ খাবার খেতে পছন্দ করেন।তবে একই ধরনের খাবার খেতে খেতে মুখে অরুচি চলে আসে।আবার তেল-মশলা দেওয়া খাবার খেলে পেটের সমস্যা বাড়তে পারে।এই অবস্থায় মুখরোচক কিছু খেতে ইচ্ছে হলে তিব্বতি থুকপা একটি আদর্শ বিকল্প হতে পারে। এটি একেবারে সাদামাটা রান্না, তবুও স্বাদে একেবারে চমৎকার। নুডলস পছন্দ হলে এই পদটি আপনার জন্য একদম পারফেক্ট।