Great feat Air Force! The life of the veteran was saved by bringing the lever to the airlift

ব্যুরো নিউজ, ২৬ ফেব্রুয়ারি: এয়ার ফোর্সের দুর্দান্ত কীর্তি! এয়ারলিফ্টে পুনে থেকে দিল্লি আনা হল লিভার, আর তা দিয়েই বাঁচানো হল প্রবীণ সেনার প্রাণ।

Advertisement of Hill 2 Ocean

খালিস্তানি-বিতর্কে শুভেন্দুর বিরুদ্ধে আদালতে রাজ্য

মিশনটি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ।  শুক্রবার সংক্ষিপ্ত নোটিশে পরিচালিত হয় এই মিশন। একজন সেনা অভিজ্ঞের জীবন বাঁচাতেই এই মিশন। স্বল্প নোটিশে ডর্নিয়ার বিমানকে মোতায়েন করেছিল ভারতীয় বিমান বাহিনী।

এই প্রবীণ সেনার প্রাণ বাঁচাতে দিল্লির আর্মি হাসপাতালের ডাক্তারদের একটি দলকে এয়ারলিফ্ট করে নিয়ে আসা হয় পুনেতে। সেখান থেকে ওই ডাক্তাররা লিভারটি নিয়ে  ফিরে যায় দিল্লীতে। সেখানেই আর্মি হাসপাতালে (আরএন্ডআর) ওই প্রবীণ সেনার অস্ত্রপচারের ব্যবস্থা করা হয়। অবশেষে বাঁচানো হয় ওই সেনা প্রবীণের প্রাণ।

23 ফেব্রুয়ারি রাতে পুনে থেকে দিল্লিতে লিভার পুনরুদ্ধার করে দিল্লীর আর্মি হাসপাতালে নিয়ে আসা হয়। গত রবিবার ভারতীয় বিমান বাহিনী এমনটাই জানিয়েছে।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর