ব্যুরো নিউজ, ২৪ মে : চাপের কাছে নতি স্বীকার করতে নারাজ আপ সাংসদ স্বাতী মালিওয়াল। অরবিন্দ কেজরিওয়ালের বাড়িতে তাকে যেভাবে হেনস্তার মুখে পড়তে হয়েছে তারপর তিনি কোনভাবেই পদ ছাড়তে রাজি নন বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন আপ সাংসদ। সেই সঙ্গে তিনি এও জানিয়েছেন পদ না থাকলেও তিনি কাজ করতে পারবেন, কিন্তু তবুও তিনি পদ ছাড়বেন না।
নির্বাচনের মাঝেই স্বস্তি কমিশনের! কত শতাংশ ভোট পড়ল তা ভোটের পর জানাতে হবে না কমিশনকে
‘আমার চরিত্রহননের চেষ্টা করছে’

প্রসঙ্গত গত ১৩ মে স্বাতী মালিওয়াল কেজরিওয়ালের সঙ্গে দেখা করার জন্য তার বাড়িতে গিয়েছিলেন। সেখানেই মুখ্যমন্ত্রীর প্রাক্তন সচিব বৈভব কুমার তাকে নিগ্রহ করে বলে অভিযোগ। এই ঘটনায় দিল্লি পুলিশ বৈভব কুমারকে গ্রেফতারও করেছে। যদিও ঘটনা সময় বাড়িতে ছিলেন না বলে দাবি করেছেন আপ সুপ্রিমো কেজরিওয়াল। যদিও সেই দাবি মানতে নারাজ স্বাতী। ওই সময়ে কেজরি বাড়িতে ছিলেন এবং কিছুক্ষণের মধ্যে দেখা করতে আসবেন বলেও জানিয়েছিলেন বলে জানান আপ সাংসদ স্বাতী মালিওয়াল।
এই বিতর্কের মাঝেই অভিযোগ করলেন আপ সাংসদ। তাঁর অভিযোগ, ‘আপ চেয়েছিল রাজ্যসভা থেকে ইস্তফা দিয়ে দিই। কারণ এক আইনজীবী নেতাকে ওই আসন থেকে সাংসদ করতে চেয়েছিল দল। যদি এই কথা আমাকে সরাসরি বলা হত, তাহলে আমি সঙ্গে সঙ্গে পদ ছেড়ে দিতাম। কারণ আমি কোনওদিন পদ আঁকড়ে বসে থাকতে চাই না।’ ‘দলের প্রত্যেক সদস্যকে নির্দেশ দেওয়া হয়েছে, আমার চরিত্রহনন করার জন্য।’ পাশাপাশি আসল অপরাধী বৈভব কুমারকে দল আড়াল করার চেষ্টা করছেও বলে দাবি করেন আপ সাংসদ স্বাতী মালিওয়াল। তবে কোনো শক্তির কাছেই তিনি মাথা নত করবেন না বলেও স্পষ্ট জানিয়ে দেন তিনি।



















