mary milben criticises Rahul gandhi over PM Modi remarks

ব্যুরো নিউজ ১৭ অক্টোবর ২০২৫ : মার্কিন গায়িকা ও সাংস্কৃতিক দূত মেরি মিলবেন ভারতীয় কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে করা মন্তব্যের জন্য কঠোরভাবে তিরস্কার করেছেন। মিলবেন জোর দিয়ে বলেছেন যে ভারতীয় প্রধানমন্ত্রী তাঁর দেশের জন্য সর্বোত্তম কাজটিই করছেন এবং তিনি দীর্ঘমেয়াদী কূটনৈতিক চাল বোঝেন।

 

রাহুল গান্ধীর অভিযোগ

রুশ তেল কেনা বন্ধে ভারত সম্মতি দিয়েছে বলে ট্রাম্পের দাবির পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার রাহুল গান্ধী কেন্দ্রকে আক্রমণ করেন। রাহুল গান্ধী ‘এক্স’ (X)-এ একটি পোস্টে বলেন, “প্রধানমন্ত্রী মোদী ট্রাম্পকে ভয় পান।”

তিনি অভিযোগ করে পাঁচটি বিষয় উল্লেখ করেন:
১. ট্রাম্পকে ভারত যে রুশ তেল কিনবে না, সেই সিদ্ধান্ত নিতে এবং তা ঘোষণা করতে দিয়েছেন।
২. বারবার উপেক্ষা সত্ত্বেও অভিনন্দন বার্তা পাঠানো অব্যাহত রেখেছেন।
৩. অর্থমন্ত্রীর আমেরিকা সফর বাতিল করেছেন।
৪. শার্ম এল-শেখ-এর সম্মেলন এড়িয়ে গেছেন।
৫. ‘অপারেশন সিন্দূর’ নিয়ে ট্রাম্পের দাবির বিরোধিতা করেননি।

উল্লেখ্য, এই সব অভিযোগ আসে যখন ট্রাম্প দাবি করেন যে মোদী তাঁকে আশ্বাস দিয়েছেন যে ভারত দ্রুত রুশ তেল কেনা বন্ধ করবে—যদিও ভারতের বিদেশ মন্ত্রক ইতিমধ্যেই সেই দাবি মিথ্যা বলে উড়িয়ে দিয়েছে।

Ministry of External Affairs India : ‘তেল কেনা বন্ধে মোদীর সাথে কথা হয়নি’: ট্রাম্পের দাবি উড়িয়ে ভারতের কড়া বার্তা

মেরি মিলবেনের কড়া জবাব

রাহুল গান্ধীর মন্তব্যের জবাবে মেরি মিলবেন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘এক্স’-এ একটি পোস্টে তীব্র প্রতিক্রিয়া জানান। তিনি লেখেন:

আপনি ভুল, রাহুল গান্ধী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রেসিডেন্ট ট্রাম্পকে ভয় পান না। প্রধানমন্ত্রী মোদী দীর্ঘমেয়াদী খেলাটি বোঝেন এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে তাঁর কূটনীতি কৌশলগত। ঠিক যেমন POTUS (প্রেসিডেন্ট অফ দ্য ইউনাইটেড স্টেটস) সর্বদা আমেরিকার স্বার্থকে প্রথমে রাখবেন, তেমনি প্রধানমন্ত্রী মোদীও ভারতের জন্য যা সর্বোত্তম তাই করবেন। আর আমি তার প্রশংসা করি। রাষ্ট্রপ্রধানরা এটাই করেন। তাঁরা তাঁদের দেশের জন্য যা সেরা, তাই করেন এবং বলেন।”

মিলবেন এখানেই থেমে থাকেননি, তিনি রাহুল গান্ধীর নেতৃত্বের সক্ষমতা নিয়েও প্রশ্ন তোলেন:

“আমি আশা করি না আপনি এই ধরনের নেতৃত্ব বুঝবেন, কারণ ভারতের প্রধানমন্ত্রী হওয়ার মতো বিচক্ষণতা আপনার নেই। আপনার সেই ‘আমি ভারতকে ঘৃণা করি’ ট্যুরে ফিরে যাওয়াই শ্রেয়, যার দর্শক একজন—তাও আপনি নিজেই।”

Donald Trump : মার্কিন প্রেসিডেন্টের ‘ মোদীর আশ্বাস’ মন্তব্যে তোলপাড় ভারত এবং আন্তর্জাতিক রাজনীতি

প্রেক্ষাপট: রুশ তেল ও ট্রাম্পের দাবি

এই বিতর্ক এমন এক সময়ে প্রকাশ্যে এলো যখন রাশিয়া থেকে তেল আমদানি বন্ধ করতে ভারতের ওপর আমেরিকার চাপ বাড়ছে। পশ্চিমা নিষেধাজ্ঞা সত্ত্বেও ভারত এখন রাশিয়ার অপরিশোধিত তেলের শীর্ষ ক্রেতাদের অন্যতম। ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে মোদী তাঁকে আশ্বাস দিয়েছেন যে ভারত দ্রুত রুশ তেল কেনা বন্ধ করবে। তিনি বলেন, ভারত রুশ তেল না কিনলে ইউক্রেন যুদ্ধ শেষ করা “অনেক সহজ” হবে।

অন্যদিকে, ভারত সরকারের বাণিজ্য মন্ত্রক জানিয়েছে যে, তারা দেশের জ্বালানি আমদানির উৎস বৈচিত্র্যময় করতে আগ্রহী, তবে তা “সঠিক মূল্যে” লভ্যতার উপর নির্ভর করে। ট্রাম্প প্রশাসন রুশ তেল কেনার জন্য ভারতের ওপর ২৫ শতাংশ অতিরিক্ত শুল্কও আরোপ করেছিল, যা চীনকে ছাড় দিয়েছিল।

উল্লেখ্য, মেরি মিলবেন একজন আমেরিকান গায়িকা, অভিনেত্রী এবং সাংস্কৃতিক দূত। ২০২৩ সালের জুন মাসে প্রধানমন্ত্রী মোদীর যুক্তরাষ্ট্র সফরের সময় তিনি ভারতীয় জাতীয় সঙ্গীত পরিবেশন করেছিলেন এবং তাঁর আশীর্বাদ নিতে মোদীর পা ছুঁয়েছিলেন, যা ব্যাপক সংবাদ শিরোনাম হয়েছিল।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর