উবের হাত ধরে ইলেকট্রিক যাত্রীবাহী গাড়ি চালু করছে আদানি
লাবনী চৌধুরী, ২৬ ফেব্রুয়ারি: সম্প্রতি আদানি গ্রুপ ইলেকট্রিক যাত্রীবাহী গাড়ি চালু করতে উবারের সাথে আলোচনায় বসেছে। উবেরের সিইও দারা খোসরোশাহীর ভারত সফরে এলে সেই সময়ই গত ২৪ ফেব্রুয়ারি গৌতম আদানি ও উবেরের সিইও একটি বৈঠক করেন। জানা গিয়েছে, আদানি গ্রুপের বৈদ্যুতিক যাত্রীবাহী গাড়ি চালু করার জন্য উবেরের রাইড-হেলিং প্ল্যাটফর্মের সঙ্গে একটি পার্টনারসিপ করতে চলেছে আদানি। বৈঠকে সেই সকল বিষয়েই আলোচনা