
ইকুয়েডরের অ্যামাজনে গ্রীন অ্যানাকোন্ডা
প্রবীর বন্দ্যোপাধ্যায়, ২৮ ফেব্রুয়ারি: এবার ইকুয়েডরের অ্যামাজনে দেখা মিলল প্রায় বিরল প্রজাতির সুদৃশ্য গ্রীন অ্যানাকোন্ডা। এ ধরণের অ্যানাকোন্ডা সবচেয়ে বড় হলে তার দৈর্ঘ্য হতে পারে ২৫ থেকে ৩০ ফুট। আর ওজন ৫০০ কেজিরও বেশি। ন্যাশ্যানাল জিওগ্রাফির জন্য ডকুমেন্টারি তৈরি করতে গিয়ে এ ধরণের অ্যানাকোন্ডার খোঁজ পেলেন ইউনিভার্সিটি অফ কুইসল্যান্ডের বিজ্ঞানীরা। এর নেতৃত্বে ছিলেন অধ্যাপক ব্যানফ্রাই। তবে, সহজে তার খোঁজ মেলেনি,